
IRE vs IND 2023 – পরপর দু-বছর আয়ারল্যান্ড সফর করতে চলেছে ভারতীয় দল। সদ্যই এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে ক্রিকেট আয়ারল্যান্ডের তরফে।
চলতি বছরেই সেপ্টেম্বর মাসে আয়ারল্যান্ড সফর করবে ভারতীয় দল। (IRE vs IND 2023) এর আগে ২০২২ সালেও আয়ারল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। সেবার টি-২০ সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। ২০২২ সালের জুনের পরে ফের ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে মুখোমুখি হতে চলেছে এই দুই দল। পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের কথাও ঘোষণা করা হয়েছে আয়ারল্যান্ড বোর্ডের তরফে।
কার্যত, আইসিসির ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের ম্যাচের সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। মে মাসে খেলা হবে এই সিরিজ। সিরিজের খেলাগুলো অনুষ্ঠিত হবে চেমসফোর্ডে। যদি অন্যান্য সিরিজের ফলাফল আয়ারল্যান্ডের অনুকূলে থাকে, তাহলে বাংলাদেশকে ৩-০ ফলে হারাতে পারলেই ভারতে বছর শেষে অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপে খেলার ছাড়পত্র নিশ্চিত করবে তারা। ২০২৩’এর ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে অক্টোবর-নভেম্বরে। (IRE vs IND 2023)
ক্রিকেট আয়ারল্যান্ডের চিফ এক্সিকিউটিভ ওয়ারেন ডিউট্রম, আয়ারল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে এই সিরিজ নিশ্চিত করেছেন। পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি। ওয়ারেন ডিউট্রম জানিয়েছেন –
“২০২৩-এর গ্রীষ্মে আমরা পুরুষ বিভাগে একাধিক সিরিজ খেলতে চলেছি। তবে সমর্থকদের জন্য এই সময়টা সাধারণের তুলনায় অনেকটাই আলাদা হতে চলেছে। আমরা আজ এটা নিশ্চিত করছি যে ভারত পরপর দুই বছর আয়ারল্যান্ড সফরে আসছে। পাশাপাশি এটাও নিশ্চিত করছি যে মে মাসের শুরুতে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপ সুপার লিগ সিরিজ খেলবো আমরা। এর আগেই জুন মাসে লর্ডসে আমরা বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলবো বলে জানিয়েছিলাম। সেপ্টেম্বর মাসে আমরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবো ইংল্যান্ডের বিরুদ্ধে।”
প্রসঙ্গত, গত বছর হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দল গিয়েছিল আয়ারল্যান্ড সফরে। সেবার ভারত ২-০ ব্যাবধানে সিরিজ জিতেছিল। সিরিজের ফলাফল দেখে বোঝার উপায় না থাকলেও সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। (IRE vs IND 2023)
সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের ২২৬ রান তাড়া করে ম্যাচ না জিততে পারলেও অনবদ্য লড়াইতে ম্যাচ জমিয়ে দিয়েছিল আইরিশরা। এই ম্যাচে দীপক হুডা টি-২০ ক্রিকেটে তার প্রথম শতরান হাঁকিয়েছিলেন। আইরিশদের হয়ে রান তাড়া করতে নেমে অ্যান্ডি বালবির্নি ৩৭ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।
আরও পড়ুনঃ Team India : ক্রিকেটারদের চোট-আঘাত নিয়ে সরব ভারত প্রাক্তনী বীরেন্দ্র সেহওয়াগ, বললেন…