
IPL 2023 – বর্তমানে ঋষভ পন্তের যা শারীরিক অবস্থা, তাতে তার আইপিএল ২০২৩ এ অংশগ্রহণ করাটা একপ্রকার অসম্ভব বলা চলে। এরকম একটা সময় বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিতে পারেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ সিনিয়র ব্যাটার ডেভিড ওয়ার্নার। তারকা ভারতীয় উইকেট কিপার – ব্যাটারের অবর্তমানে এই অভিজ্ঞ সিনিয়র অস্ট্রেলিয়ার উপর আস্থা রাখছেন টিম ম্যানেজমেন্ট।
গতবছর ৩০ শে ডিসেম্বর একটি পথ দূর্ঘটনায় মারাত্মক জখম হয়েছিলেন ঋষভ পন্ত। শরীরের একাধিক জায়গায় গুরুতর চোট পেয়েছেন তিনি। পরিস্থিতি এখন এমন’ই যে পন্ত ২০২৩ এর আইপিএল মিস করতে চলেছেন, এমনটাই মনে করছেন সবাই। (IPL 2023)
দিল্লি ক্যাপিটালসকে আইপিএলে নেতৃত্ব দেওয়ার বিষয়ে অসি ব্যাটার ডেভিড ওয়ার্নারের সাথে কথাবার্তা চালাবে টিম ম্যানেজমেন্ট। পন্তের অবর্তমানে সরফরাজ খান সামাল দিতে পারেন, সরফরাজ খান। (IPL 2023)
Sarfaraz Khan likely to be the wicketkeeper of Delhi Capitals in IPL 2023. (Reported by TOI).
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 5, 2023
আরও পড়ুনঃ Steve Smith : বছরের শুরুতে ব্রাডম্যানের রেকর্ড ভাঙলেন স্মিথ
TOI কে দিল্লি ক্যাপিটালসের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন,
“ডেভিড ওয়ার্নারের আইপিএলের দলকে নেতৃত্ব দেওয়ার অনভিজ্ঞতা আছে। এবিষয় টিম ম্যানেজমেন্ট কথা বলবে ওয়ার্নারের সাথে। এবার মিডল অর্ডারে প্রভাবশালী ব্যাটারদের প্রয়োজন। প্রয়োজন হলে সরফরাজ খান কে উইকেট কিপিং করার জন্যে বলা হবে। এছাড়া ঘরোয়া ক্রিকেটের খুব পোক্ত উইকেট কিপার অথবা ব্যাটারের প্রয়োজন।”
২০২১ সালের আইপিএলের আগে ঋষভ পন্তকে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক করা হয়। তার নেতৃত্বে লিগ পর্যায়ে টেবিল টপার হয়েছিল দিল্লি ক্যাপিটালস। তবে কোয়ালিফায়ার টু’তে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে বিদায় নেয়। ২০২২ সালের আইপিএল সাতটি ম্যাচ জিতেছিলো, এবং সাতটি হেরেছিলো দিল্লি, লিগ টেবিলের পঞ্চম স্থানে শেষ করেছিলো দিল্লি ক্যাপিটালস।
আরও পড়ুনঃ Cristiano Ronaldo : শুধুমাত্র রোনাল্ডোর খবর দিতে হবে বলে লোক নিয়োগ করছে সৌদি আরবের সংবাদ সংস্থা