আইপিএলের (IPL 2023) অস্ট্রেলিয়ার টি ২০ দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ’কে ছেড়ে দিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। Rev Sports এর রিপোর্ট অনুযায়ী ফিঞ্চের বিকল্প হিসেবে ইংল্যান্ডের বিস্ফোরক ওপেনার অ্যালক্স হেলস’কে দলে পেতে আগ্রহী কেকেআর টিম ম্যানেজমেন্ট।
গত মরশুমের আইপিএলে (IPL 2023) লিগ টেবিলের ছয় নম্বর স্থানে শেষ করেছিল কেকেআর। তাই আগামী বছরের আইপিএলে সফলতা পেতে দলে বেশ কিছু বদল আনতে চলেছে নাইটরা। রিপোর্ট অনুযায়ী গুজরাট টাইটান্স’কে শিবম মাভি দিয়ে লকি ফার্গুসন’কে দলে নিতে চায় নাইট ম্যানেজমেন্ট।
২০২১ সালের আইপিএলের (IPL 2023) পর শুভমান গিলকে দলে রাখেনি কেকেআর ম্যানেজমেন্ট। এরপর থেকেই একজন ভালো ওপেনারের সন্ধানে ছিলো নাইটরা। হেলসকে সই করিয়েছিলো কেকেআর। কিন্তু ওই সময় টানা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে খেলার একঘেয়েমির কারণ দেখিয়ে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেন এই তারকা ইংলিশ ওপেনার। যিনি সদ্য টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে বিধ্বংসী ইনিংস খেলে দেশের জয় নিশ্চিত করেছিলেন। নির্বাচিত হয়েছিলেন ‘ম্যাচের সেরা’।
এরপর দেড় কোটি টাকার বিনিময়ে হেলসের পরিবর্তে অ্যারন ফিঞ্চ’কে দলে নেয় কেকেআর। শ্রেয়স আইয়ার নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্সে ৫ টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন ফিঞ্চ। ১৭.২০ গড়ে করেছিলেন ৮৬ রান। দলে নিজের জায়গা কখনও পাকা করে উঠতে পারেননি ফিঞ্চ, অবশ্য টিম ম্যানেজমেন্ট প্রায়শই দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে গোটা টুর্নামেন্ট জুড়ে।
এবছর টি ২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া’কে নেতৃত্ব দিয়েছিলেন ফিঞ্চ। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন দলের জয় নিশ্চিত করে। এছাড়া অস্ট্রেলিয়া অধিনায়কের গোটা বিশ্বকাপ জুড়ে আর তেমন কোনও উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই। ঘরের মাঠে টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে দলকে তুলতে ব্যর্থ হয়েছিলেন তিনি।
KKR signs up Aaron Finch as Alex Hales' replacement. This will be Finch's 9th IPL team
— Sarang Bhalerao (@bhaleraosarang) March 11, 2022
2010: Rajasthan Royals
2011-12 : Delhi Daredevils
2013: Pune Warriors
2014: Sunrisers Hyderabad
2015: Mumbai Indians
2016-17: Gujarat Lions
2018: Kings XI
2020: RCB
2022: KKR
আরও পড়ুনঃ Indian Cricket Team : নতুন বছরের শুরুতেই বিরাট বদল আসছে ভারতীয় ক্রিকেটে, জানুন বিস্তারিত
🚨 #IPL news time!
— Subhayan Chakraborty (@CricSubhayan) November 8, 2022
KKR announced that it had elevated James Foster as Assistant Coach, from his role as fielding coach & that he will work very closely with Head Coach Chandrakant Pandit.
Also Ryan Ten Doeschate has been appointed as fielding coach.@KKRiders @RevSportz pic.twitter.com/AJrbsgMqkO
এমনিতেই টি ২০ স্পেশালিস্ট ক্রিকেটার হিসেবে সুপরিচিত হেলস। এখনও অবধি আইপিএলে (IPL 2023) ছয়টা ম্যাচ খেলেছিলেন তিনি। এর আগে মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে দেখা গেছে তাকে। করেছেন ১৪৮ রান, ১২৫.৪২ স্ট্রাইক রেটে।
রিপোর্ট অনুযায়ী অজিঙ্ক রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ার’কে ছেড়ে দিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ব্রেন্ডন ম্যাকালাম দলের কোচের পদ ছাড়ার পর গোটা নাইট শিবির ঢেলে সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। এখন ইংল্যান্ডের জাতীয় দলের সাথে যুক্ত ম্যাকালাম। আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্সের কোচের পদ সামলাবেন ভারতের ঘরোয়া ক্রিকেটের বিখ্যাত কোচ চন্দ্রকান্ত পন্ডিত।
চোট পাওয়ার আগে বাইশের আইপিএলে নিয়মিত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন রাহানে। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪৪ রানের ইনিংস খেলে সাড়া জাগিয়েছিলেন। কিন্তু এর পর খেলা বাকি ছয় ম্যাচে তিরিশ রানের গন্ডি পেরোতে পারেননি তিনি।
২০২১ সালের আইপিএলে উল্কার গতিতে উঠে আসেন ভেঙ্কটেশ আইয়ার। সংযুক্ত আরব আমিরশাহির মাঠে কলকাতা নাইটরাইডার্সের দারুণ প্রত্যাবর্তনের মূলকান্ডারী ছিলেন তিনি। ফাইনালে গেছিলো কলকাতা। রানার্স আপ হিসেবে শেষ করে। ম্যানেজমেন্ট তাকে রেখে দেয়, ভারতের জাতীয় দলেও সুযোগ পান ভেঙ্কটেশ। কিন্তু এরপর কোথায় গেলো হারিয়ে গেলেন তিনি।
আগামী ১৫ ই নভেম্বরের মধ্যে সমস্ত ফ্রাঞ্চাইজি গুলো’কে তাদের ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা ঘোষণা করতে বলা হয়েছে। ২৩ শে ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৩ এর মিনি নিলাম।
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : “আমাদের বোলিং অ্যাটাক ভারতের মতো নয়” : বাটলারদের হুশিয়ারি পাক প্রাক্তনীর