IPL 2023 : আইপিএলের মিনি নিলাম কোন দল ঝাঁপাবে বেন স্টোকসকে নিতে ? জানালেন অশ্বিন

0
105
IPL 2023 : R Ashwin predicts which franchise will go for Stokes in IPL auction
IPL 2023 : R Ashwin predicts which franchise will go for Stokes in IPL auction

এবারের আইপিএলের মিনি নিলামে (IPL 2023) কে এল রাহুলের লখনউ সুপার জায়ান্টস মরিয়া হয়ে উঠবে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস’কে দলে পেতে। এমনটাই মনে করেন অভিজ্ঞ ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ইংল‍্যান্ডের টেস্ট অধিনায়ক মিনি নিলামে ২ কোটি টাকা রেখেছে নিজের বেস প্রাইস। সদ‍্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে স্টোকসের ম‍্যাচ উইনিং ইনিংস খেলার পর থেকে আইপিএলের নিলামে দারুণ চাহিদা তৈরী হয়েছে বেন স্টোকস’কে কেন্দ্র করে।

নিজের ইউটিউব চ‍্যানেলের ভিডিওতে অশ্বিন বলেছেন, (IPL 2023)

“লখনউ সুপার জায়ান্টস বেন স্টোকসের জন্যে অল আউটে যাবে। স্টোকসকে না পেলে, তবে অন‍্যান‍্য ক্রিকেটারের দিকে নজর দেবে তারা।”

শেষ বার আইপিএলে (IPL 2023) রাজস্থান রয়‍্যালসের হয়ে খেলেছিলেন বেন স্টোকস। ২০১৮ সালে ১২.৫ কোটি টাকার বিনিময়ে তাকে দলে নিয়েছিলো রয়‍্যালস’রা। শেষ দুই বারের আইপিএলে খেলেননি স্টোকস, হাঁটুর চোটের জন্যে নাম তুলে নেন ২০২১ সালের আইপিএল থেকে, ২০২২ এর আইপিএলে নাম লেখাননি।

আইপিএলে (IPL 2023) মোট ৪৩ টা ম‍্যাচ খেলেছিলেন বেন স্টোকস। সেখানে করেছেন ৯২০ রান,নিয়েছিলেন ২৮ উইকেট।

আইপিএলের মিনি নিলামে ২৩.৩৫ কোটি টাকা নিয়ে বসবে লখনউ সুপারজায়ান্টস। নিলামের আগে তারা ছেড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার’কে। এখনও লখনউ সুপার জায়ান্টসের হাতে বিদেশি স্লট ফাঁকা আছে ৪ টি।

অশ্বিন জানিয়েছেন চেন্নাই সুপার কিংস এবারের মিনি নিলামে দ্বিতীয় উইকেট কিপার নেওয়ার চেষ্টা করতে পারে। তাই নিকোলাস পুরান’কে দলে নেওয়ার চেষ্টা চালাতে পারে তারা। বেন স্টোকস, স‍্যাম কারাণ বা ক‍্যামেরুন গ্রীনের মতো অলরাউন্ডার’কে দলে না পেলে পুরানের মতো ইনফর্ম একজন ব‍্যাটার’কে দলে নেওয়ার চেষ্টা চালাবে সিএসকে। তিনি বলেছেন,

“আমার মতে সেকেন্ড উইকেট কিপার হিসেবে পুরান’কে নিতে পারে সিএসকে। হ‍্যাঁ গতবছর উনি ভালো খেলতে পারেননি। কিন্তু নিকোলাস পুরান যদি ভালো খেলে তাহলে তারপর রিসেল ভ‍্যালু ভালো হবে। মার্কি লিস্টে থাকা স‍্যাম কারাণের জন্যে চেষ্টা করবে সিএসকে। যদি তাকে না পায় তাহলে বেন স্টোকস কে পেতে চাইবে, যদি স্টোকস কেও না পায় তাহলে ক‍্যামেরুন গ্রীনকে পাওয়ার চেষ্টা চালাবে, তাই সবদিক থেকে বিচার করলে নিকোলাস পুরান খারাপ বিকল্প হবেনা।”

আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : লেওয়ানডস্কি’কে পিএসজি’তে আনার চেষ্টা করেছিলেন এমবাপ্পে

২ কোটি টাকার বেস প্রাইসে নিলামে নিজের নাম দাখিল করেছিলো পুরান। গত মরশুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ১৩ ম‍্যাচ ৩০৬ রান করেছিলেন তিনি।

২০.৪৫ লাখ টাকা নিয়ে এবারের আইপিএলের মিনি নিলামে নামবে চেন্নাই সুপার কিংস।দলে দুটো বিদেশির জায়গা ফাকা আছে।

আইপিএলের থেকে অবসর নিয়েছেন ডোয়েন ব্রাভো। তিনি এবার থেকে চেন্নাই সুপার কিংসের বোলিং কোচের ভূমিকা পালন করবেন। সিএসকে’তে ব্রাভোর শূন্য স্থান পূরণের জন্যে জেসন হোল্ডারকে নিতে পারে সিএসকে, এমনটাই মত অশ্বিনের,

“ডোয়েন ব্রাভো খেলবেনা আগামী বছর, তাই একজন ভালো মানের বিদেশি অলরাউন্ডার’কে পেতে চাইবে চেন্নাই সুপার কিংস। ব্রাভোর ছেড়ে যাওয়া বিরাট শূন্য স্থান পূরণ করার জন্যে জেসন হোল্ডারের মতো কাউকে নিতে চাইবে চেন্নাই। এখন দেখার বিষয় হোল্ডার কে তারা নেই নাকি নেয় না।”

২০১৩ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল অভিষেক করেন জেসন হোল্ডার। ৩৮ টা আইপিএলের ম‍্যাচ খেলেছেন। ২৪৭ রান করার পাশাপাশি ৪৯ উইকেট নেন। চেন্নাই ছাড়া সানরাইজার্স হায়দ্রাবাদ, কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন হোল্ডার।

আরও পড়ুনঃ IND vs BAN 2022 : স্পিনের নজরকাড়া ভেল্কিতে ভারত ক‍্যাপ্টেন রোহিত শর্মার উইকেট নিলেন সাকিব, দেখুন ভিডিও