IPL 2023 : কোচ নয়, বরং দলের খেলোয়াড়দের থেকে পলি ডাক শুনতে চান কায়রন পোলার্ড

0
17
IPL 2023 :
IPL 2023 : "Don’t call me coach, call me Polly" - Kieron Pollard begins his stint as MI's batting coach ahead of IPL 2023

IPL 2023 – ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কায়রন পোলার্ড মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে তার নতুন ইনিংস শুরু করেছেন। তিনি এবার এই দলের ব্যাটিং কোচের ভূমিকা পালন করবেন। আইপিএল ২০২৩ এর আগে দলের প্রথম অনুশীলন সেশনে অংশ নিয়েছিলেন তিনি।

পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের জন্য পোলার্ড সবসময়ই নেতা ছিলেন এবং খেলোয়াড়রা সবসময় তার কাছে পরামর্শের জন্য যেতেন। এবার তিনি এখন একজন পূর্ণাঙ্গ ব্যাটিং কোচের ভূমিকা পালন করবেন। তরুণরা, যারা পোলার্ডের সাফল্যের প্রতিলিপি করতে চান, তারা এবার পোলার্ডের সঙ্গে আরও সময় কাটাতে চাইছেন এবং মূল্যবান পাঠ নিতে চান। (IPL 2023)

প্রথম মরশুম শেষ হওয়ার পর পোলার্ড বলেছিলেন, (IPL 2023)

“মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এবং মুম্বইয়ের মানুষের প্রতিনিধিত্ব করার অনুভূতি বর্ণনা করার জন্য শব্দ কম পড়ে। তারা আমার জন্য অনেক কিছু করেছে এবং একজন খেলোয়াড় হিসেবে আমিও তাদের জন্য অনেক কিছু করেছি। এই অ্যাসোসিয়েশনটি ক্রিকেট ম্যাচের চেয়ে বেশি। আমার জন্য কিছুই পরিবর্তন হয়নি, আমি খেলোয়াড়দের চারপাশে একই ব্যক্তি থাকব।”

এদিকে দলের সঙ্গে পোলার্ডের উপস্থিতির প্রভাব তুলে ধরেন মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ খেলোয়াড়রা। মুম্বই ইন্ডিয়ান্সের তারকা তিলক বর্মা একটি মিডিয়া রিলিজে বলেছেন,

“আমি গত বছর তার সঙ্গে ড্রেসিং রুম ভাগ করেছিলাম। তিনি এখন আমাদের ব্যাটিং কোচ যা নিয়ে আমি খুব উত্তেজিত।”

গত মরশুমে পোলার্ডের সঙ্গে অনেক ম্যাচ খেলা ডিওয়াল্ড ব্রুইস বলেছেন, (IPL 2023)

“আজ যখন আমি নেটের জন্য আসি, তখন পাওলি আমার পিছনে দাঁড়িয়ে ছিলেন। আমার প্রথম বছরে যখন আমি এখানে নেট সেশনে এসেছি, আমি তাঁর সঙ্গে ব্যাট করেছি।”

অলরাউন্ডার রমনদীপ সিং, যিনি মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে তার দ্বিতীয় মরশুম খেলতে চলেছেন তিনি বলেন,

“যখনই আমি সমস্যায় পড়ি, তিনি আমাকে গাইড করতে সর্বদা ছিলেন।”

আরও পড়ুনঃ WPL 2023 : উন্মাদনা তুঙ্গে সকল ক্রিকেটপ্রেমীদের, মুহূর্তের মধ্যে শেষ উইমেন্স প্রিমিয়র লিগ ফাইনালের সব টিকিট

কুমার কার্তিকেয় বলেন,

“গত বছর ছিল মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আমার প্রথম বছর। এত বড় খেলোয়াড় হওয়া সত্ত্বেও তিনি আমার সঙ্গে কথা বলতে দ্বিধা করেননি। এ বছর তার ভূমিকা বদলেছে কিন্তু আমাদের সম্পর্ক একই থাকবে।”

মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলে তাদের প্রথম ম্যাচ ২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে। (IPL 2023)

কায়রন পোলার্ড আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2023) ২০২৩-এ মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ব্যাটিং কোচ হিসাবে তার নতুন ইনিংস শুরু করবেন। তার খেলোয়াড়দের জন্য একটি উপদেশ তিনি দিয়েছেন। তিনি সকলকে বলেছেন যেন সকলে তাঁকে ‘কোচ’ না বলেন। মুম্বই ইন্ডিয়ান্সের ইউটিউব চ্যানেলে পোলার্ড বলেছেন,

“আমি তাদের বলেছি আমাকে কোচ বলে যেন তারা না ডাকেন, আমাকে পলি বলে ডাকতে বলেছি।”

আরও পড়ুনঃ Team India : আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতের দল তৈরি, এমনটাই জানালেন কোচ রাহুল দ্রাবিড়