IPL 2023 – আইপিএলের মিনি নিলামের ভারতের অলরাউন্ডার শার্দুল ঠাকুর’কে দলে নিয়ে ভালো কাজ করেছে কলকাতা নাইট রাইডার্স। এমনটাই বলেছেন প্রাক্তন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ব্রাড হগ।
নিজের YouTube চ্যানেলের ভিডিওতে ব্রাড হগ বলেছেন,
“ট্রেড পিরিয়ডে কলকাতা নাইট রাইডার্সের কার্যকারিতা দেখে খুবই ভালো লেগেছে। তারা শার্দুল ঠাকুর’কে দলে নিয়েছে, যেটা তাদের দলের ব্যাটিংয়ে অতিরিক্ত ডেপথের জন্যে প্রয়োজন ছিলো। এছাড়া কলকাতার ভালো ভারতীয় পেসারেরো দরকার ছিলো। অন্তত যে নতুন বলে ভালো বোলিং করতে পারে। শার্দুল কে নিয়ে খুবই ভালো করেছে কলকাতা নাইট রাইডার্স।”
শার্দুল ঠাকুর এর আগে দিল্লি ক্যাপিটালসে ছিলো। গত মরশুমে আইপিএলের নিলামে চেন্নাই সুপার কিংস, পঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্সের সাথে ভালো লড়াই হয়েছিলো দিল্লির, তাকে দলে নেওয়ার জন্য। শেষ অবধি ১০.৭৫ কোটি টাকার বিনিময়ে দিল্লি দলে যোগ দেয় শার্দুল। (IPL 2023)
ডান হাতি এই পেসার ১৪ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। এছাড়া ৭৫ টা আইপিএল ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৮২ উইকেট। লোয়ার অর্ডারে ব্যাট টাও ভালো করে। (IPL 2023)
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : মেহেদী হাসানকে চার মেরে কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করলেন গিল, দেখুন ভিডিও
দেড়শো কিমি প্রতি ঘন্টার বেগে বোলিং করতে পারে লকি ফার্গুসন। ট্রেডে তাকেও নিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। পেসে’র মাঝের ওভার গুলোতে কলকাতার এই কিউয়ি পেসার ভীষন নির্ভরতা দিতে পারে। এমনটাই মনে করেন হগ, তিনি বলেছেন,
“লকি ফার্গুসন কে দারুণ কাজ করেছে কলকাতা। অতিরিক্ত পেস বোলিং করে মাঝের ওভার গুলোতে ভীষণ নির্ভরতা প্রদান করতে পারে। এর ফলে বিপক্ষের ব্যাটাররা স্পিনারদের বিরুদ্ধে চালিয়ে খেলতে গিয়ে উইকেট খোয়াতে পারে নিজের।”
এবারের আইপিএল চ্যাম্পিয়ান গুজরাট টাইটান্সের হয়ে ১৩ ম্যাচে ১২ উইকেট তুলে নিয়েছিলেন ফার্গুসন। গতবছর গুজরাট টাইটান্স ১০ কোটি টাকার বিনিময়ে তাকে দলে নিয়েছিলো। (IPL 2023)
তিনটি বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ আছে কলকাতার কাছে এবারের আইপিএলের নিলাম থেকে। কলকাতার পার্সে আছে ৭.০৫ কোটি টাকা।
KKR Current squad: Shreyas Iyer (capt), Nitish Rana, Rahmanullah Gurbaz, Venkatesh Iyer, Andre Russell, Sunil Narine, Shardul Thakur, Lockie Ferguson, Umesh Yadav, Tim Southee, Harshit Rana, Varun Chakravarthy, Anukul Roy, Rinku Singh
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : কেরালার ভক্তদের ধন্যবাদ জানালেন নেইমার