
Ishan Kishan – ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য ইশান কিষাণকে ভারতের টপ অর্ডারে ব্যাট করতে দেখতে চান ভারতের প্রাক্তন অলরাউন্ডার সঞ্জয় বাঙ্গার। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডেতে ডবল সেঞ্চুরি করার পর থেকে খবরের শিরোনামে আছেন ইশান কিষাণ।
সংশ্লিষ্ট ম্যাচে চোট পাওয়ার কারণে খেলতে পারেননি রোহিত শর্মা। তার অবর্তমানে ইশান কিষাণের খেলার সুযোগ হয়,এবং সেই সুযোগ বেশ দারুণ ভাবে কাজে লাগিয়েছেন ইশান। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা প্রবল বলা চলে। (Ishan Kishan)
চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করার আগে এই ডানহাতি ব্যাটারের ওয়ানডে ক্রিকেটে পরিসংখ্যান ভীষণ ভালো বলা চলে। ওয়ানডেতে খেলা নয়টি ইনিংসের মধ্যে তিনটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। (Ishan Kishan)
ভারতের ওয়ানডে দলে আর ভাবা হচ্ছে না শিখর ধাওয়ানকে। তাই বাঙ্গারের মতে ওডিআই দলে ধাওয়ানের বদলে এখন ওপেনার হিসেবে ভাবা হচ্ছে ইশানকে। Star Sports কে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় বাঙ্গার বলেছেন,
“শিখর ধাওয়ানের অবর্তমানে রোহিত শর্মার সাথে কে ওপেন করবেন ? আমার মতে ইশান কিষাণের করা উচিত। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে যা খেলেছে, ওরই সুযোগ পাওয়া উচিত। ভারতে সাউথ আফ্রিকা খেলতে এলে, তাদের পেসারদের বিরুদ্ধেও ভালো খেলেছিলেন তিনি। সেই সিরিজের ম্যাচেও দারুণ খেলেছিলেন ইশান। আমার মনে হয় ভারতের হয়ে টপ অর্ডারে দীর্ঘ সময়ের জন্যে ব্যাট করবেন ইশান।”
I cannot put into words what I’m feeling right now but I’ll try. I’m overwhelmed by the love, the messages, the wishes. This is an innings that will stay in my heart forever, a day that I won’t forget, and these moments that I’ll always carry with me. Thank you for everything 🇮🇳 pic.twitter.com/xlNzuWxA4w
— Ishan Kishan (@ishankishan51) December 10, 2022
আরও পড়ুনঃ Lionel Messi : কাতার বিশ্ববিদ্যালয়ে মেসির রুম বদলে যাচ্ছে মিউজিয়ামে
সাউথ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজেও দারুণ খেলেছিলেন রোহিত। ঘরের মাঠে রাঁচিতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। সেই ম্যাচে ৭ উইকেটে জয়ের সুবাদে ভারত সিরিজ জেতার আশা বাঁচিয়েছিলো।
India squad for Sri Lanka T20Is :
Hardik Pandya (Captain), Ishan Kishan (wk), Ruturaj Gaikwad, Shubman Gill, Suryakumar Yadav (VC), Deepak Hooda, Rahul Tripathi, Sanju Samson, Washington Sundar, Yuzvendra Chahal, Axar Patel, Arshdeep Singh, Harshal Patel, Umran Malik, Shivam Mavi, Mukesh Kumar.
India squad for Sri Lanka ODIs :
Rohit Sharma (Captain), Shubman Gill, Virat Kohli, Suryakumar Yadav, Shreyas Iyer, KL Rahul (wk), Ishan Kishan (wk), Hardik Pandya (VC), Washington Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Axar Patel, Mohd. Shami, Mohd. Siraj, Umran Malik, Arshdeep Singh.