IND vs AUS 2023 : পিচ নিয়ে কান্নাকাটি করা আসলে অস্ট্রেলিয়ার চালাকি, বিস্ফোরক মন্তব্য গাভাস্কারের

0
19
issue about the pitch is actually Australia's trick, Gavaskar's explosive comments ahead of IND vs AUS 2023 test series
issue about the pitch is actually Australia's trick, Gavaskar's explosive comments ahead of IND vs AUS 2023 test series

IND vs AUS 2023 – নাগপুরের পিচ নিয়ে মাত্রাতিরিক্ত চর্চা করায় অস্ট্রেলিয়ার সংবাদ মাধ‍্যমকে একহাত নিলেন কিংবদন্তি ব‍্যাটার সুনীল গাভাস্কার।

এখনও একরাত বাকি বর্ডার গাভাস্কার – বর্ডার ট্রফি শুরু হতে। শনিবার সকাল ৯:৩০ টায় বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে শুরু হবে এই ম‍্যাচ। তার আগে অসি সংবাদ মাধ‍্যমকে একহাত নিলেন গাভাস্কার। (IND vs AUS 2023)

ভারতের প্রাক্তন অধিনায়ক গতবছর ডিসেম্বর মাসে ব্রিসবেনে খেলা অস্ট্রেলিয়া – সাউথ আফ্রিকার মধ্যে ব্রিসবেনের টেস্ট ম‍্যাচের পিচের কথা বলেছেন, মাত্র দুই দিনে শেষ হয়ে গেছিলো সেই টেস্ট ম‍্যাচ। (IND vs AUS 2023)

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : পন্তকে মিস করবে গোটা দল, অসিদের বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে বললেন রোহিত শর্মা

গাভাস্কার বলেছেন –

“অস্ট্রেলিয়া মাইন্ডগেম ইতিমধ্যে শুরু করে দিয়েছে ভারতের পিচ নিয়ে কথা বলে। যে দেশে একটি টেস্ট ম্যাচ। দুই দিনে শেষ হয়ে যায় তাদের ভারতের পিচ নিয়ে কান্নাকাটি করার কোনও মানে হয়না।

ব্রিসবেনে অস্ট্রেলিয়া – সাউথ আফ্রিকা ম‍্যাচ মাত্র দুই দিনে শেষ হয়েছিল। আসলে খেলা দুই দিনে শেষ হচ্ছে সেটা বড়ো কথা নয়, কিন্তু কি ধরনের পিচ তৈরি হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তো উঠবেই। যেখানে খুশি বল বাউন্স করছে, ক্রিকেটারদের চোট লাগতে পারে।”

সংশ্লিষ্ট ম‍্যাচে দুই দিনে গাব্বায় ১৪৪ ওভারে মোট ৩৪ উইকেট পড়েছিলো। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সেই পিচকে বিলো এভারেজ বলে দাগিয়েছিলো।

৯ ই ফেব্রুয়ারি, নাগপুরের বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে শুরু হবে ভারত – অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : প্রথম টেস্টে শুভমান গিল খেলবেন, নাকি সূর্য কুমার যাদব ? জানিয়ে দিলেন রোহিত শর্মা