IPL 2023 – আইপিএলের ইতিহাসে সবচেয়ে ধনীতম তিন ক্রিকেটার নির্বাচিত হয়েছেন একই দিনে, এবং সেটা ঘটেছে আইপিএল ২০২৩ এর মিনি নিলামে। তবে একদিকে যেমন এক পলকে বেশ কিছু ক্রিকেটারের জীবন বদলেছে, ঠিক তেমনই হতাশাও রয়েছে বেশ কিছু। মহম্মদ নাবি, রাসি ভ্যান দের ডাসেন, আইপিএলের অভিজ্ঞ ক্রিকেটার সন্দীপ শর্মা এবং শ্রেয়স গোপালদের জায়গা হয়নি দলে।
২০১৩ সালে আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে অভিষেক করেন সন্দীপ শর্মা। এরপর থেকে ধারাবাহিক ভাবে আইপিএলে পারফরম্যান্স দিয়ে আসছেন তিনি।সন্দীপ শর্মা আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা পাওয়ার প্লে’র বোলার।পরবর্তী সময়ে ডেথ ওভারে বোলিং করার বিষয়েও খুব খেটেছিলেন। (IPL 2023)
সম্প্রতি চন্ডীগড়ের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে খেলাকালীণ মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৭ উইকেট নিয়েছিলেন সন্দীপ। নিজেকে প্রমাণ করার তাগিদে, তার যা যা করণীয় ছিলো, সবটুকুই করেছিলেন, কিন্তু শেষ অবধি আইপিএলের মিনি নিলামে দশ ফ্রাঞ্চাইজির মধ্যে কোনও ফ্রাঞ্চাইজি’ই তাকে দলে নেওয়ার আগ্রহ দেখাইনি। (IPL 2023)
আরও পড়ুনঃ Brett Lee : ইশান কিষাণকে ওডিআই বিশ্বকাপে ওপেন করতে দেখতে চান ব্রেট লি
Cricket.Com কে সাক্ষাৎকারে সন্দীপ শর্মা বলেছেন,
“আমি ভীষণ অবাক এবং হতাশ, আইপিএলে কোনও দল না পেয়ে। আমি জানি না কেনো অবিক্রিত থেকে গেলাম। এখনও অবধি যে দলের হয়েই খেলার সুযোগ পাইনা কেনো নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, তাই আশা করেছিলাম, কোনও না কোনো টিম আমায় নেবেই। সত্যি কথা বলতে আমি এমন আশা করিনি। কোথায় ভুল করলাম বুঝতে পারছিনা। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করেছিলাম, রঞ্জি ট্রফির লাস্ট রাউন্ডে সাত উইকেট নিয়েছিলাম। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ভালো খেলেছি।
বোলিং পারফরম্যান্সে ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা চালাই বরাবর। এটাই আমার হাতে আছে শুধু। সুযোগ পাওয়া বা না পাওয়াটা আমার নিয়ন্ত্রণে নেই। সুযোগ পেলে ভালো, নাহলে খাটনি বজায় রাখতে হবে।”
এখনও পর্যন্ত আইপিএলের দশ মরশুমে খেলেছেন সন্দীপ শর্মা। ১১৪ উইকেট নিয়েছেন। সর্বকালের সর্বাধিক উইকেট সংগ্রাহকের তালিকায় ১৩ নম্বরে আছেন তিনি। এক্ষেত্রে জাহির খান, বিনয় কুমার, আক্সার প্যাটেলের থেকেও এগিয়ে সন্দীপ।
আরও পড়ুনঃ Harry kane : আজ হার বাঁচালো কেন, সন্মান বাঁচলো টটেনহ্যামে