IPL 2023 : আন্তর্জাতিক ক্রিকেটের দড় কি কমিয়ে দিচ্ছে আইপিএল ? জেনে নিন এই কি বক্তব্য কিং কোহলি’র

0
20
IPL 2023 : Is IPL reducing the standard of international cricket? Know what King Kohli's statement is
IPL 2023 : Is IPL reducing the standard of international cricket? Know what King Kohli's statement is

IPL 2023 – সম্প্রতি বিরাট কোহলি এবং প্রাক্তন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি’ভিলিয়ার্সের ইউটিউব চ্যানেলে নিজেদের মধ্যে আড্ডায় মাতেন। সেখানেই উঠে আসে বিভিন্ন বিষয়।

নিজেদের ক্রিকেট জীবনের উত্থান-পতন সহ আইপিএল থেকে বর্তমান ক্রিকেট, সব বিষয়ে আলোচনা হয় তাদের মধ্যে। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি মনে করেন আইপিএল বিশ্ব ক্রিকেটকে অনেক পাল্টে দিয়েছে। (IPL 2023)

তিনি বলেন, (IPL 2023)

“আইপিএল বিশ্ব ক্রিকেটের বেশ কিছু জিনিস বদলে দিয়েছে। ক্রিকেট এখন প্রতিযোগিতামূলক সে বিষয়ে সন্ধেহ নেই। কিন্তু মাঠে বিপক্ষ ক্রিকেটারদের স্লেজিং ও খারাপ ব্যবহারকে অনেকটাই বদলাতে সাহায্য করেছে আইপিএল। প্রত্যেকটি দল আগের মতো আগ্রাসন দিয়ে নিজেদের খেলাটা খেলে। তবে দুই দলের প্রতি পারস্পরিক সম্মান অনেকটাই বৃদ্ধি পেয়েছে।”

ভারতের এই প্রাক্তন অধিনায়ক মাঠে নিজের আগ্ৰাসী মনোভাবের জন্য বেশ পরিচিত। সেই বিরাট কোহলি বলেন,

“যে জিনিসগুলি খুব তীব্র ছিল এবং যে জিনিসগুলি দলগুলোর মধ্যে উত্তেজনা তৈরি করতো তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে‌। আমি এই বছর নিজের অভিজ্ঞতা থেকে এটা বলছি।”

আরও পড়ুনঃ ICC Rankings : হ্যাজেলউডের দাপটে সিংহাসন খোয়ালেন সিরাজ, ল্যাবুশানে’কে পিছনে ফেলার দোরগোড়ায় উইলিয়ামসন

তিনি আরও বলেন,

“আমি মনে করি এটি একটি সুন্দর বিষয়ের দিকেই এগোচ্ছে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে উত্তেজনা বেড়ে যায় তাই আমি মনে করি ক্রিকেটারদের মধ্যে বন্ধুত্ব থাকাটা ভালো।”

টেস্ট ক্রিকেটে তিন বছর পর শতরান পেয়েছেন কিং কোহলি। (IPL 2023) এই দীর্ঘ সময় বিভিন্নভাবে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। প্রথম একাদশে তার জায়গার নিয়েও একটা সময় প্রশ্ন উঠতে শুরু করে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচে শতরান করে সেই সমালোচনার কড়া জবাব দিয়েছেন তিনি। শতরান পাওয়ার বিষয়ে তিনি বলেন,

“আমি অর্ধশতরান করে নিজের উপর সন্তুষ্ট ছিলাম না। সেই রানকে বড় করার চেষ্টা করেছি। শতরান করার পর কিছুটা শান্ত অনুভব করি।”

আরও পড়ুনঃ IPL 2023 : কোচ নয়, বরং দলের খেলোয়াড়দের থেকে পলি ডাক শুনতে চান কায়রন পোলার্ড