IPL 2023 – আইপিএল ২০২৩ এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে বিরাট কোহলি এবং ফাফ দু প্লেসিস কে ওপেন করতে দেখার সম্ভাবনা প্রবল। এমনটাই ইঙ্গিত দিয়েছেন আরসিবি’র ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস মাইক হেসন।
উইল জ্যাকস এবং রিস টোপলের মতো দুই ইংলিশ ক্রিকেটারকে এবারের দলে নেওয়ার কারণ’ও ব্যাক্ষা করেছেন হেসন। একটা সময় নিউজিল্যান্ডের কোচের ভূমিকা পালন করেছিলেন তিনি। (IPL 2023)
আইপিএল ২০২৩ এর মিনি নিলামটা বেশ ঘটনাবহুল কেটেছে আরসিবির। ক্যামেলা গ্রিন, স্যাণ কারাণ এবং বেন স্টোকসের মতো ক্রিকেটারদের দলে নেওয়ার চেষ্টা চালিয়েছিলো সংশ্লিষ্ট ফ্রাঞ্চাইজি। কিন্তু ব্যর্থ হন তারা।নিলাম থেকে আরসিবি প্রথমে তুলে নেয় ইংল্যান্ডের বাঁ হাতি পেসার রেসে টোপ্লে’কে, ১.৯ কোটি টাকার বিনিময়ে। (IPL 2023)
গত সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেট আসরে অভিষেক হয় উইল জ্যাকসের। তাকে দলে নেওয়ার ক্ষেত্রে রাজস্থান রয়্যালসের কাছে বেগ পেতে হয়েছিলো আরসিবি’র। কিন্তু শেষ হাসি হাসে তারা। ৩.২ কোটি টাকার বিনিময়ে এই অলরাউন্ডার’কে দলে তুলে নেয় জ্যাকস। (IPL 2023)
নিলাম চলার মাঝে সাংবাদিকদের সাথে কথাবার্তা বলছিলেন মাইক হেসন, সেই সময় তিনি জানান টোপলে কে খুব কম টাকাতেই দলে পেয়েছেন তারা। স্টোকস এবং কারাণ কে না পাওয়ার কারণে জ্যাকস কে দলে নিতে খানিকটা মরিয়া হয়ে উঠেছিলেন তারা।
Grateful for the opportunity and excited for this! @RCBTweets
— Will Jacks (@Wjacks9) December 23, 2022
Ps: not sure about this photo 😂 https://t.co/7mXXQ2VEl3
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : শান্ত’র কীর্তি দেখে ক্ষেপে লাল কোহলি, দেখুন ভিডিও
হেসন বলেছেন,
“আমরা টোপলের স্কিল সম্পর্কে ওয়াকিবহাল। ১.৯০ কোটি টাকায় ওকে দলে পেয়ে ভীষণ খুশি আমরা। টোপলে আসায় এই দলটা ভারসাম্য পেলো। আমাদের মনে হয়েছিল ৩-৪ কোটি টাকা দাম উঠবে ওর, কিন্তু সেটা না হওয়ায় জ্যাকসকে পেতে অল আউট যাই আমরা। ফাফ এবং কোহলি ওপেন করবে আগামী বছর আইপিএলে।
আমরা জানতাম স্টোকস বা কারাণের দাম আমাদের সাধ্যের বাইরে চলে যাবে। গতবার আমরা প্লে অফে গেছিলাম। তাই বেশ শক্তিশালী দল বলা যায় আমাদেরকে। আইপিএলের বড়ো নিলামের আগে অনেক খরচ করেছিলো ফ্রাঞ্চাইজি, আমরাও তাদের থেকে প্রতিদানটার অপেক্ষায় আছি। মূল দলের আঠেরো জন ক্রিকেটারকে ধরে রাখতে পেরে ভীষণ ভালো লাগছে।”
সীমিত ওভারের ক্রিকেটের বিশেষজ্ঞ ক্রিকেটার টোপলে। এখনও অবধি ১৩১ টা টি টোয়েন্টি ম্যাচ খেলে ১৬৮ উইকেট নিয়েছেন তিনি ২২.০১ গড়ে। জ্যাকসের টি টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইক রেট ১৫৪.৩৯। বোলিং গড় ২৫.৪৭।
২০২২ সালের আইপিএল টা একেবারেই ভালো যায়নি বিরাট কোহলির। ১৬ ম্যাচে ৩৪১ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার ২২.৭৩ গড়ে, দুটো হাফ সেঞ্চুরি সহ। ব্যাঙ্গালোরের এই ফ্রাঞ্চাইজি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে সাত উইকেটে হেরে বিদায় নিয়েছিলো আইপিএল ২০২২ থেকে।
আরও পড়ুনঃ IPL 2023 : KKR এ যোগ দিয়েই CSK সম্পর্কে ক্ষোভ উগড়ে দিলেন জগদীশন, জানুন বিস্তারিত