IPL 2023 : আরসিবি এবার আইপিএল জিতুক, মনে প্রানে চান ক্রিস গেইল

0
14
IPL 2023 :
IPL 2023 : "I want to see that franchise lifting the cup" - Chris Gayle on his love for RCB

IPL 2023 – সম্প্রতি আইপিএলের ফ্রাঞ্চাইজি রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরের প্রতি নিজের ভালোবাসা জাহির করলেন ওয়েস্ট ইন্ডিজের মহাতারকা ক্রিস গেইল। গেইল নিজের আইপিএলের বর্ণময় কেরিয়ারে একাধিক টিমে খেলেছিলেন, কিন্তু আরসিবি তার হৃদয়ের কাছাকাছি বলেই জানিয়েছেন তিনি।

২০১১ সালে আরসিবিতে যোগদান করেছিলেন ক্রিস গেইল। ৮৪ ইনিংসে ৩১৬৩ রান করেছিলেন তিনি বিরাট কোহলির দলে হয়ে। আছে ১৯ টা হাফ সেঞ্চুরি। ২০১১ এবং ২০১২ সালের আইপিএলে আরসিবির হয়ে খেলাকালীণ অরেঞ্জ ক‍্যাপ জিতেছিলেন গেইল। করেছিলেন যথাক্রমে ৬০৮ এব‌ং ৭৩৩ রান। (IPL 2023)

সম্প্রতি আরসিবির প্রতি নিজের ভালোবাসা জাহির করে ক্রিস গেইল বলেছেন, আরসিবি আজীবন তার আইপিএল দল হয়ে থাকবে। তিনি কোহলিদের আইপিএল জিততে দেখার জন্যে মুখিয়ে আছেন। Cricket Next কে দেওয়া সাক্ষাৎকারে গেইল বলেছেন, (IPL 2023)

“আমরা আরসিবি কে কাপ জেতানোর চেষ্টা করেছিলাম। কিন্তু সেটা সম্ভব হয়নি। আমি চাই এই ফ্রাঞ্চাইজি আইপিএল জিতুক। আরসিবি আজীবন আমার পছন্দের ফ্রাঞ্চাইজি হয়ে থাকবে। আমি খুব ভালোবাসি এই ফ্রাঞ্চাইজি কে। এই ফ্রাঞ্চাইজির অংশ হতে পেরে ভীষণ গর্বিত আমি।”

আরও পড়ুনঃ Ranji Trophy : ব্যাটে বলে দুরন্ত পারফরম্যান্সে হায়দ্রাবাদ’কে হেলায় হারাল মুম্বাই

সাক্ষাৎকারে আরসিবি সতীর্থ কোহলি এবং এবি ডি ভিলিয়ার্সের সাথে তার সম্পর্কের ব‍্যাপারেও কথা বলেছিলেন গেইল, তার বক্তব্য,

“শুধু কোহলি এবং ডি ভিলিয়ার্স নয়, আরসিবি তে খেলাকালীণ সবার সাথে বেশ ভালো কিছু মুহূর্ত কাটিয়েছি আমি। আরসিবিতে খেলাকালীণ সরফরাজ খান, মনদীপ সিং এবং কে এল রাহুলের সাথে দেখা হয়েছিল আমার।ওরা সবাই অসাধারণ, এবং অবশ্যই কোহলি এবং ডি ভিলিয়ার্সের সাথে ড্রেসিংরুম শেয়ার করাটা অত্যন্ত দারুণ একটা ব‍্যাপার। আমরা একে অপরের থেকে অনেক কিছু শিখেছি।”

২০২০ সালের পর আইপিএল কে বিদায় জানিয়েছেন ডি ভিলিয়ার্স। কোহলি এখনও এই দলের গুরুত্বপূর্ণ সদস্য। তবে ২০২২ সালে অধিনায়কত্ব ছেড়েছিলেন তিনি। বর্তমানে আরসিবি কে নেতৃত্ব দিচ্ছেন ফাফ দু প্লেসিস।

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : টেস্ট দল থেকে কোহলিকে বাদ দেওয়ার দাবিতে সরব নেটিজেন‍রা