
IPL Auction 2023 – ২০২৩ সালে শেষ বার আইপিএল খেলতে চলেছেন চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আগামী বছর আইপিএলের পরেই পাকপাকি খেলা কে বিদায় জানাবেন মাহি। ৪১ বছর বয়সী এই তারকা ভারতীয় উইকেট কিপার – ব্যাটার আইপিএলের সূচনা লগ্ন থেকে সিএসকের সাথে রয়েছেন। শুধুমাত্র ২০১৬-১৭ মরশুম রাইজিং পুণে সুপারজায়ান্টসে খেলেছিলেন ধোনি, যখন সিএসকে আইপিএল থেকে দুই বছরের জন্য ব্যান ছিলো।
ক্রিকেটের ইতিহাসে একমাত্র অধিনায়ক হিসেবে তিনটি আইসিসি ট্রফি জয়ের নজির দখলে আছে ধোনির। টানা ১২ টা আইপিএল মরশুমে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়েছিলেন এরপর ২০২২ সালে রবীন্দ্র জাদেজা কে হলুদ ব্রিগেড সামলানোর দায়িত্ব দেওয়া হয়। কিন্তু জাদেজা মাঝপথে দায়িত্ব ছাড়লে পুনরায় দায়িত্ব ধোনির হাতেই আসে। (IPL Auction 2023)
চেন্নাই সুপার কিংসকে চারটি আইপিএল এবং দুটো চ্যাম্পিয়ান্স লিগ জিতিয়েছেন ধোনি। ২০২৩ আইপিএলের পর খেলোয়াড় হিসেবে অবসর নেবেন তিনি। তাই চেন্নাই সুপার কিংসের কাছে তার যোগ্য উত্তররসূরী খুঁজে বের করাটাই এখন রীতিমতো চ্যালেঞ্জের বিষয়। রুতরাজ গায়কোয়াড়, মইন আলী এবং ডেভন কনওয়ের মতো একাধিক ক্রিকেটার ইতিমধ্যে সিএসকে শিবিরে আছেন যারা ভবিষ্যতে নেতৃত্ব দিতেই পারে দলকে। কিন্তু এমন সময় চেন্নাইয়ের এক সময়ের অত্যন্ত ভরসাযোগ্য ক্রিকেটার সুরেশ রায়না, ‘মিস্টার আইপিএল’ নামে বিশেষ পরিচিত যিনি, সে খোঁজ দিলেন চেন্নাই সুপার কিংসের পরবর্তী অধিনায়কের। (IPL Auction 2023)
শুক্রবার, ২৩ শে ডিসেম্বর কোচিতে আইপিএলের মিনি নিলাম আয়োজন করা হবে, এবং সেই নিলামে সিএসকে টিম ম্যানেজমেন্ট ইংলিশ অলরাউন্ডার স্যাম কারাণ কে তুলে নেওয়ার চেষ্টা চালাবে বলে মনে করেন রায়না। কারাণকে ভবিষ্যতের অধিনায়ক মনে করছেন প্রাক্তন তারকা বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার। (IPL Auction 2023)
“সিএসকে অবশ্যই স্যাম কারাণকে দলে নিতে চাইবে কারণ সে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলেছে। এছাড়া ওনার মধ্যে অধিনায়কত্ব দেওয়ার সমস্ত গুন মজুদ আছে। সিএসকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে কারাণ কে ভাবতেই পারে।” – Jio Cinema কে এমনটাই জানিয়েছেন সুরেশ রায়না।
Suresh Raina representing CSK in the mock auction program by Jio Cinema. pic.twitter.com/FaBKPGoo8Q
— Johns. (@CricCrazyJohns) December 22, 2022
Suresh Raina said "Sam Curran could be a very important pick for CSK in the auction".
— Johns. (@CricCrazyJohns) December 22, 2022
রায়না আরও বলেন,
“চেন্নাইয়ের উইকেট স্যাম কারাণের বোলিং করার জন্য ভীষণ আদর্শ। এক্ষেত্রে দারুণ বৈচিত্র্যময়তা দেখা যায় ওর বোলিংয়ে। ঘরের মাঠে খেলায় ওর বোলিং ফারাক গড়ে দেবে।”
২০২০, ২০২১ সালের আইপিএল মরশুমে স্যাম কারাণ চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন। ৫.৫ কোটি টাকার বিনিময়ে ২৪ বছর বয়সী এই ইংলিশ অলরাউন্ডারকে ২০২০ সালে দলে নিয়েছিলো চেন্নাই সুপার কিংস। ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট’ হয়েছিলেন স্যাম কারাণ, এবারের আইপিএলের নিলামে তিনি ঝড় তুলবেন, এমনটাই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : “আমিও ভুক্তভোগী”, দ্বিতীয় টেস্টে কূলদীপ বাদ পড়ার প্রসঙ্গে বললেন উমেশ যাদব