IPL 2023 : প্রসিধের পরিবর্ত হিসেবে পাঞ্জাব এবং হায়দ্রাবাদের হয়ে খেলা এই অভিজ্ঞ তারকা পেসারকে দলে নিল রাজস্থান, জানুন বিস্তারিত

0
16
IPL 2023 : RR sign discarded India pacer as injured Prasidh Krishna's replacement
IPL 2023 : RR sign discarded India pacer as injured Prasidh Krishna's replacement

IPL 2023 – ফাস্ট বোলার প্রসিধ কৃষ্ণ ২০২২’এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রসিধ কৃষ্ণ ১৯ টি উইকেট নিয়েছিলেন গত বছর। যুজবেন্দ্র চাহালের পরে রাজস্থানের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। 

সুতরাং সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন এই দলের হয়ে ২০২৩’এর আসন্ন আইপিএল মরশুমেও প্রসিধ যে  বড় ভূমিকা পালন করবেন, এমনটাই পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু তাতে জল ঢেলে দিয়েছে এই তারকা পেসারের চোট। সেই চোটের জন্য তাকে অস্ত্রোপচারও করতে হয়েছে। আর সেই কারণেই তিনি এই মরশুমে খেলতে পারবেন না। (IPL 2023)

আর সে কারণেই প্রসিধ কৃষ্ণের বদলি হিসেবে পেসার সন্দীপ শর্মাকে দলে নিল রাজস্থান রয়্যালস। কার্যত অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল, প্রসিধের বদলি হতে চলেছেন সন্দীপ। এবার তাতেই এবার শিলমোহর পড়লো। সন্দীপকে বেস প্রাইস ৫০ লাখেই দলে নেওয়া হয়েছে। সন্দীপ অনেক সিনিয়র বোলার। (IPL 2023)

গত ১০ মরশুম ধরে তিনি এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত আছেন। ১০০ টিরও বেশি উইকেট নিয়েছেন। রাজস্থান হল তার আইপিএল কেরিয়ারের তৃতীয় ফ্র্যাঞ্চাইজি। এর আগে সন্দীপ পাঞ্জাব কিংসে পাঁচ বছর ছিলেন, এবং সানরাইজার্স হায়দ্রাবাদে ছিলেন বাকি পাঁচ বছর।

পাঞ্জাব কিংসের জার্সিতে চিত্তাকর্ষক পারফরম্যান্স করেছিলেন সন্দীপ। যে কারণে জাতীয় দলে ডাকও পেয়েছিলেন তিনি। ২০১৫ সালে জিম্বাবোয়ে সফরের দলে সুযোগ পেয়েছিলেন সন্দীপ। তিনি দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছিলেন, এবং একটি করে উইকেট নিয়েছিলেন। পাঞ্জাবের জার্সিতে তিনি শেষ মরশুমে ১৩ ম্যাচে ১৭ টি উইকেট নিয়েছিলেন। সন্দীপ তার কেরিয়ারে এখনও অবধি আইপিএলে মোট  ১০৪ টি ম্যাচ খেলে ১১৪ টি উইকেট নিয়েছেন। (IPL 2023)

আরও পড়ুনঃ IPL 2023 : অস্ত্রোপচারের পর প্রথমবার জনসমক্ষে বুমরাহ, তবে কি খুব তাড়াতাড়িই ২২ গজে ফিরতে চলেছেন এই স্পিডস্টার ?

তবে সানরাইজার্স হায়দ্রাবাদে যুক্ত থাকার সময়ে সন্দীপের পারফরম্যান্স পড়তে থাকে। তিনি ২০২১ সালে মাত্র সাতটি এবং ২০২২ সালে পাঁচটি ম্যাচ খেলেছেন। সন্দীপকে তাই হায়দ্রাবাদ আর ২০২৩এর মরশুমের জন্যে দলে ধরে রাখেনি। ফলে ২০২৩-এর (IPL 2023) জন্য যে মিনি-নিলাম অনুষ্ঠিত হয়েছিল, তাতে তিনি অবিক্রীত থেকে গিয়েছিলেন।

বহু দিন ধরেই পিঠের চোট নিয়ে ভুগছেন প্রসিধ। গত এক বছরে ভারতীয় দলের হয়েও তিনি যে কারণে খেলতে পারেননি। এই বছরের ফেব্রুয়ারিতে রাজস্থান নিশ্চিত করেছিল যে, প্রসিধ আইপিএল মিস করতে চলেছেন। (IPL 2023) রাজস্থান রয়্যালস এক বিবৃতিতে বলেছিল যে,

“দলের তরফে নিশ্চিত করা হচ্ছে যে, ২৬ বছর বয়সী পেসার প্রসিধ কৃষ্ণ একটি স্ট্রেস ফ্র্যাকচার সার্জারির কারণে আইপিএলের ২০২৩’এর মরশুম মিস করবেন এবং পরবর্তী রিহ্যাব প্রক্রিয়া চলবে তার।”

আরও পড়ুনঃ IPL 2023 : হঠাৎ আইপিএলে যোগ দেওয়ার কথা জানালেন স্মিথ ! তবে কি কেকেআর’এর হয়ে খেলবেন এই অজি তারকা ? জানুন বিস্তারিত