BAN vs IND 2022 – ক্রিকেট জার্নি’র অংশ। মীরপুর টেস্টে কূলদীপ যাদবের বাদ পড়ার প্রসঙ্গে এমনটাই বললেন উমেশ যাদব। নিজের এতো বছরের কেরিয়ারে তিনি নিজেও এরকম পরিস্থিতির সন্মুখীন হয়েছেন বলেই জানিয়েছেন এই অভিজ্ঞ ভারতীয় পেসার।
দুই বছরের বেশি সময়ের পর টেস্ট দলে প্রত্যাবর্তন করেছিলেন কূলদীপ যাদব। চট্টগ্রামে প্রথম টেস্টে কামব্যাক করেই দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছিলেন। দুই ইনিংসে ৮ উইকেট নেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ৪০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এমন অলরাউন্ড পারফরম্যান্সের জন্যে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছিলেন তিনি। (BAN vs IND 2022)
চট্টগ্রাম টেস্টে দারুণ পারফরম্যান্স দেওয়ার পর ঢাকায় দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন কূলদীপ। প্রথম দিনের খেলা শেষে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন উমেশ যাদব, সেখানে ম্যাচে কূলদীপের বাদ পড়া প্রসঙ্গে বলতে গিয়ে উমেশ বলেছেন –
“এটা আমাদের খেলার অংশ। আমার সাথেও এরকম হয়েছে। কিছু সময় দল থেকে বাদ পড়তে হয়, এটা সম্পূর্ণ ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তবে সূযোগ পেয়ে কূলদীপ যে পারফরম্যান্স দিয়েছে, সেটা দেখেও ভালো লেগেছে।”
চলতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে দল কি কূলদীপ যাদবকে মিস করবে ? সেই প্রশ্ন করা হলে তার কোনো সরাসরি উত্তর দেননি উমেশ, তিনি বলেছেন –
“কূলদীপ কে দলে সুযোগ দেওয়া বা না দেওয়াটা সম্পূর্ণ ম্যানেজমেন্টের বিষয়। আসলে কিছু সময় দলের প্রয়োজনের স্বার্থে অনেক সিদ্ধান্ত নিতে হয়। পিচ দেখার পর ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয়।”
৩৫ বছর বয়সী এই ভারতীয় পেসার প্রথম দিন দারুণ বোলিং পারফরম্যান্স দিয়েছিলো। ১৫ ওভার বোলিং করে ৪ উইকেট নেন।
Why does this happen so often to Kuldeep Yadav? You can’t be doing this to him again and again. Please some one put an arm around his shoulder and tell him not to lose heart. Yes. It’s tough being Kuldeep Yadav. Spare a thought for him #DoddaMathu #CricketTwitter
— Dodda Ganesh | ದೊಡ್ಡ ಗಣೇಶ್ (@doddaganesha) December 22, 2022
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভারতীয় বোলারদের বোলিং দাপটে লন্ডভন্ড বাংলাদেশ। চারটি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং উমেশ যাদব। দ্বিতীয় টেস্টের প্রথম দিন ৭৩.৫ ওভার ব্যাট করে ১০ উইকেট বাংলাদেশ তুলেছে ২২৭ রান। ম্যাচে কূলদীপ যাদবের বদলে ১২ বছর পর টেস্ট দলে কামব্যাক করেছিলেন জয়দেব উনাদকাট, তিনিও ৫০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এদিন।
পরে, আট ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছিলো ভারত। ১৯ রান তুলেছিলো টিম ইন্ডিয়া বিনা কোনও উইকেট হারিয়ে। ক্রিজে আছেন কে এল রাহুল (৩*) এবং শুভমান গিল (১৪*)। এর মাঝে এলবিডব্লিউ হয়েছিলেন রাহুল, যদিও ডিআরএস নিলে দেখা যায় তিনি নট আউট।
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : ঘরোয়া ক্রিকেটের দৈত্য জয়দেব উনাদকাট, বললেন ওয়াসিম জাফর
India Playing XI for BAN vs IND 2022 2nd Test :
KL Rahul(c), Shubman Gill, Cheteshwar Pujara, Virat Kohli, Rishabh Pant(w), Shreyas Iyer, Axar Patel, Ravichandran Ashwin, Jaydev Unadkat, Umesh Yadav, Mohammed Siraj.
Bangladesh Playing XI for BAN vs IND 2022 2nd Test :
Najmul Hossain Shanto, Zakir Hasan, Mominul Haque, Litton Das, Mushfiqur Rahim, Shakib Al Hasan(c), Nurul Hasan(w), Mehidy Hasan Miraz, Taijul Islam, Khaled Ahmed, Taskin Ahmed.
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : আগুনে পেসে ৪ উইকেট তুলে নিয়ে নেটিজেনদের প্রশংসা কুড়োলেন উমেশ যাদব