গোটা বিশ্ব যখন ফুটবল কিংবদন্তি পেলের মৃত্যুতে শোকে ডুবেছিল, (Rishabh Pant) তখন ভারতীয় ক্রিকেট প্রেমীরা আরও একটি দুঃসংবাদ পান। গত শুক্রবার একেবারে ভোরে ভারতীয় ক্রিকেট তারকা ঋষভ পন্ত মঙ্গলৌর এলাকার মহম্মদপুর জাটের কাছে একটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন। দিল্লি থেকে রুরকি’তে তিনি তার মার্সিডিজ গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছিলেন, এবং তখনই এই গাড়ি দুর্ঘটনাটি ঘটে।
প্রসঙ্গত, পন্তের গাড়িটি প্রথমে একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে দূরে ছিটকে যায় এবং তারপরেই গারিটিতে আগুন ধরে যায়। তারকা এই উইকেটরক্ষক (Rishabh Pant) কোনও ভাবে নিজেকে গাড়ি থেকে বের করেন। পরে এক বাস চালক এবং কন্ডাক্টর তাকে উদ্ধার করেন।
ভাগ্যবশত পন্ত কোনও রকম বড় ধরনের ফ্র্যাকচার, মস্তিষ্ক বা মেরুদণ্ডের আঘাত পাননি। তবে তার (Rishabh Pant) হাঁটু এবং গোড়ালি’তে একাধিক লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে তাকে এখন দীর্ঘদিন ২২ গজের বাইরে থাকতে হবে। সেরে উঠতে এখনও অনেকটা সময় লাগবে পন্তের।
Ishan Kishan getting to know about Rishabh Pant's accident through fans. I do understand fan emotions but breaking a news like this in the middle of the game is not a good idea. Few fans realized this and told him to focus on the game. Good on Ishan to maintain his composure. pic.twitter.com/cEG0fd3jYa
— Kanav Bali🏏 (@Concussion__Sub) January 2, 2023
Praying for you to recover soon @RishabhPant17 Get well soon and come back stronger like you always have my brother💪❤️🙏🇮🇳 Thinking about you.
— Ishan Kishan (@ishankishan51) December 30, 2022
ভারতের আরেক তারকা উইকেট কিপার-ব্যাটসম্যান ইশান কিষাণ, যিনি চলতি রঞ্জি ট্রফি’তে ঝাড়খণ্ডের হয়ে খেলছেন, তিনি তার ভারতীয় সতীর্থের দুর্ঘটনা সম্পর্কে অবগত ছিলেন না এবং সার্ভিসেসের বিরুদ্ধে ম্যাচের সময় এই খবর পেয়েছিলেন তিনি, যে ম্যাচটি ঝাড়খণ্ড ৯ উইকেটে জেতে।
কার্যত, জামশেদপুরের কিনান স্টেডিয়ামে উপস্থিত ভক্ত’দের কাছে এসে ইশান যখন কথা বলছিলেন, তখন তিনি ঘটনাটি জানতে পারেন। সেই ম্যাচ দেখতে উপস্থিত সকল ভক্ত’রা এই খবরটি তাকে বিস্তারিত জানান এবং পন্তের (Rishabh Pant) চোট-আঘাত সম্পর্কেও বিশদে বলেন।
খবরটি হজম করা কঠিন, ইশান এমনটাই জানান। তিনি বলেন, কি বলছেন আপনারা ! বর্তমানে সেই মুহূর্তের ভিডিয়ো’টি সোশ্যাল মিডিয়া’য় ভীষণ ভাবে ভাইরাল হয়েগেছে।
প্রসঙ্গত, ইশান কিশান যখন জল পানের (Rishabh Pant) বিরতির সময় ভক্ত’দের সঙ্গে দেখা করতে আসেন, তখন তিনি ফুরফুরে মেজাজে ছিলেন। তবে ঋষভ পন্তের গাড়ি দুর্ঘটনার কথা জানার পর তিনি বেশ ঘাবড়েই যান।
যদিও পন্তের দুর্ঘটনার খবর শুনে ইশান শান্ত থাকতে পারেননি। দিনের খেলা শেষ হওয়ার পরেই তারকা কিপারের আরোগ্য কামনা করে ট্যুইট করেন ইশান কিষাণ। লেখেন –
“দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরে এসো। তোমার জন্য প্রার্থনা করছি। এবার আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে। তোমার জন্যই ভাবছি।”
অস্ট্রেলিয়া’র বিরুদ্ধে টেস্ট সিরিজে উইকেটরক্ষক হিসেবে তিন জন ক্রিকেটারের নাম নিয়ে আলোচনা চলছে। সেদিক থেকে এগিয়ে রয়েছেন কেএস ভরত। গত কয়েকটি সিরিজে কেএস ভরত দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে টিম ইন্ডিয়া’র অংশ ছিলেন। এখনও তার অভিষেক হয়নি।
কেএস ভরত ছাড়াও ভারতীয় ‘এ’ দলের উইকেটরক্ষক উপেন্দ্র যাদব’ও দলে সুযোগ পেতে পারেন। পাশাপাশি টিম ইন্ডিয়া’র তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ইশান কিষাণ’ও এই দৌড়ে রয়েছেন।
ইশান ইতিমধ্যেই সাদা বলের ক্রিকেটে দারুন প্রভাব ফেলেছেন এবং বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডবল সেঞ্চুরি করেছেন তিনি।