
এইমুহুর্তে ওয়ানডে ক্রিকেটে (IND vs SL 2023) ভারতের হয়ে রোহিত শর্মা এবং ইশান কিষাণকে ওপেন করতে দেখছেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি করার পর এখন কিষাণ বাকীদের থেকে ওয়ানডে ওপেন করার ব্যাপারে অনেকটা এগিয়ে গেছেন বলেই মত গম্ভীরের।
বাংলাদেশের বিরুদ্ধে রোহিত শর্মার বদলে তৃতীয় ওয়ানডে ম্যাচে খেলেছিলেন ইশান কিষাণ, সেই সুযোগটাকে দারুণ ভাবে কাজে লাগিয়েছেন তিনি ডবল সেঞ্চুরি করে। এদিন চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে ওয়ানডে ডবল সেঞ্চুরি করার নজির গড়েন ইশান। ১২৬ বলে দুশো রান করেন ইশান। তার সুবাদে ম্যাচে ৪০৯ রান তোলে ভারত ৫০ ওভারে।
𝟐𝟎𝟎 𝐑𝐔𝐍𝐒 𝐅𝐎𝐑 𝐈𝐒𝐇𝐀𝐍 𝐊𝐈𝐒𝐇𝐀𝐍 🔥🔥
— BCCI (@BCCI) December 10, 2022
𝐖𝐡𝐚𝐭 𝐚 𝐬𝐞𝐧𝐬𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐝𝐨𝐮𝐛𝐥𝐞 𝐡𝐮𝐧𝐝𝐫𝐞𝐝 𝐭𝐡𝐢𝐬 𝐡𝐚𝐬 𝐛𝐞𝐞𝐧.
He is the fourth Indian to do so. Take a bow, @ishankishan51 💥💥#BANvIND pic.twitter.com/Mqr2EdJUJv
ESPNCricinfo কে দেওয়া একটা সাক্ষাৎকারে গৌতম গম্ভীর বলেছেন তিনি অবাক হয়েছেন এটা দেখে যে এখনও ইশান কিষাণের ওপেনিং করার বিষয় অনেকে প্রশ্ন তুলছে। উইকেট কিপিং টাও ভালো করেন ইশান, গম্ভীর বলেছেন – (IND vs SL 2023)
“শেষ ইনিংসে ডবল সেঞ্চুরি করার পরেও কিভাবে ইশান কিষাণের ওপেন করার বিষয় কেউ প্রশ্ন তোলে, সেটা দেখে অবাক আমি। যাবতীয় আলোচনার ইতি এখানে টানা উচিত। এখন ইশান কিষাণ সবের উত্তর। ওরকম পিচে কেউ যখন ডবল সেঞ্চুরি করে, তখন আলাদা কৃতিত্ব দিতেই হয়।
ম্যাচে মনে হয় ৩৫ ওভারে ডবল সেঞ্চুরি পূরণ করে ফেলেছিলেন ইশান। এখন ওকে ছাড়া আর কাউকে ভাবা যাচ্ছেনা।
ইশান কে আরও বেশি সময়ের জন্য সুযোগ দিতে হবে। উইকেট কিপিংটাও পারে, তাই ওকে দিয়ে দুটো কাজ করানো যাবে।”
আরও পড়ুনঃ Rishabh Pant : পন্তের চোটাঘাত নিয়ে বিস্তারিত জানালো BCCI
প্রসঙ্গত, নির্বাচকরা শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজে (IND vs SL 2023) বাদ দিয়েছেন রোহিত শর্মার ওয়ানডে দলের দীর্ঘদিনের পার্টনার শিখর ধাওয়ান কে।
India ODIs squad for IND vs SL 2023 Series :
Rohit Sharma (Captain), Shubman Gill, Virat Kohli, Suryakumar Yadav, Shreyas Iyer, KL Rahul (wk), Ishan Kishan (wk), Hardik Pandya (VC), Washington Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Axar Patel, Mohd. Shami, Mohd. Siraj, Umran Malik, Arshdeep Singh.