IPL 2023 : প্র্যাকটিস ম্যাচেই ধোনিকে দেখতে ভিড় উপচে পড়লো চিপক স্টেডিয়ামে, দেখুন সেই ভিডিয়ো

0
20
IPL 2023 : Entire Chepauk Roars As MS Dhoni Comes Out To Bat Ahead Of CSK's IPL 2023 Opener (Watch)
IPL 2023 : Entire Chepauk Roars As MS Dhoni Comes Out To Bat Ahead Of CSK's IPL 2023 Opener (Watch)

IPL 2023 – ভারতের হয়ে খেলা ছেড়েছেন দীর্ঘ দিন হয়ে গেল। তবুও মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয়তায় যেন এতটুকুও ভাটা পড়েনি। আসন্ন আইপিএলে নামার আগে কঠোর অনুশীলনে মগ্ন তিনি। আর তাকে নিয়ে মগ্ন রয়েছেন তার সমর্থকেরাও।

সম্প্রতি তার অনুশীলন, জিম সেশন দেখতে যে উৎসাহ, উদ্দীপনা চোখে পড়ল দর্শকদের মধ্যে, তা এক কথায় অবর্ণনীয়। চেন্নাই সুপার কিংসের তরফে তাদের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে ধোনিকে নিয়ে। যেখানে দেখা যাচ্ছে, সিএসকের হোম গ্রাউন্ড চিপকে যখন অনুশীলনে ব্যাট হাতে নামছেন মাহি, তখন গোটা স্টেডিয়াম জুড়ে শুধু ‘ধোনি ধোনি’ কলরব। (IPL 2023)

ভিডিয়োতে দেখা গিয়েছে, সিএসকের অনুশীলন কিট পড়ে ব্যাট হাতে মাঠে নামছেন ধোনি। তিনি বাউন্ডারি লাইনের কাছে আসতেই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে ওঠে। উঠতে থাকে ‘ধোনি-ধোনি’ স্লোগান। তিনি মাঠে নেমে ব্যাটিং অনুশীলন শুরুর আগে পর্যন্ত ধারাবাহিক ভাবে চলতে থাকে সেই কলরব।

প্রসঙ্গত, সেদিন ধোনির জিম করারও একটি ভিডিয়ো সামনে আসে। যেখানে প্রিয় তারকাকে দেখার জন্য দর্শকদের যেন হুড়োহুড়ি পরে যায়। তাদের এই প্রিয় তারকা কী করছেন, তার ছবি তোলা থেকে ভিডিয়ো নেওয়া সব কিছুকেই ক্যামেরার ফ্রেমবন্দি করতে উদ্যোগী হন ভক্তরা। (IPL 2023)

আরও পড়ুনঃ IPL 2023 : নাইট’দের কপালে চিন্তার ভাঁজ ফেলে শাকিব-লিটন’কে নিয়ে বড় সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আইপিএলের ১৬ তম সংস্করণে সিএসকেকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৮ সালে প্রথম আইপিএল শুরু হওয়া থেকে দলকে টানা নেতৃত্ব দিয়েছেন তিনি। যদিও গত বছর গোড়ার দিকে দলের অধিনায়কত্ব করেছিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তবে শেষ দিকে অধিনায়ক হিসেবে জাদেজার খারাপ পারফরম্যান্সের কারণে তাকে সরিয়ে ফের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় মহেন্দ্র সিং ধোনিকে। (IPL 2023)

প্রথম আইপিএলের নিলামে সব থেকে দামি ক্রিকেটার ছিলেন ধোনি। তার অধিনায়কত্বে চার বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। পাঁচ বার ট্রফি জেতা মুম্বাইয়ের ঠিক পিছনেই রয়েছে সিএসকে। (IPL 2023)

২০২৩’এর আইপিএল মরশুমে খেলার কথা ধোনি আগেই জানিয়েছিলেন। এই মরশুমে তার ব্যক্তিগত এবং দলগত পারফরম্যান্সের উপর অনেকটাই নির্ভর করছে, সামনের মরশুমে ফের একবার আইপিএলে খেলছেন কিনা ধোনি। আইপিএলে চিপকে সিএসকে তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস দলের।

আরও পড়ুনঃ IPL 2023 : নিজের কেরিয়ারের শেষ আইপিএল মরশুমে কেমন পারফর্ম করবেন ধোনি ? জানালেন প্রাক্তন ভারত তারকা