
IPL 2023 – গত মরশুমে গুজরাট টাইটান্সের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড়সড় ভূমিকা ছিল শুভমন গিলের। তিনি ১৬ ম্যাচে মাঠে নেমে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮৩ রান সংগ্রহ করেছিলেন। গুজরাটের ক্রিকেটারদের মধ্যে তার থেকে বেশি রান করেন কেবল ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (৪৮৭)।
গিল টুর্নামেন্টে সব থেকে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় পাঁচ নম্বরে থেকে অভিযান শেষ করেন।
চলতি মরশুমেও (IPL 2023) সাফল্য পেতে গিলের ব্যাটে তাকিয়ে গুজরাট শিবির। কেননা, বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে যেরকম ধ্বংসাত্মক ফর্মে ব্যাট করেন গিল, তারপরে আইপিএলে তার ঝড় তোলা কেবল সময়ের অপেক্ষা বলে মন করছেন সমর্থকরা।
অনুরাগীদের এমন প্রত্যাশার মাঝেই গুজরাট টাইটান্সের ডিরেক্টর অফ ক্রিকেট বিক্রম সোলাঙ্কি গিলকে নিয়ে বড়সড় মন্তব্য করেন। অদূর ভবষ্যতে শুভমন গিলকে গুজরাটের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে বলে দাবি তার। আসলে সোলাঙ্কি মনে করেন যে, দুর্দান্ত প্রতিভার পাশাপাশি গিল অত্যন্ত ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের অধিকারি। (IPL 2023)
নতুন মরশুমের আগে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে সোলাঙ্কি গিলকে নিয়ে বলেন,
“নেতৃত্ব দেওয়ার সহজাত গুন রয়েছে গিলের মধ্যে। নিজের কাছে ও সর্বদা নেতা। গতবছর নেতৃত্বস্থানীয় ভূমিকায় নিজেকে মানিয়ে নিয়েছে ও। আমার দৃঢ় বিশ্বাস, ভবিষ্যতে ও ক্যাপ্টেন্সি করতে পারে। কেননা দুরন্ত প্রতিভার পাশাপাশি ওর ক্রিকেট মস্তিষ্কও ক্ষুরধার।”
আরও পড়ুনঃ IPL 2023 : পন্তের অভাব পূরণ করতে বিশেষ পন্থা অবলম্বন করবে দিল্লি ক্যাপিটালস, জানালেন কোচ পন্টিং
প্রসঙ্গত, শুভমন গিল ইতিমধ্যেই তিন ফরম্যাটে জাতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিন ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটেই শতরান করার কৃতিত্বও অর্জন করেছেন তিনি। সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার নজিরও গড়েছেন গিল। আত্মবিশ্বাসে ভরপুর হয়েই আইপিএলের আঙিনায় পা দিয়েছেন। (IPL 2023)
গিল ভারতের হয়ে এখনও পর্যন্ত ১৫ টি টেস্ট, ২৪ টি ওয়ানডে এবং ৬ টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ৮৯০, ওয়ানডে ক্রিকেটে ১৩১১ ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২০২ রান সংগ্রহ করেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যেই ৭ টি সেঞ্চুরি রয়েছে শুভমনের ঝুলিতে।
ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ১০১ টি টি-২০ ম্যাচে মাঠে নেমে গিল ২৭৭৯ রান সংগ্রহ করেছেন। ২ টি সেঞ্চুরি ও ১৭ টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্সের হয়ে এখনও পর্যন্ত মোট ৭৪ টি আইপিএল (IPL 2023) ম্যাচে মাঠে নেমেছেন শুভমন। তার সংগ্রহে রয়েছে সাকুল্যে ১৯০০ রান। এখনও পর্যন্ত আইপিএলে ১৪ টি হাফ-সেঞ্চুরি করেছেন গিল।