IPL 2023 : এই তারকা ভারতীয় ব্যাটার’কে দলে নিয়ে তার হাতে SRH’এর ক্যাপ্টেন্সি তুলে দেওয়ার পরামর্শ দিলেন ইরফান পাঠান

0
27
IPL 2023 Irfan Pathan suggested to take Mayank Agarwal and hand over the captaincy of SRH to him
IPL 2023 Irfan Pathan suggested to take Mayank Agarwal and hand over the captaincy of SRH to him

আগামী ২৩ শে ডিসেম্বর কোচি’তে ২০২৩ সালের আইপিএলের নিলাম বসতে চলেছে। (IPL 2023) ৯৯১ জন ক্রিকেটার নিলামের জন্য নাম নথিভুক্ত করেছেন। সেখান থেকে আইপিএলের ১০ টি ফ্যাঞ্চাইজি নিজেদের দল গুছিয়ে নেবে।

ইতিমধ্যেই সব ফ্যাঞ্চাইজি গুলি নিজেদের ছক কষে ফেলেছে। তবে সানরাইজার্স হায়দ্রাবাদ দল’কে বিশেষ পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। মায়াঙ্ক আগারওয়াল’কে SRH সংসারে নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। (IPL 2023)

এক সাক্ষাৎকারে পাঠান বলেছেন –

“সানরাইজার্স হায়দ্রাবাদ দলে একজন আগ্রাসী মনোভাবের ওপেনার থাকা দরকার। এখন কেন উইলিয়ামসন নেই। তাই অভিজ্ঞ একজনকে দরকার। আমার মতে মায়াঙ্ক’কে দলে নিক ওরা। আমার মনে হয় হায়দ্রাবাদ ফ্রাঞ্চাইজি মায়াঙ্ক’কে দলে নেওয়ার জন্য ঝাঁপাবে।

মায়াঙ্ক আগরওয়াল এমন একজন প্লেয়ার, যে অধিনায়কত্ব’ও করেছে। শুধু তাই নয়, বেশ স্বাধীনভাবে খেলতে পছন্দ করে ও। এমন একজন ক্রিকেটারের দলে থাকা খুব জরুরি। আমি চাইবো মায়াঙ্ক’কে অধিনায়ক করুক সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট।”

পাঠান আরও বলেছেন –

“সানরাইজার্স হায়দ্রাবাদ দলের যা অবস্থা তাতে, নতুন করে দল গঠন করতে হবে তাদের। কারণ ওরা অনেককেই ছেড়ে দিয়েছে। তাই নতুন করে দল গঠন করা ছাড়া আর কোনও উপায় নেই। বিশেষ করে ব্যাটিং লাইনআপের দিকেও নজর দেওয়া উচিত ওদের। আশা করবো এবারের নিলাম থেকে ভালো ক্রিকেটার তুলে আনতে পারবে ওরা।”

প্রসঙ্গত, গত মরশুমে পাঞ্জাব কিংসের হয়ে অধিনায়কত্ব করেছেন মায়াঙ্ক। কিন্তু সেইভাবে দল’কে সাফল্য এনে দিতে পারেননি তিনি। ফলে মায়াঙ্ক’কে দলে নিয়ে তার হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হবে কিনা, তা নিয়ে দ্বিধায় থাকতে পারে সানরাইজার্স। (IPL 2023)

আরও পড়ুনঃ ICC Women’s T20 rankings : অজি’দের বিপক্ষে দেওয়া দুরন্ত পারফরম্যান্সের ফল হাতে নাতে পেলেন বাংলার রিচা, দারুন উন্নতি করলেন টি-২০ র‍্যাঙ্কিংয়ে

এখন সব কিছুই নির্ভর করছে নিলামের উপর। কারণ অন্য দল মায়াঙ্কের দিকে ঝাঁপাতেই পারে। ফলে সবকিছুই নির্ভর করছে ভাগ্যের উপর।

এই মরশুমে হায়দ্রাবাদ দল মোট ১২ জন প্লেয়ার’কে ছেড়ে দিয়েছে। তাদের মধ্যে রয়েছেন – কেন উইলিয়ামসন, নিকোলাস পুরান, জগদীশা সূচিত, প্রীয়ম গর্গ, রবিকুমার সামর্থ, রোমারিও শেফার্ড, সৌরভ দুবে, সিয়ান অ্যাবর্ট, শশাঙ্ক সিং, শ্রেয়স গোপাল, সুশান্ত মিশ্র এবং বিষ্ণু বিনোদ। (IPL 2023)

আরও পড়ুনঃ PAK vs ENG 2022 : ঠিক কি কারণে ইংল্যান্ড সফলতা পেয়েছে, জানালেন কোচ ম্যাককালাম