IPL Auction 2023 : আর হাতে গোনা কয়েক ঘন্টা বাদে শুরু হবে আইপিএলের মিনি নিলাম, কখন, কোন চ‍্যানেলে দেখবেন, জানুন বিস্তারিত 

0
47
IPL auction 2023 will start in few hours, when, on which channel to watch, know details
IPL auction 2023 will start in few hours, when, on which channel to watch, know details

IPL Auction 2023 – শুক্রবার আইপিএলের মিনি নিলামে মোট ৪০৫ জন ক্রিকেটারের নাম উঠতে চলেছে। নিলামে থাকা ক্রিকেটারদের তালিকায় নাম আছে বেন স্টোকস এবং ক‍্যামেরুন গ্রিনের। তাই প্লেয়ারদের দলে নিতে দড় কষাকষির লড়াই যে অন‍্যমাত্রা ছোঁবে সেই কথা বলাই বাহুল্য।

আগামী বছর ১ লা এপ্রিল থেকে শুরু হবে আইপিএল। শুক্রবার দুপুর ২:৩০ টে থেকে শুরু হবে আইপিএলের মিনি নিলাম। টিভিতে স্টার স্পোর্টসে দেখা যাবে। এছাড়া মোবাইলে দেখা যাবে জিও সিনেমা অ্যাপে। (IPL Auction 2023)

কোচির বিলাসবহুল হোটেলে নিলাম অনুষ্ঠিত হবে। মোট ৪০৫ জনের বিরাট ক্রিকেটারের তালিকা আছে। তাদের মধ্যে থেকে বিক্রি হবে ৮৭ জন। এবারের মিনি নিলামে থাকা ভারতীয় ক্রিকেটারদের সংখ্যা ২৭৩ জন, বিদেশি আছেন ১৩২ জন। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে এমন ক্রিকেটারের সংখ্যা ১১৯। নিলামে আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ক্রিকেটারদের সংখ্যা ২৮২ জন। (IPL Auction 2023)

সবচেয়ে বেশী টাকা নিয়ে নিলামে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ। তাদের পকেটে আছে ৪২ কোটি ২৫ লাখ টাকা। সর্বমোট ১৩ জন ক্রিকেটার কিনতে পারবেন তারা। (IPL Auction 2023)

প্রতি বছর আইপিএল (IPL Auction 2023) নিলামের প্রাক্কালে গোটা দলটাই বদলে দেওয়ার প্রবনতা লক্ষ‍্য করা যায় পঞ্জাব কিংসের। এবার’ও এমনটাই দেখা যেতে চলেছে। ৩২ কোটি ১০ লাখ টাকা নিয়ে নিলামে নামবে পঞ্জাব কিংস, তারা নিতে পারবে সর্বোচ্চ মোট ৯ জন ক্রিকেটার। লখনউ সুপার জায়ান্টসের হাতে আছে ২৩ কোটি ৩৫ লাখ টাকা, তারা মোট মিলিয়ে ১০ জন ক্রিকেটারকে নিতে পারবে।

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : “আমিও ভুক্তভোগী”, দ্বিতীয় টেস্টে কূলদীপ বাদ পড়ার প্রসঙ্গে বললেন উমেশ যাদব 

২০২২ এর আইপিএলে চরম খারাপ পারফরম্যান্স দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স। ২০ কোটি, ৫৫ লাখ টাকা আছে তাদের পকেটে। ৯ জন ক্রিকেটারকে নিতে পারবে তারা। চেন্নাই সুপার কিংসের কাছে ২০ কোটি ৪৫ লাখ টাকা। মোট সাত জন ক্রিকেটারকে নিতে পারবে তারা।

৫ জন ক্রিকেটার দলে নিতে পারবে দিল্লি ক‍্যাপিটালস। তাদের কাছে আছে ১৯ কোটি ৪৫ লাখ টাকা। এবারের আইপিএল চ‍্যাম্পিয়ান গুজরাট টাইটান্সের কাছে আছে ১৯ কোটি ২৫ লাখ টাকা। মোট সাতজন ক্রিকেটার নিতে পারবে তারা। ১৩ কোটি ২০ লাখ টাকা থাকা রাজস্থান রয়‍্যালস মোট ৯ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে।

৮ কোটি ৭৫ লাখ টাকা আছে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরের কাছে, মোট সাতজন ক্রিকেটার নিতে পারবে তারা। সবচেয়ে কম টাকা আছে কলকাতা নাইট রাইডার্সের কাছে, তাদের নিতে হবে ১১ জন ক্রিকেটারকে।

আরও পড়ুনঃ Lionel Messi : মেসির জার্সি পা মোছার পাপোষ হিসেবে ব্যবহার হচ্ছে ফ্রান্সের পাবে, ভাইরাল ছবি