IPL 2023 : এবারের আইপিএলে নেট বোলার হিসেবে চেন্নাই সুপার কিংস দলে যোগ দিয়েছিলেন আয়ারল্যান্ডের পেসার জোসুহা লিটল। সদ্য একটি সাক্ষাৎকারে ২৩ বছর বয়সী এই উদীয়মান পেসার জানিয়েছেন তিনি ভুল ভেবেছিলেন যে দলের কেউ চোট পেলে তিনি খেলার সুযোগ করে নেবেন।
১৫ তম আইপিএল চলার মাঝপথে চেন্নাই সুপার কিংসের নেট বোলার হিসেবে যোগ দিয়েছিলেন লিটল। Cricbuzz কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তিনি যে ব্যবহারটা সিএসকের থেকে পেয়েছিলেন, সেটা কখনও তিনি প্রত্যাশা করেননি। (IPL 2023)
“আমাকে যে কথা বলে নিয়ে গেছিলো, সেই কথা রাখেনি চেন্নাই সুপার কিংস। আমাকে প্রস্তাব দেওয়ার সময় তারা বলেছিলেন নেট বোলার হিসেবে দলে নিতে চায়। তবে কেউ চোট পেলে তার বদলে খেলার সুযোগ পাবো।
নেটেও খুব একটা বল করার সুযোগ পেতাম না। মাত্র দুই ওভার বড়জোড়। মাত্র দুই ওভার বোলিং করার জন্যে হাফ বিশ্ব ভ্রমণ করে আমার ভারতে আসার কোনও মানেই খুঁজে পাইনি আমি। হয়তো আমার আইপিএলে খেলার অভিজ্ঞতা ছিলো না বলেই এই পরিস্থিতিতে পড়তে হয়েছিল। কিন্তু একজন আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার সুবাদে বিষয়টি মন থেকে মেনে নিতে পারিনি আমি। তাই দেখলাম একজন প্রকৃত নেট বোলার হিসেবে আমার যেটা করার, সেটাই করার সুযোগ পাচ্ছি না। তখন একপ্রকার চেন্নাই শিবির ছাড়বো বলেই মনোস্থির করে ফেলেছিলাম। দুই সপ্তাহের মধ্যে আয়ারল্যান্ড ফিরে যাই।” (IPL 2023)
আরও পড়ুনঃ Babar Azam : টেস্ট ক্যাপ্টেন্সি হাতছাড়া হতে পারে বাবর আজমের
👏👏👏 Congrats to Josh Little who is heading off on a development opportunity with the Chennai Super Kings in the early stages of the upcoming IPL.
— Cricket Ireland (@cricketireland) March 7, 2022
The experience as a net bowler for CSK should be fantastic. #GoWellJosh ☘️🏏 pic.twitter.com/5aUFwfZkAp
এবারের আইপিএলের (IPL 2023) মিনি নিলামে ফ্রাঞ্চাইজি গুলো লিটল কে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করতে পারেন তার কারণ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে আইরিশ পেসারের পারফরম্যান্স। সাত ম্যাচে ১৭ .১৮ গড়ে লিটল ১১ উইকেট নিয়েছেন, এরমধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক ও আছে তার।
আরও পড়ুনঃ PCB : ভারত’কে চাপে রাখতেই বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল বোর্ড, এমনটাই জানালেন রামিজ রাজা