IPL 2023 : দিল্লি ক‍্যাপিটালসে খেলার সুযোগ পেয়েও মন ভালো নেই মুকেশ কুমারের

0
25
IPL 2023 : Mukesh Kumar is not happy even after getting a chance to playing for Delhi Capitals
IPL 2023 : Mukesh Kumar is not happy even after getting a chance to playing for Delhi Capitals

IPL 2023 – ২০ লাখ টাকার বেস প্রাইস ছিলো। সেখান থেকে দামাদামিতে শেষ অবধি ৫.৫ কোটি টাকার বিনিময়ে দিল্লি ক্যাপিটালস দলে তুলে নিয়েছে মুকেশ কুমার‘কে।

নিলামের আগেও মুকেশ নিশ্চিত ছিলেন না এবারের আইপিএলে দল পাওয়ার ব‍্যাপারে। এমনকি কেউ তাকে দলে নেওয়ার ব‍্যাপারে আগ্রহ প্রকাশ করবে কিনা সেটা নিয়েও প্রশ্ন ছিলো তার মনে। তাই দিল্লি ক‍্যাপিটালস শেষ অবধি তাকে দলে তুলে নেওয়ায় এখন ভীষণ খুশি মুকেশ কুমার। (IPL 2023)

মুকেশ বাংলার দলের নিয়মিত সদস্য। সম্প্রতি ভারতের এ দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন, ভালো পারফরম্যান্স’ও দিয়েছিলেন। তবে মুকেশের দিল্লি যোগ এই প্রথম নয়, এর আগেও দিল্লি ক‍্যাপিটালসে নেট বোলার হিসেবে ছিলেন মুকেশ। তাই পুনরায় সংশ্লিষ্ট ফ্রাঞ্চাইজিতে যোগদান করতে পেরে ভীষণ খুশি তিনি। বলেছেন,

“বিহার থেকে কলকাতার জার্নিটা খুব একটা সহজ ছিলো না। প্রচুর পরিশ্রমের ফল। এবার তার ফল পেলাম। শেষ কয়েকটি মরশুম খুব খেটেছি। এবার সত্যিই খুব আনন্দ হচ্ছে। দিল্লিতে যাওয়ার হাল্কা আশা ছিলো মনে। এবার নেট বোলার হিসেবে প্রাক্টিস ম‍্যাচে ভালো বল করেছিলাম। সেখান থেকেই এই দলে খেলাথ আত্মবিশ্বাস পেয়েছিলাম বলা চলে।”

আরও পড়ুনঃ IPL 2023 : ১৬ কোটি খরচ করে পুরানকে দলে নেওয়ার কারণ জানালেন লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর

আইপিএলে সুযোগ পাওয়ার দিন বাবা কাশীনাথ সিংয়ের কথা খুব মনে পড়ছে মুকেশের। কলকাতায় প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে কাজ করেছে মুকেশের বাবা। মুকেশ বাংলার হয়ে খেলেন বলে, তিনি ভীষণ গর্বিত বোধ করতেন, কিন্তু আজ যখন ছেলে দিল্লি ক‍্যাপিটালসে আইপিএলে খেলার সুযোগ করে নিয়েছে, তখন দেখার জন্য নেই তিনি। তাই স্বাভাবিক ভাবেই এই খুশির দিনে মন খারাপ মুকেশের। (IPL 2023)

মুকেশের আপাতত লক্ষ‍্য দিল্লির হয়ে ভালো খেলার। সেখান থেকে জাতীয় দলে খেলার সুযোগ করে নেওয়াটাকে পাখির চোখ করছেন তিনি। তবে আপাতত সমস্ত লক্ষ‍্য তার দিল্লির জার্সি গায়ে নিজেকে প্রমাণ করার।

দিল্লিতে সুযোগ পাওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়েছেন মুকেশ। জানিয়েছেন তার পাশে সব সময় ছিলো ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট, এছাড়া ধন্যবাদ জানিয়েছেন রনদেব বসুকে। বাংলার ভিশন ২০২০ টাকে জীবনের টার্নিং পয়েন্ট বলে মানেন মুকেশ কুমার। এই ভিশন ২০২০ থেকে বাংলার কর্তাদের নজরে আসে মুকেশ, সেখান থেকেই বাংলার রঞ্জি দলে সুযোগ পাওয়া।

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : “সেঞ্চুরি আমার কাছে তিনটে সংখ‍্যা মাত্র” : ফের শতরান হাতছাড়া করে বললেন পন্ত