IPL 2023 : আসন্ন মরশুম থেকে এবার নয়া নিয়মে খেলানো হবে আইপিএল, জানুন বিস্তারিত

0
66
IPL 2023 : IPL New Rules, Playing XI, Impact Player to be revealed after toss; penalties for unfair keeper, fielder movement
IPL 2023 : IPL New Rules, Playing XI, Impact Player to be revealed after toss; penalties for unfair keeper, fielder movement

IPL 2023 – এবার থেকে আইপিএলে টসের পরে প্রথম একাদশের নাম ঘোষণা করতে পারবেন অধিনায়করা। এতদিন টসের আগে প্রতিটি দলকে নিজেদের প্রথম একাদশের নাম ঘোষণা করে দিতে হত অর্থাৎ প্রথম একাদশের তালিকা তুলে দিতে হত।

তবে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের পথে হেঁটে সেই নিয়ম পরিবর্তন করল আইপিএল। নয়া নিয়মে ম্যাচ শুরুর আগে পর্যন্ত নিজেদের প্রথম একাদশে পরিবর্তন করতে পারবে যে কোনও দল। সেইসঙ্গে কয়েকটি ক্ষেত্রে আইনের ফাঁক গলে ফিল্ডাররা যাতে বাড়তি সুবিধা নিতে না পারেন, সেজন্যও কঠোর পদক্ষেপ করা হল। (IPL 2023)

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের (IPL 2023) নিয়মের ১.২.১ ধারায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে টসের পর প্রতিটি অধিনায়ককে লিখিতভাবে ম্যাচ রেফারির হাতে খেলোয়াড়ের তালিকা তুলে দিতে হবে। সেই তালিকায় প্রথম একাদশের ১১ জনের নাম থাকবে। সেইসঙ্গে সর্বাধিক পাঁচজন সাবস্টিটিউট ফিল্ডারদের নাম রাখা যাবে। ওই যে পাঁচজন সাবস্টিটিউট থাকবেন, তাঁদের মধ্যে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ বেছে নেওয়া যাবে। যে নিয়মের বিষয়ে আগেই ঘোষণা করা হয়েছে।

ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে টসের পর প্রথম একাদশ ঘোষণার নিয়ম চালু আছে। প্রাথমিকভাবে দলগুলিকে ১৩ জনের নাম জমা দিতে হয়। টসের পর চূড়ান্ত ১১ জনের নাম ঘোষণা করতে পারে দলগুলি। বিষয়টি নিয়ে টুর্নামেন্ট ডিরেক্টর গ্রেম স্মিথ জানিয়েছিলেন যে ম্যাচের উপর টসের প্রভাব কাটানোর জন্য সেই পদক্ষেপ করা হয়েছে। সেই নিয়মে খেলে দক্ষিণ আফ্রিকা লিগের প্রথম মরশুমে মোট ৩৩ টি ম্যাচের মধ্যে টসে জেতা দল ১৫ টিতে জিতেছে। হেরেছে ১৬ টি ম্যাচে। দুটি ম্যাচে কোনও ফল হয়নি।

সেই পথেই হেঁটে এবার আইপিএলে (IPL 2023) টসের পর প্রথম একাদশ বেছে নেওয়ার নিয়ম চালু করা হচ্ছে। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, সব ফ্র্যাঞ্চাইজিগুলিকে আইপিএলের তরফে যে নোট পাঠানো হয়েছে, তাতে বলা হয়েছে যে –

“বর্তমানে টসের আগে অধিনায়কদের প্রথম একাদশের তালিকা হস্তান্তর করতে হয়। সেটা পালটে যাচ্ছে। টস হওয়ার পরই প্রথম একাদশের তালিকা হস্তান্তর করা যাবে। যাতে (প্রথমে) ব্যাটিং করছে নাকি (প্রথমে) বোলিং করছে, সেটার ভিত্তিতে নিজেদের সেরা একাদশ নিতে পারবে। যা ইমপ্যাক্ট প্লেয়ার সংক্রান্ত পরিকল্পনা আরও ভালো করতে সাহায্য করবে।”

আরও পড়ুনঃ IPL 2023 : আন্তর্জাতিক ক্রিকেটের দড় কি কমিয়ে দিচ্ছে আইপিএল ? জেনে নিন এই কি বক্তব্য কিং কোহলি’র

এবারের আইপিএলের (IPL 2023) আগে যখন শেষবার হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে খেলা হয়েছিল, সেই ২০১৯ সালে টসে জেতা দল ৩৪ টি ম্যাচে জিতেছিল। হেরেছিল ২৩ টি ম্যাচে। এবার যে নিয়ম চালু করা হচ্ছে, তাতে কয়েকটি ক্ষেত্রে ‘টস জিতলেই ম্যাচ জেতা’ বিষয়টি অনেকটাই কমে যাবে। কিন্তু কেন? ধরা যাক, সবুজ পিচে কোনও দল টসে হেরে প্রথমে ব্যাটিং করতে যাবে। সেই পরিস্থিতিতে বাড়তি এক ব্যাটারকে দলে নিতে পারে টসে হেরে যাওয়া দল।

এছাড়া দেখে নেওয়া যাক আর কী কী নয়া নিয়ম চালু হচ্ছে আইপিএলে ? (IPL 2023)

১. উইকেটকিপার যদি অন্যায্যভাবে নড়াচড়া করেন, তাহলে ‘ডেড বল’ ঘোষণা করা হবে এবং পেনাল্টি হিসেবে পাঁচ রান দেওয়া হবে। 

২. কোনও ফিল্ডার যদি অনায্যভাবে নড়াচড়া করেন, তাহলে ‘ডেড বল’ ঘোষণা করবেন আম্পায়ার। পাঁচ রান পেনাল্টি হবে।

আরও পড়ুনঃ ICC Rankings : হ্যাজেলউডের দাপটে সিংহাসন খোয়ালেন সিরাজ, ল্যাবুশানে’কে পিছনে ফেলার দোরগোড়ায় উইলিয়ামসন