IND vs SL 2023 : ওয়ানডেতে রোহিতের সাথে ইশান কিষাণকে ওপেন করতে দেখছেন গৌতম গম্ভীর 

0
17
Ishan Kishan will open with Rohit Sharma in upcoming IND vs SL 2023 ODI Series thinks Gautam Gambhir
Ishan Kishan will open with Rohit Sharma in upcoming IND vs SL 2023 ODI Series thinks Gautam Gambhir

এইমুহুর্তে ওয়ানডে ক্রিকেটে (IND vs SL 2023) ভারতের হয়ে রোহিত শর্মা এবং ইশান কিষাণকে ওপেন করতে দেখছেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি করার পর এখন কিষাণ বাকীদের থেকে ওয়ানডে ওপেন করার ব‍্যাপারে অনেকটা এগিয়ে গেছেন বলেই মত গম্ভীরের।

বাংলাদেশের বিরুদ্ধে রোহিত শর্মার বদলে তৃতীয় ওয়ানডে ম‍্যাচে খেলেছিলেন ইশান কিষাণ, সেই সুযোগটাকে দারুণ ভাবে কাজে লাগিয়েছেন তিনি ডবল সেঞ্চুরি করে। এদিন চতুর্থ ভারতীয় ব‍্যাটার হিসেবে ওয়ানডে ডবল সেঞ্চুরি করার নজির গড়েন ইশান। ১২৬ বলে দুশো রান করেন ইশান। তার সুবাদে ম‍্যাচে ৪০৯ রান তোলে ভারত ৫০ ওভারে।

ESPNCricinfo কে দেওয়া একটা সাক্ষাৎকারে গৌতম গম্ভীর বলেছেন তিনি অবাক হয়েছেন এটা দেখে যে এখনও ইশান কিষাণের ওপেনিং করার বিষয় অনেকে প্রশ্ন তুলছে। উইকেট কিপিং টাও ভালো করেন ইশান, গম্ভীর বলেছেন – (IND vs SL 2023)

“শেষ ইনিংসে ডবল সেঞ্চুরি করার পরেও কিভাবে ইশান কিষাণের ওপেন করার বিষয় কেউ প্রশ্ন তোলে, সেটা দেখে অবাক আমি। যাবতীয় আলোচনার ইতি এখানে টানা উচিত। এখন ইশান কিষাণ সবের উত্তর। ওরকম পিচে কেউ যখন ডবল সেঞ্চুরি করে, তখন আলাদা কৃতিত্ব দিতেই হয়।

ম‍্যাচে মনে হয় ৩৫ ওভারে ডবল সেঞ্চুরি পূরণ করে ফেলেছিলেন ইশান। এখন ওকে ছাড়া আর কাউকে ভাবা যাচ্ছেনা।

ইশান কে আরও বেশি সময়ের জন্য সুযোগ দিতে হবে। উইকেট কিপিংটাও পারে, তাই ওকে দিয়ে দুটো কাজ করানো যাবে।”

আরও পড়ুনঃ Rishabh Pant : পন্তের চোটাঘাত নিয়ে বিস্তারিত জানালো BCCI

প্রসঙ্গত, নির্বাচকরা শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজে (IND vs SL 2023) বাদ দিয়েছেন রোহিত শর্মার ওয়ানডে দলের দীর্ঘদিনের পার্টনার শিখর ধাওয়ান কে।

India ODIs squad for IND vs SL 2023 Series :

Rohit Sharma (Captain), Shubman Gill, Virat Kohli, Suryakumar Yadav, Shreyas Iyer, KL Rahul (wk), Ishan Kishan (wk), Hardik Pandya (VC), Washington Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Axar Patel, Mohd. Shami, Mohd. Siraj, Umran Malik, Arshdeep Singh.

আরও পড়ুনঃ Rishabh Pant : “আপনাদের লজ্জা পাওয়া উচিত” : ঋষভের অ্যাক্সিডেন্টের ছবি ভাইরাল হতে চটলেন রোহিত শর্মার স্ত্রী