২০২৩ আইপিএলে (IPL 2023) খেলবেন না ইংল্যান্ডের উইকেট কিপার – ব্যাটার স্যাম বিলিংস। সোমবার সেই কথা ট্যুইট করে জানিয়েছেন তিনি। জানিয়েছেন কেন্টের হয়ে কাউন্টি ক্রিকেটে মনোনিবেশ করতে চান তিনি।
এবারের আইপিএলের (IPL 2023) মেগানিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিয়েছিলো। নাইটদের হয়ে ৮ ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন স্যাম। সেখানে ২৪.১৪ গড়ে ১৬৯ রান করেন তিনি। সর্বোচ্চ ৩৬।
ট্যুইটে স্যাম বিলিংস লিখেছেন,
“একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি আমি। আগামী বছর আইপিএলে খেলবো না ঠিক করেছি। এখন ক্রিকেটের বড়ো ফর্ম্যাটে মনোনিবেশ করতে চাই। তাই ইংলিশ ক্রিকেট মরশুমে কেন্টের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছি।”
এরপর আরেকটি ট্যুইটে কলকাতা নাইট রাইডার্স’কে ধন্যবাদ জানান বিলিংস, তিনি লেখেন,
“আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ কলকাতা নাইট রাইডার্স’কে। দলের হয়ে খেলা প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি আমি। কেকেআর দারুণ একটা ফ্রাঞ্চাইজি, সেখানকার সকল মানুষরা অসাধারণ। আশা করি ভবিষ্যতে ফের দেখা হবে।”(IPL 2023)
Thank you so much for the opportunity @kkriders ! Loved every minute of it. An amazing franchise with some brilliant people.
— Sam Billings (@sambillings) November 14, 2022
Hopefully see you again in the future 💜 pic.twitter.com/hxVVXfRqEE
গোটা আইপিএল (IPL 2023) কেরিয়ারে ৩০ টা ম্যাচ খেলেছেন স্যাম বিলিংস। সেখানে ১৯.৩৫ গড়ে করেছেন ৫০৩ রান। সর্বোচ্চ ৫৬।
ডান হাতি এই ব্যাটার – Delhi Daredevils, Chennai Super Kings, Delhi Capitals এবং Kolkata Knight Riders – এর হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
বেন স্টোকসের ইংল্যান্ডের টেস্ট দলে এখন সুযোগ হয়না বিলিংসের। ইংল্যান্ডের টেস্ট দলের প্রথম উইকেট কিপার বেন ফোকসের ব্যাক আপ হিসেবে নেওয়া হয় তাকে।
প্রসঙ্গত আগামী টেস্ট খেলবে ইংল্যান্ড পাকিস্তান সফরে। বাবরদের দেশে ৩ টে টেস্ট ম্যাচ খেলবে স্টোকসরা। সেই তিন টেস্ট ম্যাচ ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ’ এর অংশ।
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : ওয়েলিংটনে গা ঘামানো শুরু করেছে পন্ত’রা, মঙ্গলবার থেকে পুরোদমে অনুশীলন শুরু ভারতের