IPL 2023 – এবারের আইপিএলের মিনি নিলামে সবচেয়ে দামী ক্রিকেটারদের মধ্যে অন্যতম একজনের ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিপার – ব্যাটার নিকোলাস পুরান। কিন্তু পুরানের সাম্প্রতিকতম যা ফর্মের বহর, তাতে তিনি আইপিএলের মিনি নিলামে পাঁচ কোটির গন্ডি পেরোবেন নাকি, সেটা নিয়েই সন্দেহ প্রকাশ করেছিলো সকলে। এবারের আইপিএলে চতুর্থ সবচেয়ে দামী ক্রিকেটার পুরান।
এতো পাহাড় পরিমাণ অর্থ দিয়ে পুরান কে দলে নেওয়ার কারণ কি ? সেই প্রশ্ন রাখা হয়েছিল লখনউ সুপার জায়ান্টস দলের মেন্টর গৌতম গম্ভীরের কাছে। তিনি বলেন,
“পুরান গত মরশুমে কি করেছে, সেটার সম্পর্কে বিন্দুমাত্র ভাবিত ছিলাম না আমরা এবারের নিলাম চলাকালীন। আমরা তার খেলার পন্থায় বিশ্বাসী, তাকে দলে নিতে চেয়েছিলাম সেই কারণে। ওর মতো ক্রিকেটারকে প্রয়োজন ছিলো আমাদের দলে। বড়ো – জোর ২৬-২৭ বছর বয়স পুরানের।
হয়তো এখান থেকেই ঘুরে দাড়াবে। ও কতো রান করলো, সেটা দেখার বিষয় নয়। কিন্তু কতোটা প্রভাব ফেলছে, সেটাই ম্যাটার করে। ও যদি আমাদের দুটো তিনটে ম্যাচ জিতিয়ে দেয়, সেটাও বিরাট ব্যাপার হবে। খুব ক্রিকেটার আছেন, যারা টপ ফোরে খেলার পাশাপাশি ৬-৭ নম্বরেও খেলে দিতে পারে।”
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : “সেঞ্চুরি আমার কাছে তিনটে সংখ্যা মাত্র” : ফের শতরান হাতছাড়া করে বললেন পন্ত
There's no stopping Nicholas Pooran in the Indian Premier League 📊
— CricTracker (@Cricketracker) December 23, 2022
(His salary in IPL each year)#IPLAuction | @nicholas_47 pic.twitter.com/s5h0YZjv2v
চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে নিকোলাস পুরানকে নিয়ে কাড়াকাড়ি শুরু হয়। এরপর লড়াইয়ে ঢোকে দিল্লি ক্যাপিটালস সিএসকে সরে গেলে। পরবর্তী সময়ে ডিসি এবং এলএসজির মধ্যে দুর্দান্ত লড়াইয়ের পর শেষ অবধি পুরানের নতুন আইপিএল ঠিকানা হয় লখনউ সুপার জায়ান্টস।
গত দুই মরশুমের আইপিএলে একেবারেই দাগ কাটতে পারেননি নিকোলাস পুরান। ২০২১ এর আইপিএলে করেছিলেন ৮৫ রান, ২০২২ আইপিএলে করেছিলেন ৩০৬ রান। এবার লখনউ সুপার জায়ান্টসের ভরসার দাম কতোটা দিতে পারেন তিনি, এখন সেটাই দেখার বিষয়।
আরও পড়ুনঃ Atk Mohunbagan : দলের তুরুপের তাস ছাড়াই আজ নর্থইস্টের মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান