Team India : বুমরাহ দলে না থাকলে দলের কোনও যায় আসে না ! এমনই বিস্ফোরক মন্তব্য হার্দিক পান্ডিয়া’র

0
16
It doesn't matter if Jasprit Bumrah is not in the team India explosive comments by Hardik Pandya
It doesn't matter if Jasprit Bumrah is not in the team India explosive comments by Hardik Pandya

Team India – টিম ইন্ডিয়ার তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ চোটের কারণে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে এখনও পর্যন্ত ২২ গজ থেকে দূরে রয়েছেন। পিঠের অস্ত্রোপচারের পর সেরে উঠতে জসপ্রীত বুমরাহ’র অন্তত ৬ মাস সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

এই বছরের অক্টোবর-নভেম্বরে ভারত ২০২৩’এর ওডিআই বিশ্বকাপের আয়োজক দেশ। এমন পরিস্থিতিতে জসপ্রীত বুমরাহ’কে ২০২৩’এর বিশ্বকাপের জন্য সম্পূর্ণ ফিট পাওয়াটা কঠিন হতে পারে বলেই মনে করা হচ্ছে। (Team India)

সেই সঙ্গে, বুমরাহ’র সেরে উঠতে ৬ মাসের প্রস্তাবিত বিশ্রামের সময় বলা হয়েছে বলে, অধিকাংশ  বিশেষজ্ঞরা অনুমান করছেন যে, বুমরাহ আগামী আগস্ট পর্যন্ত নেটে অংশ নিতে পারবেন না। এছাড়াও ২০২৩ সালের এশিয়া কাপ সেপ্টেম্বরে শুরু হওয়ার আগে তিনি কোনও অবস্থাতেই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না বলে মনে করা হচ্ছে। (Team India)

সম্প্রতি জসপ্রীত বুমরাহকে নিয়ে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া একটি বিশেষ বক্তব্য রেখেছেন। যেই মন্তব্য আতঙ্ক তৈরি করেছে টিম ইন্ডিয়াতে। হার্দিক পান্ডিয়ার মতে, জসপ্রীত বুমরাহ’র অনুপস্থিতি টিম ইন্ডিয়াতে কোনও আলাদা পার্থক্য তৈরি করছে না।

মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআইয়ের আগে, সাংবাদিক সম্মেলনে জসপ্রীত বুমরাহকে নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন হার্দিক পান্ডিয়া। (Team India) তিনি বলেছিলেন –

“সত্যি বলতে, জাসির (জসপ্রীত বুমরাহ) অনুপস্থিতির কারণে টিম ইন্ডিয়ার কোনও সমস্যা হচ্ছে না।”

সাংবাদিক সম্মেলনে হার্দিক পান্ডিয়া বলেছেন –

“জাসি (জসপ্রীত বুমরাহ) বেশ দীর্ঘ দিন ধরেই দলের বাইরে রয়েছে, তবুও আমাদের বোলিং বিভাগ বেশ ভালোই পারফর্ম করছে ওকে ছাড়া। আমাদের দলের সব বোলার’রাই এখন অভিজ্ঞ। বুমরাহ সম্প্রতি নিউজিল্যান্ডে গিয়ে পিঠে অস্ত্রোপচার করেছে। ওর লক্ষ্য বিশ্বকাপে কামব্যাক করা।”

আরও পড়ুনঃ Harbhajan Singh : চেন্নাইয়ের হয়ে খেলাকালীন নিজের জীবনের সবচেয়ে ভালো সময় কাটিয়েছেন তিনি, এমনটাই জানালেন ভাজ্জি

পান্ডিয়া আরও বলেছেন –

“জাসি (জসপ্রীত বুমরাহ) দলে থাকলে সবসময়ই একটা বড় পার্থক্য তৈরি করে, তবে সত্যি কথা বলতে, আমরা ওর অনুপস্থিতি নিয়ে খুব বেশি চিন্তিত নই, কারণ যে খেলোয়াড়রা জাসির (জসপ্রীত বুমরাহ) ভূমিকা নিয়েছে, আমি নিশ্চিত যে তারা সেটিকে ভালো ভাবে পালন করবে।”

সম্প্রতি BCCI-এর মেডিকেল টিম স্পষ্ট করে জানিয়েছে যে জসপ্রীত বুমরাহ’কে ২০২৩’এর বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট করে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ নিউজিল্যান্ডে গিয়ে পিঠে সফলভাবে অস্ত্রোপচার করেছেন এবং এখন এই বছরের অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের জন্য ফিট হয়ে ওঠার পথে তিনি। (Team India)

ইএসপিএন ক্রিকইনফো-এর একটি প্রতিবেদন অনুসারে, জসপ্রীত বুমরাহ মার্চের শেষ পর্যন্ত নিউজিল্যান্ডে থাকবেন বলে আশা করা হচ্ছে এবং আগস্ট থেকেই নেটে বোলিং শুরু করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ MS Dhoni : ‘ক্যাপ্টেন কুল’ ধোনি’র আবেগপ্রবণ হয়ে পরার অজানা কাহিনী শোনালেন শেন ওয়াটসন, বললেন..