
একবার আইপিএল (IPL 2023) পরপর বেশ কয়েকটা আইপিএল জিততে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবিষয় আশাবাদী এবি ডি ভিলিয়ার্স।
ফাফ দু প্লেসিস নেতৃত্বাধীন আরসিবি এতোদিনে বার তিনেক আইপিএল (IPL 2023) ফাইনালে খেললেও একটিও বার জিততে পারেনি। ২০২২ সালের আইপিএলে তৃতীয় স্থানে শেষ করেছিলো আরসিবি, মেগা নিলামের আগে দলের অধিকাংশ ক্রিকেটারকে ধরে রেখেছে এই ফ্রাঞ্চাইজি।
দলের কোর খুবই স্ট্রং। এবার বিরাট কোহলির ফর্মে ফেরাটা আরও ইতিবাচক একটা বিষয়। আরসিবির প্রাক্তনী কিংবদন্তি সাউথ আফ্রিকার ক্রিকেটার এবিডি ভিলিয়ার্সের মতে রয়্যাল চ্যালেঞ্জার্স একবার আইপিএল জয়ের খড়া মেটাতে পারলে পরপর বেশ কয়েকটা আইপিএল জিততে পারে। (IPL 2023)
Star Sports এর তরফে একটি ভিডিও ছাড়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে এবিডি ভিলিয়ার্স বলেছেন,
“অনেক গুলো মরশুম কেটেছে আইপিএলের। ১৪-১৫ টা তো হবেই। এবার ট্রফির খড়া কাটানোর জন্যে মুখিয়ে আছে আরসিবি। আমার মনে হয় আরসিবি একবার আইপিএল জিতলে দ্রুত দুই, তিন, চার নম্বর টা জিতবে। তবে দেখা যাক কি হয়। আসলে টি টোয়েন্টি ক্রিকেট অনিশ্চয়তার খেলা। কখন যে কি হবে, বোঝা মুস্কিল। বিশেষ করে নক আউট ম্যাচে কি হবে, সেটা বলা যায়না। আসা রাখছি এবার আরসিবি’র ভাগ্য বদলাবে।”
It is no secret who @ABdeVilliers17 will be cheering for this year!#RCB fans, are you ready to chant Ee Sala Cup Namde with him?🤩 pic.twitter.com/sf5fCYJmju
— Star Sports (@StarSportsIndia) November 17, 2022
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : ভারতের বিরুদ্ধে হ্যাটট্রিক করে লাসিথ মালিঙ্গার নজির স্পর্শ করলেন টিম সাউদি
আগামী বছর কোভিড কাঁটা পেরিয়ে ফের হোম – অ্যাওয়ে ফর্ম্যাটে ফিরছে আইপিএল। আরসিবি তাদের ঘরের মাঠ এম চিন্নস্বামী স্টেডিয়ামে খেলবে তাদের ঘরের ম্যাচ। (IPL 2023)
আরসিবি প্রথম হল অফ ফেম সন্মানে সন্মানিত হয়েছেন এবি ডি ভিলিয়ার্স এবং ক্রিস গেইল। মনে করা হচ্ছে আগামী বছরের আইপিএলে কোনও না কোনও বিশেষ ভূমিকায় আরসিবি’তে দেখা যাবে ডি’ভিলিয়ার্স’কে।
সম্প্রতি দলের নতুন দায়িত্ব বুঝতে বেঙ্গালুরু’তে এসেছিলেন তিনি। এটা একেবারে নিশ্চিত বেঙ্গালুরুর প্রথম হোম ম্যাচে উপস্থিত থাকবেন ডি ভিলিয়ার্স এবং ক্রিস গেইল।
আরসিবি’র অর্থ কি তার কাছে,এটা জানতে চাওয়া হলে ডি’ভিলিয়ার্স বলেছেন,
“আরসিবি আমার ভালোবাসা। আমার কাছে একটা জগতের মতো। আমার জীবন বদলে দিয়েছে। ২০১১ সাল থেকে আরসিবি তে আছি আমি। আজীবনের মতো বন্ধুত্ব হয়েছে বেশ কিছু ক্রিকেটারের সাথে। এটা আমার এবং আমার পরিবারের একটা অংশ।”
২০১১ থেকে ২০২১ সাল অবধি আরসিবির হয়ে খেলেছিলেন এবিডি ভিলিয়ার্স। ভারতে তার ভক্ত সংখ্যা আগুনতি।