IPL 2023 – ৩১ শে মার্চ থেকে শুরু হতে চলা আসন্ন আইপিএলের জন্য শ্রেয়স আইয়ারের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক হিসেবে সুনীল নারিন এবং শার্দুল ঠাকুরদের মতো ক্রিকেটারদের নাম উঠে আসছিল। তবে শ্রেয়সের অনুপস্থিতিতে তাদের হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দিল না কেকেআর ম্যানেজমেন্ট। বরং নীতীশ রানাকে অধিনায়ক হিসেবে বেছে নিল এই ফ্রাঞ্চাইজি।
কার্যত, নীতীশ রানা এর আগে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন। ১২ টি ম্যাচের মধ্যে জিতেছেন আটটি ম্যাচে। চারটি ম্যাচে হারের মুখ দেখেছেন।
চলতি মাসের গোড়ার দিকে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের সময় পিঠে চোট পান কেকেআরের স্থায়ী অধিনায়ক শ্রেয়স। তার চোটের ঠিক কী অবস্থা, তা নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি সংশ্লিষ্ট ফ্রাঞ্চাইজির তরফে। (IPL 2023)
ক্রিকেট মহলের একাংশের দাবি, পিঠের চোটের জন্য শ্রেয়সকে অস্ত্রোপচার করাতে হবে বলেও ভাবনাচিন্তা চলছে। তবে এখনই অস্ত্রোপচার করতে চান না শ্রেয়স। কারণ অস্ত্রোপচার করলে মাস ছয়েকের জন্য মাঠের বাইরে চলে জেতে হবে তাকে। সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তো খেলতেই পারবেন না, তাছাড়া ঘরের মাঠে অনুষ্ঠিত হতে চলা একদিনের বিশ্বকাপেও খেলার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে তার। (IPL 2023)
তাই শ্রেয়স বিশ্রাম এবং রিহ্যাবের মাধ্যমে সুস্থ হয়ে উঠতে চাইছেন বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে।
সেই পরিস্থিতিতে এবারের আইপিএলে শ্রেয়স আদৌও খেলতে পারবেন কিনা, তা নিয়ে ধন্দ কাটেনি। নয়া অধিনায়কের নাম ঘোষণার সময় কেকেআরের তরফেও শ্রেয়সের চোটের বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। কতদিনের জন্য নীতীশকে অধিনায়ক ঘোষণা করা হয়েছে, সেটাও জানানো হয়নি কেকেআরের তরফে। (IPL 2023)
সোমবার নাইট ব্রিগেডের তরফে বলা হয়েছে,
“আমরা আশাবাদী যে সুস্থ হয়ে উঠে ২০২৩ সালের আইপিএলে খেলতে পারবেন শ্রেয়স। তবে আমরা আশাবাদী যে অধিনায়ক হিসেবে শ্রেয়সের অনুপস্থিতিতে ভালোভাবে দলকে এগিয়ে নিয়ে যাবেন নীতীশ। যার সাদা বলের ক্রিকেটে নিজের রাজ্য দলকে (দিল্লি) নেতৃত্ব প্রদানের অভিজ্ঞতা আছে এবং ২০১৮ সাল থেকে কেকেআরের হয়ে আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে।”
𝘙𝘢𝘯𝘢’𝘴 𝘢𝘵 𝘵𝘩𝘦 𝘸𝘩𝘦𝘦𝘭! Welcome, Captain! 💜💛@NitishRana_27 #AmiKKR #KKR #TATAIPL2023 #Leader #NitishRana #Nitish pic.twitter.com/Z9UAKToYWj
— KolkataKnightRiders (@KKRiders) March 27, 2023
Kaptaan – 𝘠𝘦 𝘵𝘰𝘩 𝘣𝘢𝘴 𝘵𝘳𝘢𝘪𝘭𝘦𝘳 𝘩𝘢𝘪. Action begins, 1st April 2023 🔥😉@NitishRana_27 #AmiKKR #KKR #TATAIPL2023 pic.twitter.com/q6ofcO2WGG
— KolkataKnightRiders (@KKRiders) March 27, 2023
বাংলাদেশের দুই তারকা শাকিব আল হাসান এবং লিটন দাসের সাদা বলের অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকলেও কেনো তাদের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়নি, তা নিয়ে কেকেআরের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। (IPL 2023)
তবে সংশ্লিষ্ট মহলের মতে, শাকিব এবং লিটনকে পুরো মরশুমে পাওয়া যাবে না। আগামী ৩১ শে মার্চ রাত পর্যন্ত আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ব্যস্ত থাকবেন শাকিব। পরদিনই কেকেআরের প্রথম ম্যাচ আছে। লিটন আবার আগামী ৪ ঠা এপ্রিল থেকে টেস্ট খেলবেন। (IPL 2023)
আরও পড়ুনঃ IPL 2023 : আরসিবি’র হল অফ ফেমে জায়গা পেলেন গেইল-এবিডি, সামনে এল ফ্রাঞ্চাইজি’র নতুন জার্সি