IPL 2023 – আগামী ৩১ শে মার্চ থেকে শুরু হতে চলেছে ১৬ তম আইপিএল। তার আগে থেকেই আইপিএল জ্বরে কাঁপতে শুরু করেছে গোটা ভারত। আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ দল রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এই দলে রয়েছেন বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসির মতো হেভিওয়েট ক্রিকেটার।
গত রবিবার তাদের ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে ২০ হাজারেরও বেশি সমর্থকদের উপস্থিতিতে এই ফ্রাঞ্চাইজি সামনে আনলো তাদের নতুন জার্সি। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল আরসিবি আনবক্স। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও বর্তমান অধিনায়ক ফাফ ডু প্লেসি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিস গেইল এবং এবি ডি’ভিলিয়ার্স। সঙ্গে উপস্থিত সমর্থকদের ভিড় ও উন্মাদনা ছিল চোখে পড়ার মত। (IPL 2023)
ট্রফি জয়ের স্বপ্নকে সঙ্গী করে নতুন উদ্যমে নামতে চলেছে আরসিবি। জার্সি উন্মোচনে এসে অধিনায়ক ডু প্লেসি বলেন,
“৩ বছর পর স্টেডিয়ামে সমর্থকদের স্বাগত জানাতে আমি বেশ উত্তেজিত। আরসিবি আনবক্সের অনুষ্ঠানে ভক্তদের সামনে অনুশীলন করার মতো একটি আনন্দদায়ক অভিজ্ঞতা হল। এবি এবং ক্রিসকে আজকের বিশেষ দিনের জন্য স্বাগত জানানোও অসাধারণ একটা ব্যাপার। আলাদা এক শক্তি অনুভব করতে পেরে ভালো লাগছে।”
নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠানে হল অফ ফেম দেওয়া হয় প্রাক্তন ক্রিকেটাক ক্রিস গেইল এবং এবিডিকে। ব্যাঙ্গালোরের হল অফ ফেমে জায়গা করে নেন তারা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্মানের চিহ্ন হিসাবে গেইলের ৩৩৩ এবং এবিডি’র ১৭ নম্বর জার্সিকে আর ব্যবহার করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এমনটাই জানানো হয়েছে। মূল অনুষ্ঠান শেষে গায়ক সোনু নিগম এবং জেসন ডারুলো সঙ্গীত পরিবেশন করেন। (IPL 2023)
We are thrilled to announce and unveil a long term association with @qatarairways as the main principal partner of RCB. 🤝
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 26, 2023
Fasten your seatbelts for an unforgettable journey!#PlayBold #ನಮ್ಮRCB #RCBxQatarAirways pic.twitter.com/r1qzYLcZ4M
আরও পড়ুনঃ Team India : বিরাট বা রোহিত নন, ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড়’কে চেনালেন দীনেশ কার্তিক
A night to remember for all RCB fans! 🫶
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 26, 2023
From game changers to history makers, we paid tribute to our Hall of Famers🎖️in style during #RCBUnbox presented by Walkers and Co! 🙌#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 | @ABdeVilliers17 @henrygayle pic.twitter.com/3nIRboFtdg
গেইল, আরসিবির হয়ে ৮৪ টি ম্যাচ খেলেছেন। ৪৪ গড়ে ৩ হাজার ১৬৩ রান করেছেন। গেইল বলেন,
“প্রথমত, আমাকে হল অফ ফেমে অন্তর্ভুক্ত করার জন্য আরসিবিকে অনেক ধন্যবাদ। চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির হয়ে খেলার সময়ের অনেক মজার স্মৃতি আমার আছে। দল সতীর্থরা এবং সর্বোপরি ভক্তদের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে পেরে খুব আনন্দ হচ্ছে। আরসিবি, আরসিবি স্লোগান সবসময় আমার সঙ্গে থাকবে।”
অন্যদিকে এবি ডি’ভিলিয়ার্স আরসিবির হয়ে ১৪৪ টি ম্যাচ খেলে প্রায় ৪৪৯১ রান সংগ্রহ করেছেন। তিনিও আরসিবির থেকে এই সম্মান পেয়ে বলেন, (IPL 2023)
“আমাকে হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা সত্যি আমার কাছে গর্বের বিষয়। এটা আমার হৃদয়ে একটি বিশেষ স্থান পেয়েছে। আমি চিন্নাস্বামী স্টেডিয়ামের পরিবেশ মিস করছি। আরসিবি আনবক্সের সময় আরও একবার সেই সব অভিজ্ঞতা পাওয়া আমার জন্য রোমাঞ্চকর একটা অনুভূতি।”
আরও পড়ুনঃ IPL 2023 : ধোনির শেষ আইপিএলে চেন্নাইয়ের ‘এক্স-ফ্যাক্টর’ হতে পারেন স্টোকস, এমনটাই মত ম্যাথু হেডেনের