ISL 2022-23 : বাতিল হলো কেরালা ব্লাস্টার্সের রিপ্লে ম‍্যাচ খেলার আবেদন

0
20
ISL 2022-23 The appeal of Kerala Blasters to play the replay match was cancelled
ISL 2022-23 The appeal of Kerala Blasters to play the replay match was cancelled

ISL 2022-23 – এবারের আইএসএলের প্লে অফে ব‍্যাপক ঝামেলা হয়েছিলো কেরালা ব্লাস্টার্স বনাম বেঙ্গালুরু এফসির মধ্যে ম‍্যাচ চলাকালীন। বিতর্কের রেশ এখনও অব‍্যাহত। ঘটনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলো সুনীল ছেত্রীর ফ্রি কিক থেকে করা একটি গোল। এর জেরে দল তুলে নেয় কেরালা ব্লাস্টার্স। পরবর্তী সময়ে এই ম‍্যাচ রিপ্লে খেলার জন্যে আবেদন করা হয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির কাছে কেরালা দলের তরফে। অবশ্য বিষয়টিকে পাত্তা দেয়নি এআইএফএফ। এরফলে বিতর্ক আরও বাড়লো বলা যায়।

গত শুক্রবার খেলা চলাকালীন রেফারির সিদ্ধান্তকে প্রতিবাদ জানিয়ে দল তুলে নিয়েছিলো কেরালা ব্লাস্টার্স এফসি। এর ফলে স্বাভাবিক ভাবেই জয়ী ঘোষণা করা হয় বেঙ্গালুরু এফসিকে। রেফারি ক্রিস্টাল জোনসকে সুনীল ছেত্রীকে ফ্রিকিক মারতে দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি কেউই। এর বিরুদ্ধেই আবেদন জানানো হয়েছিলো। সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ IPL 2023 : লিকড হলো আইপিএলের প্রোমো, দেখুন ভিডিও

এব‍্যাপারে সোমবার এআইএফএফের শৃঙ্খলা রক্ষাকারী কমিটি বৈঠক সেরেছিলো। এদিকে মঙ্গলবার আইএসএলের সেমিফাইনালের প্রথম লেগের ম‍্যাচে মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি। এরপর ১২ ই মার্চ ফিরতি লেগের ম‍্যাচ খেলবে সুনীলরা ঘরের মাঠে।

ওইদিন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম‍্যাচ নির্ধারিত সময় গোল শূন্য ভাবে শেষ হয়েছিলো। এরপর ৯৭ মিনিটে সুনীল ছেত্রীর করা গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। এরপর কেরালা দল তুলে নেয়। এই গোল বাতিল করা নিয়ে যাবতীয় বিতর্কের সূত্রপাত।

আরও পড়ুনঃ Sohail Tanveer : দেশের ক্রিকেটকে বিদায় জানালেন আইপিএল জয়ী পাকিস্তানি তারকা