IPL 2023 : আইপিএল নয়, বরং বিশ্বকাপ’কেই পাখির চোখ করে দেখছেন কেকেআর অধিনায়ক শ্রেয়স, অপারেশন নিয়ে নিলেন বড় সিদ্ধান্ত

0
31
IPL 2023 : Shreyas Iyer goes against BCCI, NCA advice of surgery with World Cup on the horizon, KKR captain to feature in IPL 2023
IPL 2023 : Shreyas Iyer goes against BCCI, NCA advice of surgery with World Cup on the horizon, KKR captain to feature in IPL 2023

IPL 2023 – আসন্ন আইপিএল মরশুম নয়, বরং ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপকে পাখির চোখ করছেন শ্রেয়স আইয়ার। সেজন্য আপাতত অস্ত্রোপচার করতে ইচ্ছুক নন ভারতের এই তারকা ক্রিকেটার।

কারণ একবার অস্ত্রোপচার হলে কমপক্ষে ছয়-সাত মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। সেক্ষেত্রে আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে হতে চলা বিশ্বকাপে তিনি আদৌও খেলতে পারবেন কিনা, তা নিয়ে কোনও নিশ্চয়তা থাকবে না। এমনই জানানো হয়েছ একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে। ওই রিপোর্ট অনুযায়ী, আপাতত কয়েকদিন বিশ্রাম করতে চাইছেন শ্রেয়স। কাটাতে চাইছেন রিহ্যাবে। তারপর অস্ত্রোপচারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। (IPL 2023)

প্রসঙ্গত, চলতি মাসে আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের সময় পিঠের ব্যথা অনুভব করেন শ্রেয়স। ওই টেস্টে আর ফিল্ডিং বা ব্যাটিং করতে নামতে পারেননি তিনি। তারপর একাধিক মহলে কানাঘুষো শোনা যাচ্ছিল যে, চোট এতটাই গুরুতর যে শ্রেয়সকে অস্ত্রোপচার করতে হবে। সেজন্য লন্ডনে উড়ে যাওয়ার বিষয়ে ভাবনাচিন্তা চলছিল। প্রয়োজনে ভারতেও অস্ত্রোপচার করানোর দরজা খোলা রাখা হয়েছিল। (IPL 2023)

তবে ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, এখনই অস্ত্রোপচারের টেবিলে যেতে চান না শ্রেয়স। জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমির (এনসিএ) তরফেও অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হলেও শ্রেয়স আরও কিছুটা অপেক্ষা করতে চাইছেন।

আরও পড়ুনঃ IPL 2023 : আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা পাঞ্জাব শিবিরে ! কোটি টাকায় কেনা ক্রিকেটারকে খেলার ছাড়পত্র দিলো না বোর্ড

বিশ্রাম করে এবং রিহ্যাবের মাধ্যমে চোট সামলে ওঠা যায় কিনা, তা দেখতে চাইছেন শ্রেয়স। যে বিষয় নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টকে যাবতীয় তথ্য প্রদান করা হচ্ছে। (IPL 2023)

প্রতিবেদন অনুযায়ী, এবারের আইপিএল থেকে এখনও পুরোপুরি ছিটকে যাননি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক শ্রেয়স। তবে আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে যে তাকে নাইট ব্রিগেড পাবে না, তা নিয়ে কোনও ধন্দ নেই।

আইপিএলের শেষের দিকে শ্রেয়সকে পাওয়া যাবে কিনা, সেটা বিবেচনা করে দেখা যাচ্ছে। যদিও পুরো বিষয়টি নিয়ে কেকেআর ম্য়ানেজমেন্টের তরফে কোনও মন্তব্য করা হয়নি। শ্রেয়সও সরকারিভাবে কিছু জানাননি। একাধিক রিপোর্ট অনুযায়ী, শ্রেয়সের পরিবর্তে অধিনায়ক বাছাইয়ের কাজ জোরকদমে শুরু করে দিয়েছে কেকেআর। (IPL 2023)

আরও পড়ুনঃ Team India : প্রয়োজনে আইপিএল খেলা বন্ধ করতে হবে, দেশের স্বার্থে বিসিসিআই’কে কঠোর সিদ্ধান্ত নিতে বলছেন রবি শাস্ত্রী