IPL 2023 : বিরাট বা রোহিত নন, বরং আইপিএলে তার করা বিশ্ব রেকর্ড ভাঙবেন এই তারকা ক্রিকেটার, মত গেইলের

0
24
IPL 2023 : Who Will Break Chris Gayle's Record Of Highest Score By A Batsman In An Innings In The History Of IPL? Former RCB Star Picks THIS Indian Batter
IPL 2023 : Who Will Break Chris Gayle's Record Of Highest Score By A Batsman In An Innings In The History Of IPL? Former RCB Star Picks THIS Indian Batter

IPL 2023 – ইউনিভার্সাল বস খ্যাত ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার ক্রিস গেইল, নিজের ক্রিকেটিং কেরিয়ারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলাকালীন বিস্ফোরক সব ইনিংস খেলেছেন এবং অনেক রেকর্ড নিজের নামে করেছেন।

১০ বছর আগে টুর্নামেন্টে তিনি ৬৬ বলে ১৩ টি চার এবং ১৭ টি ছক্কার সাহায্যে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন। যা আইপিএলে (IPL 2023) এখনও অবধি কোনও খেলোয়াড়ের করা সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। সেই সময় গেইল আইপিএলে ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) এর অংশ ছিলেন এবং এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে এই চোখ ধাঁধানো নকটি খেলেছিলেন ক্রিস গেইল।

ম্যাচে ওপেনার হিসেবে নামার পর পুনের বোলারদের নিজের ব্যাটিং ঝড়ে বেদরক মারতে শুরু করেছিলেন ক্রিস গেইল। তিনি তিলকরত্নে দিলশানের (৩৩) সঙ্গে প্রথম উইকেটে ১৬৭ রানের জুটি গড়েন। সেদিন অপরাজিত থেকে প্যাভিলিয়নে ফিরেছিলেন ক্রিস গেইল। (IPL 2023)

এই ম্যাচে একটা সময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোর করেছিল ২৬৩/৫ রান। জবাবে পুনে দল ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান করতে সক্ষম হয়েছিল। আরসিবি এই ম্যাচে ১৩০ রানে জিতেছিল।

এবার আইপিএলের ১৬ তম আসর শুরু হওয়ার আগে একটি চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ক্রিকেটার ক্রিস গেইল। আইপিএলে (IPL 2023) তার এই সবচেয়ে বড় ইনিংসের রেকর্ড কোনও খেলোয়াড় ভাঙতে পারে, তা জানিয়েছেন ক্রিস গেইল।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : রোহিতের প্রত্যাবর্তনে কেমন হতে চলেছে দ্বিতীয় ওয়ানডের জন্য ভারতের প্রথম একাদশ ? জেনে নিন

তিনি বিরাট কোহলি বা রোহিত শর্মার নাম নেননি। বরং তিনি অন্য এক ভারতীয় খেলোয়াড়ের নাম নেন। আসলে, ক্রিস গেইলকে সম্প্রতি জিও সিনেমায় একটি প্রশ্ন করা হয়েছিল, যেখানে তাকে তার আইপিএলের (IPL 2023) ১৭৫* রানের রেকর্ড কে ভাঙতে পারে বলে জিজ্ঞাসা করা হয়েছিল। এর জবাবে ক্যারিবিয়ান খেলোয়াড় নাম নেন, ‘কেএল রাহুল’এর।

তবে গেইলের মুখে এই নামটা শুনে অনেকেই অবাক হয়েছিলেন। কারণ ফর্ম নিয়ে বর্তমানে বেশ চাপে রয়েছেন রাহুল। এর মাঝেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জয়ী ইনিংস খেলে সমালোচকদের কিছুটা চুপ করিয়েছেন তিনি। এমন অবস্থায় কেএল রাহুলের নাম নেওয়ায় সকলেই বেশ অবাক হয়েছেন।

লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) এর অধিনায়ক কেএল রাহুল। তিনি আইপিএলের অন্যতম সফল ব্যাটসম্যান। তিনি টুর্নামেন্টে ১০৯ টি ম্যাচ খেলেছেন। তিনি এই সময়ের মধ্যে ৪৮.০১ গড়ে এবং ১৩৬.২২ স্ট্রাইক রেটে ৩৮৮৯ রান করেছেন।

ইতিমধ্যেই আইপিএলে (IPL 2023) চারটি সেঞ্চুরি করেছেন কেএল রাহুল। ২০২২ সালের আইপিএলে তিনি দুটি সেঞ্চুরি করেছিলেন। রাহুলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর বর্তমানে অপরাজিত ১৩২। এমন অবস্থাতে ক্রিস গেইল মনে করেন তার করা ৬৬ বলে অপরাজিত ১৭৫ রানের রেকর্ড ভাঙতে পারেন একমাত্র কেএল রাহুল। এখন দেখার বিষয় এটাই যে গেইলের এই ভবিষ্যদ্বাণী কতটা মেলে।

আরও পড়ুনঃ IRE vs IND 2023 : পরপর ২ বছর আয়ারল্যান্ড সফর ভারতের, ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগেই খেলবে টি-২০ সিরিজ