IPL 2023 – সমস্ত জল্পনার অবসান ঘটে গেছে মঙ্গলবার। এদিন আইপিএল রিটেনশন ছিলো। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দশটা ফ্রাঞ্চাইজি তাদের দলে ধরে এবং ছেড়ে দেওয়া চূড়ান্ত ক্রিকেটারদের তালিকা জমা দিয়ে দিয়েছে এবং চেন্নাই সুপার কিংস যখন তাদের তালিকা প্রকাশ করে সেখানে ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় রবীন্দ্র জাদেজার নাম দেখে ভীষণ আশ্বস্ত বোধ করেছে তারা।
২০২২ এর আইপিএলে (IPL 2023) রবীন্দ্র জাদেজা’কে ক্যাপ্টেন করা হয়েছিল। কিন্তু তার নিজের অফ ফর্ম এবং দলের খারাপ পারফরম্যান্সের জন্যে পরবর্তী সময়ে ধোনির হাতে ক্যাপ্টেন্স ফিরিয়ে দেওয়া হয়। এরপর জাদেজা চোট পেয়ে ছিটকে যান টুর্নামেন্ট থেকে আর চেন্নাই সুপার কিংস’ও।
এরপর থেকে তীব্র জল্পনা জারি ছিলো যে, রবীন্দ্র জাদেজা’কে আগামী বছরের আইপিএলের (IPL 2023) জন্যে দলে রাখবেনা সিএসকে। কিন্তু শেষ অবধি দেখা যায় তাকে রেখেই দিয়েছে সিএসকে।
টিম তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার করার পর ট্যুইট করেন জাদেজা। যেখানে তাকে এবং মহেন্দ্র সিং ধোনি’কে একসাদে দেখা গেছে ছবিতে। ছবির ক্যাপশান দারুণ চমকপ্রদ। সেখানে লেখা ‘সব কিছু ঠিকঠাক আছে। আবার শুরু করা যাক।” (IPL 2023)
Everything is fine💛 #RESTART pic.twitter.com/KRrAHQJbaz
— Ravindrasinh jadeja (@imjadeja) November 15, 2022
এর আগে মজার ট্যুইট করেছে চেন্নাই সুপার কিংস’ও। তারা জাদেজাকে দলে ধরে রাখার খবর পোস্ট করে লেখেন ‘অষ্টম আশ্চর্য’কে দলে ধরে রেখে ধন্য আমরা’।
Eighth wonder to stay with us! ♾💛#WhistlePodu #Yellove 🦁💛 @imjadeja pic.twitter.com/VlKqhSA4h1
— Chennai Super Kings (@ChennaiIPL) November 15, 2022
List of retained players by Chennai Super Kings in IPL 2023 :
Mahendra Singh Dhoni (C & WK), Ravindra Jadeja, Devon Conway, Moeen Ali, Ruturaj Gaikwad, Shivam Dube, Ambati Rayudu, Dwaine Pretorius, Maheesh Theekshana, Prashant Solanki, Deepak Chahar, Mukesh Choudhary, Simarjeet Singh, Tushar Deshpande, Rajvardhan Hangargekar, Mitchell Santner, Matheesha Pathirana, Subhranshu Senapati.
List of released players by Chennai Super Kings in IPL 2023 :
Dwayne Bravo, Adam Milne, Chris Jordan, N Jagadeesan, C Hari Nishaanth, K Bhagat Varma, KM Asif, Robin Uthappa (Retired).