IPL 2023 : সাকিব, লিটনকে দলে নিয়ে দারুণ কাজ করেছে KKR, নাইট ম‍্যানেজমেন্টের সিদ্ধান্তের প্রশংসা করলেন ওয়াসিম জাফর

0
49
IPL 2023 :
IPL 2023 : "It is a good signing going ahead" - Wasim Jaffer praises Kolkata Knight Riders for signing Litton Das and Shakib Al Hasan at IPL 2023 Auction

IPL 2023 – বাংলাদেশের দুই ক্রিকেটারকে এবারের আইপিএলের মিনি নিলাম থেকে তুলে নিয়ে খুব দারুণ কাজ করেছে কলকাতা নাইট রাইডার্স। এক্ষেত্রে নাইট ম‍্যানেজমেন্টের ভূয়সী প্রশংসা করেছেন ওয়াসিম জাফর। আসন্ন আইপিএলের জন্যে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান এবং লিটন দাসকে।

মিনি নিলামে কেকেআর এই দুই বাংলাদেশের ক্রিকেটারকে তাদের বেস প্রাইসে দলে তুলে নিয়েছে। লিটন দাসকে নেওয়ার জন্য ৫০ লাখ টাকা খরচ করেছেন, সাকিব আল হাসানের দড় ছিলো দেড় কোটি টাকা। (IPL 2023)

এবারের আইপিএলের মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স ছিলো একমাত্র ফ্রাঞ্চাইজি যারা বাংলাদেশের ক্রিকেটারদের নিজেদের দলে নিয়েছে। বাকি ফ্রাঞ্চাইজি গুলো কোনও বাংলাদেশের ক্রিকেটারদের নেয়নি, তার কারণ আইপিএল চলাকালীন দেশের হয়ে বেশ কিছু ম‍্যাচ খেলতে হবে তাদের, তাই সেই সব তাদের আইপিএলে পাওয়া সম্ভব নয়। (IPL 2023)

ESPN Cricinfo তে ওয়াসিম জাফর নাইট ম‍্যানেজমেন্টের বাংলাদেশের ক্রিকেটারদের দলে নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করে বলেছেন, লিটন – সাকিবরা পরবর্তী মরশুম গুলোতে কেকেআরের ‘ম‍্যাচ উইনার্স’ হয়ে উঠতে পারে। (IPL 2023)

জাফর বলেছেন,

“আমার মনে হয় বৈভব আরোরা কে নিয়ে ভালো করেছে কলকাতা নাইট রাইডার্স। লিটন দাস হয়তো বেশ কিছু ম‍্যাচ মিস করবে, এমনকি সাকিব’ও তাই, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে দেখলে, এটা একেবারেই সঠিক সিদ্ধান্ত।”

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : বড়িদনে দেশকে টেস্ট সিরিজ জয় উপহার দিলো অশ্বিন – আইয়ারের লড়াই

ওয়াসিম জাফরের কলকাতা নাইট রাইডার্সের মিনি নিলামে নেওয়া সিদ্ধান্ত গুলোর মধ্যে সবচেয়ে বেশী ভালো লেগেছিলো স‍্যাম কারাণের জন্যে বিড করা। মাত্র ৭.০৫ কোটি টাকা নিয়ে এবারের আইপিএল নিলামে বসেছিলো কলকাতা নাইট রাইডার্স। স‍্যাম কারাণ মিনি নিলামে সবচেয়ে বেশী দামে বিক্রিত ক্রিকেটার। ১৮.৫ কোটি টাকার বিনিময়ে তিনি যোগদান করেছিলেন পঞ্জাব কিংসে। খানিকটা মজা করে এব‍্যাপারটার উল্লেখ করলেও, আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম একাদশ বেশ ভালো ভাবে সাজিয়ে নিয়েছে বলেই মনে করেন ওয়াসিম জাফর।

জাফরের বক্তব্য,

“আমার মতে কলকাতা নাইট রাইডার্সের এবারের আইপিএল নিলামে সেরা কীর্তি স‍্যাম কারাণের জন্য দর হাঁকানো। পকেটে সাত কোটি টাকা থাকা সত্বেও তারা এইটা করে দেখিয়েছে, এটা ভেবেই ভীষণ দারুণ লেগেছে আমার। তবে আমার মনে হয় কেকেআর তাদের প্রথম একাদশ বানিয়ে ফেলেছে পুরোপুরি। তাদের সেরা একাদশ তৈরি একেবারে।”

আরও পড়ুনঃ Lionel Messi : মেসির আট বারের মতো ব‍্যালন ডি’অর পাওয়া খালি সময়ের অপেক্ষা, বললেন লেওয়ানডস্কি