IPL 2023 : মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার সাথে আলাপ করার জন্যে মুখিয়ে আছেন মার্ক বাউচার

0
11
IPL 2023 :
IPL 2023 : "Looking forward to sitting down and having a chat with him" - Mark Boucher on Rohit Sharma

IPL 2023 – এবছরই মুম্বই ইন্ডিয়ান্সের কোচের পদে নিযুক্ত হয়েছিলেন মার্ক বাউচার। প্রাক্তন সাউথ আফ্রিকার এই ক্রিকেটার মুখিয়ে আছেন অধিনায়ক রোহিত শর্মা এবং ফ্রাঞ্চাইজির সাথে কাজ করার জন্যে।

এম আই গ্লোবাল হেড অফ পারফরম্যান্সের দায়িত্ব পেয়েছেন মাহেলা জয়বর্ধনে। এখন থেকে এম আই কেপ টাউন এবং এম আই এমিরেটসের দায়িত্ব পালন করবেন তিনি। তার বদলে মুম্বই ইন্ডিয়ান্সের কোচের পদে আনা হয়েছে মার্ক বাউচারকে। (IPL 2023)

এর আগে সাউথ আফ্রিকার জাতীয় দলের দায়িত্বে ছিলেন বাউচার, তার কোচিংয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে সাউথ আফ্রিকা সুপার টুয়েলভ পর্ব দেখে বিদায় নিয়েছিলো। এর আগে সাউথ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট লিগের কোচিং পদে দেখা গেছিলো মার্ক বাউচারকে। (IPL 2023)

আসন্ন আইপিএল মরশুমের পরিকল্পনা সারতে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার সাথে আলাপ করার জন্য মুখিয়ে আছেন মার্ক বাউচার। ফ্রাঞ্চাইজির ওয়েবসাইটে একটি আলাপচারিতায় বাউচার বলেছেন,

“খুব উত্তেজনা ময় একটা বিষয় হতে চলেছে। এর আগেও আমি রোহিতের বিপক্ষে খেলেছি।আমার মতে ও একজন দারুণ ক্রিকেটার এবং অধিনায়ক। তাই ওর সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি আমি। ওর সাথে দল নিয়ে আলোচনা করতে চাই। আমাদের মধ্যে বেশ কিছু মিল আছে। আমি জানি রোহিত শর্মা আলোচনা করতে পছন্দ করেন। আমার’ও ওর সাথে কোচিং পদ্ধতি নিয়ে আলোচনা করার আছে।”

আরও পড়ুনঃ ATK Mohun Bagan : সার্বিয়ান তারকা’কে দলে নিয়ে চমক দিলো এটিকে মোহনবাগান

২০২২ সালের আইপিএলে লিগ টেবিলের একেবারে তলানিতে স্থান হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। তাই পাঁচ বারের আইপিএল জয়ী দলের হয়ে মার্ক বাউচারের কাজ খুবই কঠিন হতে চলেছে বলে মনে করা হচ্ছে। দলের থেকে প্রত‍্যাশার ব‍্যাপারে জানতে চাওয়া হলে বাউচার বলেছেন,

“বিশ্বের অন‍্যতম শ্রেষ্ঠ ফ্রাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স। তাই তাদের কেন্দ্র করে প্রত‍্যাশা থাকবে সেটাই স্বাভাবিক। তাই এখানে দায়িত্বের ভারটা সম্পর্কে ভীষণ ওয়াকিবহাল আমি। আর আমি সব সময় ফলাফলের উপর খুবই জোর দি। আমাকে এবং আমার দলের প্লেয়ারকেও পারফরম্যান্স দিতে হবে সমান ভাবে। এই চ‍্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আমি।” (IPL 2023)

আইপিএলের মিনি নিলামে ২০.৫৫ কোটি টাকা নিয়ে বসবে মুম্বই ইন্ডিয়ান্স। এখনো নয়টা জায়গা ফাঁকা আছে দলে। তার মধ্যে তিনটি বিদেশি ক্রিকেটার নিতে হবে। (IPL 2023)

আরও পড়ুনঃ Pele : মারণ আকার নিয়েছে ক‍্যান্সার, বড়দিন হাসপাতালেই কাটবে কিংবদন্তি ফুটবলার পেলের