Ishan Kishan – এই মুহূর্তে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে ইশান কিষাণ। গোটা নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে তার ব্যাট থেকে কোনও উল্লেখযোগ্য ইনিংস আসেনি। তিন ম্যাচের থেকে তার সংগ্রহের রান সংখ্যা ৪, ১৯ এবং ১।
এমন খারাপ পারফরম্যান্স দিতে থাকলে ইসানের দেশের হয়ে টি টোয়েন্টি কেরিয়ার যে সংকটের মুখোমুখি সেই কথা বলা আর বিশেষ অপেক্ষা রাখেনা। কারণ দোরগোড়ায় পৃথ্বী শাহ এবং সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটারেরা কড়া নাড়ছে। (Ishan Kishan)
গতবছর ডিসেম্বর মাসে বাংলাদেশ বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে ডবল সেঞ্চুরি করেছিলেন ইশান কিষাণ। এরপর থেকে ৬ টা টি টোয়েন্টি এবং ৩ টে ওয়ানডে ম্যাচ মিলিয়ে তিনি করেছেন ৯৪ রান, ১১.৭৫ গড়ে। (Ishan Kishan)
প্রাক্তন ভারত নির্বাচক সাবা করিমের ইশানের এই ক্রমাগত ছন্দ পতনের ব্যাপারটা একেবারেই পছন্দ নয়। কখনও ফর্মে থাকে, আবার কখনও ফর্ম হারায় ইশান। অবশ্য এই ব্যাপারটা নতুন কিছু নয়। এর আগেও ইশান এমনটাই করে এসেছেন বলেই মনে করেন করিম। তার মতে নিজের টেম্পারমেন্টের উপর খেয়াল দিতে হবে ইশানের, এমন ভাবে সুযোগ হাতছাড়া করলে চলবেনা। (Ishan Kishan)
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : স্মিথকে আউট করার ছক কষে রেখেছে ভারত, দাবী বিশ্বকাপ জয়ী ভারত তারকার
India News এর একটি আলোচনায় সাবা করিম বলেছেন,
“এরকম যে ইশান কিষাণের সাথে প্রথম বার হচ্ছে, এমনটা নয়। ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের আগেও প্রচুর রান করেছিলেন ইশান। কিন্তু টুর্নামেন্টে বিশেষ কিছুই করতে পারেননি। এর ফলে জাতীয় দলে ওর আসা যাওয়ার পালা চলতেই থাকে। ওকে দলে পাকাপাকি জায়গা করে নিতে হলে রান করা জারি রাখতে হবে।
ওর টেম্পারমেন্ট, খেলার প্রতি অ্যাপ্রোচ এবং শট বাছাই করা নিয়ে বিস্তর ভাবনা চিন্তা করতে হবে। কি এমন কারণ থাকতে পারে যে তুমি ছয় মাসে একটা বড়ো ইনিংস খেলার পর আর কোনও বড়ো ইনিংস খেলতে পারোনা ? তোমার মধ্যে যদি প্রতিভা থাকে, তাহলে তুমি যখন সুযোগ পাচ্ছো, তখন প্রমাণ দেওয়ার প্রয়োজন আছে। তোমাকে খেলতেই হবে।”
আরও পড়ুনঃ Cristiano Ronaldo : পর্তুগালের বিশেষ সন্মানে সন্মানিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো