
IPL 2023 – ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২৩’এর সংস্করণটি আগামী ৩১ শে মার্চ থেকে শুরু হতে চলেছে। আহমেদাবাদে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে।
অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সহ বেশ কয়েকজন সিএসকে খেলোয়াড় ইতিমধ্যে চেন্নাইতে আয়োজিত দলের ক্যাম্পে উপস্থিত হয়েছেন। নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারা। ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসের জন্য একটি তীব্র বিডিং যুদ্ধ জিতে নিলামে সুপার কিংস তাদের স্কোয়াডকে আরও শক্তিশালী করে তুলেছিল। অধিকাংশ বিশেষজ্ঞরাই মনে করেন যে ধোনির পর এই ব্রিটিশ তারকাই হলেন CSK-এর পরবর্তী ক্যাপ্টেন। বহু ক্রিকেট সমালোচকরাও এমনটাই দাবি করছেন। (IPL 2023)
এই সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন ক্রিকেটার এবং তাদের সর্বকালের সেরা পারফর্মারদের একজন হলেন সুরেশ রায়না, তিনি অবশ্য এই তথ্যে বিশ্বাস করেন না। তার মতে ধোনির পরে CSK-এর পরবর্তী অধিনায়ক হবেন রুতুরাজ গায়কোয়াড়। ভাজ্জির মতে, ভবিষ্যতে ধোনির থেকে লাগাম নিজের হাতে গ্রহণ করতে পারেন রুতুরাজ। (IPL 2023)
কার্যত, রুতুরাজ গায়কোয়াড ২০২০ সালের আইপিএল সংস্করণে সিএসকে দলে অভিষেক করেন এবং তারপরেই নিজের পারফরম্যান্সের মধ্যে দিয়ে ধীরে ধীরে সকলের মন জয় করে নিতে শুরু করেন। নিজের দুরন্ত পারফরম্যান্স অব্যাহত রাখার মধ্যে দিয়েই এর পরের মরশুমেই তিনি লিগের অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন।
রুতুরাজ গায়কোয়াড় আইপিএলের তার অভিষেক মরশুমেই ১৬ টা আইপিএল ম্যাচে মোট ৬৩৫ রান করেছিলেন। ১৩৬.২৬’এর স্ট্রাইক রেটে তিনি এই রান করেন এবং টুর্নামেন্টে তার প্রথম সেঞ্চুরিও করেছিলেন। ২০২১’এর সংস্করণে তার নামে চারটি হাফ সেঞ্চুরিও আছে। (IPL 2023)
সম্প্রতি জিও সিনেমার একটি সাক্ষাৎকারে আইপিএলে ধোনির পরবর্তী অধিনায়ক কে হতে পারেন বলে সুরেশ রায়নার কাছে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি বলেন,
“এখন তো মাহি ভাই রয়েছেন, আমি চাই এরপরে রুতুরাজ গায়কোয়াড়কে দায়িত্ব দেওয়া হোক। তার জন্য তাকে আরও গ্রুম করতে হবে। আমি জানি মাহি ভাইয়ের মাথা খুব ভালো, তিনি প্রয়োজনে সবসময় দলের ছেলেদের পাশে থাকেন। আমি বলবো রুতুরাজ গায়কোয়াড়ই ভবিষ্যতে অধিনায়ক হোক। ও সত্যিই খুব ভালো পারফর্ম করেছে, আমি চাই সে দেশের পাশাপাশি সিএসকে-র জন্যও ভালো কিছু করুক।”
আরও পড়ুনঃ IPL 2023 : বিরাট বা রোহিত নন, বরং আইপিএলে তার করা বিশ্ব রেকর্ড ভাঙবেন এই তারকা ক্রিকেটার, মত গেইলের
এরপরে সুরেশ রায়না আরও বলেন,
“রুতু, ভবিষ্যতে তোমার অধিনায়কত্বের জন্য শুভকামনা ভাই।”
প্রসঙ্গত, CSK তাদের গত মরশুমকে (IPL 2023) ভুলে যেতে চাইবে। তারা এবারে নিজেদের পারফরম্যান্সে আরও অনেক উন্নতি করবে। তারা একটি শক্তিশালী কামব্যাক করার চেষ্টা করবে। কারণ গত মরশুমে তারা হতাশাজনক পারফর্ম করে নবম স্থানে থেকে লিগ সমাপ্ত করেছিল।
দলটি টুর্নামেন্টে তাদের ১৪ টি ম্যাচের মধ্যে মাত্র চারটি ম্যাচ জিতেছিল। পয়েন্ট টেবিলে শুধুমাত্র রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের উপরে ছিল তারা।
২০২২’এর আইপিএল (IPL 2023) মরশুমের আগে, ধোনি তার অধিনায়কত্ব অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার কাছে হস্তান্তর করেছিলেন। তবে এই পদক্ষেপটি সিএসকে-র পক্ষে ভালো কাজ করেনি, কারণ দলটি মরশুমের শুরুর দিকে পরাজয় পেতে শুরু করে, যার ফলে ধোনিকে ফের দলের দায়িত্ব নিতে হয়। তবে এরপরেও CSK আর ছন্দে ফিরতে পারেনি। এবার দেখার বিষয় এটাই যে চেন্নাই সুপার কিংস এই মরশুমে কি ফল করে।