
IPL 2023 – আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ফ্রাঞ্চাইজির একটি চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে মোট চার বার আইপিএল ট্রফি জিতেছে তারা। যা টুর্নামেন্টের ইতিহাসে কোনও দলের জেতা দ্বিতীয় সর্বাধিক আইপিএল ট্রফি।
একদিকে যেমন সাফলতার ঝলকে ঝকঝকে সিএসকে। তেমনই বেশ কয়েকবার বিতর্কের মাঝেও জড়িয়েছে এই দক্ষিণের আইপিএল ফ্রাঞ্চাইজি। এবার ফ্রাঞ্চাইজি অন্দরমহল সম্পর্কে বিতর্কিত কিছু মন্তব্য করে বসলেন ধোনির দলের প্রাক্তন উইকেট কিপার – ব্যাটার নারায়ণ জগদীশন। (IPL 2023)
২০১৮ সালে চেন্নাই সুপার কিংস নারায়ণ জগদীশনকে প্রথম বারের মতো দলে নেয়। ২০২০ সালে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর ২০২১ সালের নিলামে ফের দলে নেওয়া হয় তাকে। বিক্ষিপ্তভাবে হলেও এই এতো গুলো বছর সংশ্লিষ্ট ফ্রাঞ্চাইজিতে থাকলেও মাত্র সাতটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন জগদীশন। (IPL 2023)
A new beginning 💜💛#AmiKKR #GalaxyOfKnights #IPLAuction #TATAIPLAuction pic.twitter.com/cpJOceNG6f
— KolkataKnightRiders (@KKRiders) December 23, 2022
সদ্য ‘The Indian Express’ কে দেওয়া একটি সাক্ষাৎকারে জগদীশন জানিয়েছেন ২০২২ এর আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা কালীণ কেমন ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলেন তিনি। (IPL 2023)
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : শর্টবলের বিরুদ্ধে খেলতে কোনও সমস্যা হয়না তার, দাবী শ্রেয়স আইয়ারের
“একটা সময় মানসিক ভাবে প্রবলভাবে ভেঙে পড়েছিলাম আমি। একটা সময় মনে হয়েছিলো ব্যাগপত্র গুছিয়ে বাড়ি ফিরে যাই। ওই সময় একটা বিষয় শুধু অনুপ্রেরণা দিয়েছিলো সেটা ভালো কিছু করার জন্যে পরিশ্রম করে যাওয়া, যাতে আমি একটা ম্যাচে খেলার সুযোগ পাই। যখন খেলার সুযোগ পেতাম না, তখন আমার মনে হয়েছিলো এটাই নিজেকে মানসিক ভাবে চাগিয়ে তোলার সময়। মানসিক বিচ্যুতির কোনও জায়গা নেই এক্ষেত্রে। যখন কিছুই পরিকল্পনা মাফিক, অথবা মনের মতো হচ্ছেনা, তখন আরও বেশি পরিমাণে পরিশ্রম করা উচিত।
গত আইপিএল মরসুম এবং তার আগের বার দুবাইতে আয়োজিত আইপিএল শুরুর আগে নিজেকে বুঝিয়েছিলাম। খেলার সুযোগ নাই পেতে পারি, কিন্তু তাই বলে জিম সেশন, প্রাক্টিস সেশনে কোনও রকম ফাঁকি দেবোনা। বাকীটা অন্যরা বিচার করুক।”
ইদানিং চেন্নাই সুপার কিংসে থাকাকালীন সঞ্চিত অভিজ্ঞতার ব্যাপারে মুখ খুলিছেলেন আয়ারল্যান্ডের পেসার জোসুহা লিটল, ২০২২ সালের আইপিএল শুরুর আগে তিনি সিএসকের নেট বোলার হিসেবে যোগ দিয়েছিলেন, কিন্তু সপ্তাহ দুয়েকের মধ্যে শিবির ছেড়ে যান।
আইপিএল ২০২৩ এর মিনি নিলাম কলকাতা নাইট রাইডার্স ৯০ লাখ টাকা দিয়ে দলে তুলে নিয়েছে নারায়ণ জগদীশনকে। তাকে ধারাবাহিক ভাবে কেকেআরের হয়ে খেলতে দেখার সম্ভাবনা প্রবল এখন।
আরও পড়ুনঃ Lanka Premier League 2022 : লঙ্কা প্রিমিয়ার লিগ জেতার হ্যাটট্রিক করলেন জাফনা কিংস