IPL 2023 : চলমান নিলামের মাঝেই গুজরাট কোচ নেহরা’কে আজব আবদার করে বসলেন ভারত প্রাক্তনী, দেখুন সেই ভিডিও

0
86
IPL 2023 : 'Retired baitha hu, support staff me kaam aaunga': RP Singh makes hilarious request to Ashish Nehra - WATCH
IPL 2023 : 'Retired baitha hu, support staff me kaam aaunga': RP Singh makes hilarious request to Ashish Nehra - WATCH

খেলোয়াড়ি জীবনে একসঙ্গে জাতীয় দলের ড্রেসিংরুম শেয়ার করেছেন। (IPL 2023) কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়েছেন দেশের হয়ে। এবার নিছক মজার ছলেই আশিস নেহরা’র সঙ্গে আইপিএলের আসরে কাজ করার অনুরোধ জানিয়ে বসলেন আরপি সিং। তাও আবার লাইভ অনুষ্ঠানে।

যার পরিপ্রেক্ষিতে গুজরাট টাইটান্স কোচ দারুণ রিপ্লাই দেন। সব মিলিয়ে নেহরা ও আরপি সিংয়ের আলোচনা শুনে হেসেই অস্থির হয়ে ওঠেন সুরেশ রায়না, রবীন উথাপ্পা’রা। (IPL 2023)

প্রসঙ্গত, শুক্রবার আইপিএল নিলাম থেকে প্রয়োজন মতো ক্রিকেটার কিনে নিজেদের পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলেন নেহরা। জিও সিনেমা’র স্টুডিও’তে বিশেষজ্ঞের ভূমিকায় ছিলেন আরপি-রায়না’রা। নিলাম কেন্দ্র থেকে সরাসরি আলোচনায় যোগ দেন নেহরা।

গুজরাট টাইটান্স উত্তরপ্রদেশের একাধিক পেসার’কে তাদের দলে নিয়েছে এদিন। যশ দয়াল, শিবম মাভি, মহম্মদ শামি, সবাই উত্তরপ্রদেশের। এই প্রসঙ্গ টেনেই আরপি নেহরা’কে বলেন,

“তোমরা দেখছি উত্তপ্রদেশের পেসার’দের অগ্রাধিকার দিচ্ছ। শিবম মাভি, যশ দয়াল, মহম্মদ শামি। এখানে (স্টুডিয়ো’তে) আমিও একজন (উত্তরপ্রদেশের পেসার) বসে রয়েছি। অবসর নিয়েছি। তবে সাপোর্ট স্টাফ হিসেবে কাজে লাগতে পারি। আমাকেও দেখো।”

আরপি সিংয়ের কথা শুনে সবাই হেসে ওঠেন। (IPL 2023) জবাবে নেহরা বলেন,

“শুধু আমাদের (গুজরাট টাইটান্সের) নয়, তুমি সব দলেরই কাজে লাগতে পারো।”

আরও পড়ুনঃ IPL 2023 : সাকিব, লিটনকে দলে নিয়ে দারুণ কাজ করেছে KKR, নাইট ম‍্যানেজমেন্টের সিদ্ধান্তের প্রশংসা করলেন ওয়াসিম জাফর

এছাড়া এদিন আলোচনায় নেহরা স্পষ্ট জানান যে, তারা আগে থেকেই কেন উইলিয়ামসন’কে দলে নেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে কিউয়ি তারকা’কে বেস প্রাইসে পেয়ে যাবেন, এমনটা নাকি ভাবেননি তারা।

টাইটান্স কোচ এপ্রসঙ্গে বলেন,

“কেন উইলিয়ামসন’কে বেস প্রাইসে পেয়ে যাবো, এমনটা কখনই ভাবিনি আমরা। তবে আমাদের হাতে ফান্ড ছিল। যদি উইলিয়ামসনের জন্য আরও টাকা খরচ করতে হতো, আমরা অবশ্যই করতাম।”

সেই সঙ্গে ওডিন স্মিথ’কেও বেস প্রাইসে পেয়ে ভীষণ খুশি নেহরা। (IPL 2023)

কার্যত, এবার আইপিএলের মিনি নিলাম থেকে গুজরাট টাইটান্স দলে নেয় শিবম মাভি, জোশ লিটল, কেন উইলিয়ামসন, কেএস ভরত, মোহিত শর্মা, ওডিন স্মিথ ও উর্ভিল প্যাটেল’কে। উইলিয়ামসনকে ২ কোটি ওবং ওডিন’কে ৫০ লক্ষ টাকায় কেনে টাইটান্স দল। তারা সব থেকে বেশি ৬ কোটি টাকা খরচ করে শিবম মাভি’কে দলে নিতে। এছাড়া আইরিশ তারকা লিটল’কে দলে নিতে গুজরাট খরচ করে ৪ কোটি ৪০ লক্ষ টাকা। কেএস ভরত’কে ১ কোটি ২০ লক্ষ টাকায় কিনে নেয় টাইটান্স। এছাড়া মোহিত’কে ৫০ লক্ষ ও উর্ভিল’কে ২০ লক্ষ টাকায় কেনে আইপিএল চ্যাম্পিয়ন’রা। (IPL 2023)

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : বড়িদনে দেশকে টেস্ট সিরিজ জয় উপহার দিলো অশ্বিন – আইয়ারের লড়াই