
IPL 2023 – এখনও অবধি ভারতীয় ক্রিকেট বোর্ড ৭৪ দিনের আইপিএল করবে বলে মনোস্থির করেছিলো। এই মর্মেই কথা দিয়েছিলো। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে আপাতত সরে দাড়াতে হবে বিসিসিআইকে। কারণ আগামী বছরের আইপিএল ষাট দিনের মধ্যেই শেষ করতে হবে বিসিসিআইকে।
২০২৩ এর আইপিএলের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে মনে করা হচ্ছে ১ লা এপ্রিল থেকে ৩১ শে মে জুড়ে চলবে আইপিএল ২০২৩। দিন বাড়ানো সম্ভব হচ্ছে না, তার কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনাল। (IPL 2023)
লর্ডসে ৭ ই জুন শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনাল। আইসিসির নিয়ম অনুযায়ী কোনও আইসিসির টুর্নামেন্ট শুরুর আগে বা শেষের সাত দিনের মধ্যে অন্য কোনও টুর্নামেন্ট আয়োজন করা হবেনা। মার্চে শুরু হবে মেয়েদের আইপিএল, তাই বিসিসিআই এর কাছে ষাট দিন সময় থাকবে আইপিএল – ১৬ আয়োজন করার। (IPL 2023)
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছে,
“পরপর মেয়েদের এবং ছেলেদের আইপিএল আয়োজন করতে অনেকটা সময় লাগবে। দুটো মিলিয়ে প্রায় তিন মাসের ধাক্কা। কিন্তু এখনও ডেট ফাইনাল হয়নি। তাই কতোদিন জুড়ে আয়োজন করা হবে, সেটা নিয়ে আলোচনা চালাচ্ছি আমরা। কারণ ক্রিকেটারদের স্বার্থ দেখার পাশাপাশি সম্প্রচারকারী সংস্থার স্বার্থ’ও দেখতে হবে আমাদের।”
এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারী জয় শাহ বলেছিলেন আইপিএল ২০২৩ এর জন্যে আড়াই মাসের উইন্ডো চাওয়া হবে। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে দুই মাসের মধ্যে টুর্নামেন্ট শেষ করতেই হবে বিসিসিআইকে। টুর্নামেন্ট যতো এগোবে তত’ই টুর্নামেন্টে অংশগ্রহণ কারী প্লেয়ারদের খেলা নিয়েও একটা জটিলতা তৈরী হবে, তার কারণ ততসময় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ এগিয়ে আসবে অনেকটাই। (IPL 2023)
এর আগে জয় শাহ বলেছিলেন,
“অন্যান্য দেশের ক্রিকেট বোর্ড এবং আইসিসির সাথে আমরা আলোচনা করেছি কিভাবে আইপিএলের জন্যে একটা বড়ো উইন্ডো পাওয়া যায়। ICC FTP calendar এর আড়াই মাসের একটি উইন্ডো থাকবে, যাতে আন্তর্জাতিক সকল ক্রিকেটারেরা অংশগ্রহণ করতে পারে। যেহেতু এই টুর্নামেন্টের থেকে সবাই লাভবান হবে, তাই আইসিসি সহ বাকি দেশের ক্রিকেট বোর্ড গুলো আমাদের সম্মতি দেবে বলেই মনে করি আমি।”
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : ঢাকা টেস্টে কূলদীপ যাদবকে না খেলিয়ে মস্ত বড়ো ভুল করেছে ভারত, মনে করেন ভারত তারকা
এখনও অবধি ভারতের কাছে সুযোগ আছে ২০২৩ সালে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে কোয়ালিফাই করার। তাই ভারতীয় ক্রিকেট বোর্ড কে সেই দিকে লক্ষ্য করে আইপিএল ২০২৩ এর ক্রীড়াসূচী তৈরী করতে হবে।
আইপিএল ২০২৩ এর প্লে অফ স্টেজ মিস করার সম্ভাবনা আছে অধিকাংশ অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। বিশেষ করে যারা টেস্ট ক্রিকেট দলের সদস্য। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের খেলার সম্ভাবনা প্রবল অস্ট্রেলিয়ার। আবার ভারতের টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে। তাই কোনও ক্রমে ভারত ফাইনালে উঠলে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রতিটি ফ্রাঞ্চাইজিকে ভারতীয় ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর জন্যে অনুরোধ করবে, যাতে তারা ফ্রেশ থাকে। (IPL 2023)
এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়াশিপের লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে ভারত, আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ জুড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : কঠিন সময় অশ্বিনের থেকে সেরাটা বের করে আনে, সতীর্থ প্রশংসা কার্তিকের মুখে