IPL 2023 – ESPN Cricinfo অনুযায়ী ২০২৩ এর আইপিএলের জন্যে ট্রেডের মাধ্যমে দিল্লি ক্যাপিটালস থেকে ভারতীয় অলরাউন্ডার শার্দুল ঠাকুর’কে দলে নিলো কলকাতা নাইট রাইডার্স। সোমবার এই ডিল সম্পন্ন হয়েছে বলে শোনা গেছে।
আসন্ন নিউজিল্যান্ড সফরে ভারতের ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন শার্দুল ঠাকুর। ২০২২ এর আইপিএলের মেগা নিলাম থেকে ১০.৭৫ কোটি টাকার বিনিময়ে এই মেগা অলরাউন্ডার’কে দলে তুলে নিয়েছিলো দিল্লি ক্যাপিটালস। তাকে ছাড়াও টিম সেফার্ট, কে এস ভারত, মনদীপ সিং এবং অশ্বিন হেববার’কে দলে নিয়েছিলো দিল্লি ক্যাপিটালস।
নিলামে ভারতীয় বোলিং অলরাউন্ডারদের ভীষণ ডিমান্ড ছিলো, তাই দিল্লি ক্যাপিটালস ছাড়া চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটান্স এবং পঞ্জাব কিংস শার্দুল ঠাকুর’কে দলে নিতে চেয়েছিলো। (IPL 2023)
আইপিএল ২০২২ এ ১৪ ম্যাচে ৯.৭৯ ইকনমি রেটে ১৫ উইকেট নিয়েছিলেন শার্দুল ঠাকুর। ২০১৭ সাল থেকে আইপিএলে নিয়মিত ভাবে খেলে আসছেন শার্দুল ঠাকুর, এটাই ছিলো তার খারাপ বোলিং পারফরম্যান্স। ব্যাট হাতে পালগড়ের এই ক্রিকেটার ১৩৮ এর স্ট্রাইক রেটে ১২০ রান করেছিলেন। (IPL 2023)
✅ Shardul Thakur is off to Kolkata Knight Riders. Welcome to Eden Gardens, LORD!#IPL2023 @RevSportz
— Subhayan Chakraborty (@CricSubhayan) November 14, 2022
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : হার্দিকদের ফিল্ডিং শোধরানোর পরামর্শ দিলেন সুনীল গাভাস্কার
Attention Knights! The flight from Ahmedabad to Kolkata has landed 💜💙#LockieFerguson @RGurbaz_21 #AmiKKR #GalaxyOfKnights pic.twitter.com/Opde5yZlKy
— KolkataKnightRiders (@KKRiders) November 13, 2022
মঙ্গলবার বন্ধ হবে আইপিএল ২০২৩ (IPL 2023) এর ট্রেড উইন্ডো। এবার এবিষয় সবচেয়ে বেশি সক্রিয় কলকাতা নাইট রাইডার্স।
মঙ্গলবারের মধ্যে আইপিএলের প্রতিটি ফ্রাঞ্চাইজি কে তাদের পরের মরশুমের আইপিএলের জন্যে ধরে রাখা এবং ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে। মঙ্গলবার বিকেল ৫ টার মধ্যে রিটেনশন উইন্ডো বন্ধ হবে।
লকি ফার্গুসন, রহমানুল্লাহ গুরবাজের পর দুইবারের আইপিএল চ্যাম্পিয়ান দল ২০২৩ এর আইপিএলের জন্যে তৃতীয় ক্রিকেটার হিসেবে তুলে নিলো শার্দুল ঠাকুর’কে।
২০২২ এর আইপিএলে খেলার অভিজ্ঞতা ভুলতে চাইবে কলকাতা নাইট রাইডার্স। ১৪ ম্যাচে ৮ টিতে হেরে লিগ টেবিলের সাত নম্বর স্থানে শেষ করে কেকেআর। এরপর কোচের পদ ছেড়েছেন ব্রেন্ডন ম্যাকালাম, এরপর ফ্রাঞ্চাইজির নতুন কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে চন্দ্রকান্ত পন্ডিত। সহকারী কোচের পদে নেওয়া হয়েছে জেমস ফস্টার’কে কেকেআর প্রাক্তনী রায়ান টেন দুশখাটে’কে নেওয়া হয়েছে ফিল্ডিং কোচ হিসেবে। ২০১২ এবং ২০১৪ সালের আইপিএল চ্যাম্পিয়ান দলের কাছে এখন প্রত্যাবর্তন করাটাই এখন লক্ষ্য।
আরও পড়ুনঃ David Warner : টেস্টে থেকে অবসর নিচ্ছেন ডেভিড ওয়ার্নার