IPL 2023 : শাকিব-রাসেল’দের বাদ দিয়ে রানা’কে কেনো অধিনায়ক করা হল ? অবশেষে এই নিয়ে মুখ খুললেন কেকেআর হেড কোচ

0
39
IPL 2023 : “It has been accepted very nicely” - Chandrakant Pandit on decision to name Nitish Rana as KKR’s stand-in captain
IPL 2023 : “It has been accepted very nicely” - Chandrakant Pandit on decision to name Nitish Rana as KKR’s stand-in captain

IPL 2023 – শাকিব আল হাসান আছেন। লিটন দাস আছেন। আন্দ্রে রাসেল আছেন। টিম সাউদি আছেন। তা সত্ত্বেও শ্রেয়স আইয়ারের জায়গায় কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তরফে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে নীতীশ রানাকে বেছে নেওয়া হয়েছে। কেন সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই ব্যাখ্যা দিলেন নাইট ব্রিগেডের হেডস্যার চন্দ্রকান্ত পণ্ডিত।

মঙ্গলবার কেকেআরের হেড কোচ বলেন,

“(নীতীশের) পক্ষে কী আছে, সেটা বিষয় নয়। আমাদের (অধিনায়ক) বেছে নিতে হয়। আমি বলব যে এটা একটা দায়িত্ব। ওর (নীতীশের) মধ্যে অধিনায়কত্বের ক্ষমতা আছে। ও দীর্ঘদিন আইপিএলে খেলেছে। ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করেছে। এককথায় বলতে গেলে যা যা চাহিদা আছে, সেটা পূরণ করেছে। ওকে নিয়ে আমি অত্যন্ত আত্মবিশ্বাসী। আমরা যে শিবির করেছি, সেখানেও ও সেই দায়িত্বটা পালন করেছে। ওকে নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী আমরা।”

কেকেআরের কোচ আরও বলেন, (IPL 2023)

“আন্তর্জাতিক স্তরে প্রত্যেকে ভালো ক্রিকেটার। প্রত্যেকে দক্ষ। প্রত্যেকের আলাদা-আলাদা বিশেষত্ব থাকে। (অধিনায়ক) হিসেবে আমরা যখন নীতীশের কথা ভেবেছিলাম, তখন ওর মধ্যে ওইসল বৈশিষ্ট্য খুঁজে পেয়েছিলাম। এটা কারও একা সিদ্ধান্ত নয়। এটা সাপোর্ট স্টাফ, কোচ-সহ সকলের সিদ্ধান্ত। যে সিদ্ধান্ত সকলেই ভালোভাবে গ্রহণ করেছে। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে অধিনায়ক হিসেবে (নীতীশ) ভালো কাজ করবে।”

আরও পড়ুনঃ Rohit Sharma : একটা সময় ক্রিকেট কিট কিনতে দুধের প্যাকেট ডেলিভারি করেছিলেন রোহিত, হিটম্যানের জীবনের অজানা কথা জানালেন প্রজ্ঞান ওঝা

উল্লেখ্য, চোটের জন্য নিয়মিত অধিনায়ক শ্রেয়স না থাকায় এবার রানার হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দিয়েছে কেকেআর। যিনি ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু শাকিবদের মতো খেলোয়াড় থাকতে কেন রানাকে অধিনায়ক করা হল, তা নিয়ে একাধিক মহলের তরফে প্রশ্ন করা হয়েছে। (IPL 2023)

সেই বিষয়টি নিয়ে কেকেআর কোচ নির্দিষ্টভাবে কিছু না বললেও বিশেষজ্ঞদের মতে, এবার আইপিএলে পুরো সময়ের জন্য শাকিব এবং লিটনকে পাওয়া যাবে না। আগামী শুক্রবার (৩১ মার্চ) রাত পর্যন্ত আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ চলবে বাংলাদেশের। পরদিনই মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে কেকেআর। (IPL 2023)

আগামী ৪ এপ্রিল থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ আছে বাংলাদেশের। তারপর মে’তে আইরিশদের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবেন টাইগাররা। ৫০ ওভারের বিশ্বকাপের ম্যাচে সম্ভবত সেই সিরিজে খেলবেন দুই তারকা। সেটা হলে শেষের দিকেও কয়েকটি ম্যাচে শাকিব এবং লিটনকে পাবে না কেকেআর।

আরও পড়ুনঃ IPL 2023 : প্রথম দেখায় বিরাট’কে ভীষণ অহংকারী মনে হয়েছিল তার, এমনটাই জানালেন প্রাক্তন আরসিবি তারকা এবি ডি’ভিলিয়ার্স