
FIFA World Cup 2022 – জানুয়ারি মাসে সৌদি আরবের ফুটবল ক্লাব আল – নাসেরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর যোগদান করার খবর’কে কেন্দ্র করে এই মুহূর্তে শোরগোল পড়ে গেছে ফুটবল মহলে। এবিষয় The Daily Mail এর রিপোর্ট অনুযায়ী রোনাল্ডো ঘনিষ্ঠ মহলে এসব খবর ভিত্তিহীন বলে উড়িয়েছেন।
পিয়েরস মর্গ্যান’কে দেওয়া সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছিলেন, সেই সাক্ষাৎকারের পর সংশ্লিষ্ট ক্লাবের তরফে তার সাথে কথাবার্তা বলে চুক্তি বাতিল করা হয়। এই মুহূর্তে ফ্রি এজেন্ট এই পর্তুগিজ ফুটবলার, কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022) মিটলে নতুন ক্লাবে যোগদান করবেন তিনি।
Free agent Cristiano Ronaldo will sign a 2.5-year contract with Saudi Arabian side Al Nassr in a deal potentially worth $200M per season, reports @marca 💰 pic.twitter.com/GHJeOKdtqf
— B/R Football (@brfootball) December 5, 2022
স্প্যানিশ সংবাদ মাধ্যম MARCA দাবি করেছিল আড়াই বছরের চুক্তিতে আল নাসেরের লোভনীয় প্রস্তাবে সাড়া দিয়েছেন রোনাল্ডো, যেখানে কিংবদন্তি এই ফুটবলার প্রতি বছর ২০০ মিলিয়ন ডলার পারিশ্রমিক হিসেবে পেতেন। (FIFA World Cup 2022)
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : ভিনিসিয়াসের থেকে সেরাটা বের করতে আনসেলোত্তি’র পরামর্শ নিচ্ছেন তিতে
এবার The Daily Mail এর তরফে দাবী করা হয়েছে তারা খবরের সত্যতা যাচাই করার জন্যে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন রোনাল্ডোর ঘনিষ্ঠ লোকজনের সাথে। তারা গোটা বিষয়টি’কে ভিত্তিহীন বলে উড়িয়েছেন।
রোনাল্ডো নিজেই মর্গ্যান’কে দেওয়া সেই সাক্ষাৎকারে তার পরের ক্লাবের বিষয় কিছুই বলেননি। বলেছিলেন এই মুহূর্তে তার যাবতীয় ফোকাস পর্তুগাল এবং কাতার বিশ্বকাপের উপর।