২০২৩ সালের (IPL 2023) শুরু’তেই ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার জোফ্রা আর্চারের প্রতিযোগিতা মূলক ক্রিকেটার প্রত্যাবর্তন করার সম্ভাবনা জোড়ালো হয়ে উঠেছে। খুব দ্রুত চোট সারিয়ে উঠছেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহিতে ইংল্যান্ডের লায়ন্স দলের সাথে আছেন চোট সারানোর জন্যে।
২০২১ সালের জুলাই মাসে সাসেক্সের হয়ে শেষ প্রতিযোগীতা মূলক ক্রিকেট খেলেছিলেন আর্চার। এরপর তার একাধিকবার কনুইতে চোটের অস্ত্রোপচার করানোর প্রয়োজন হয়েছিল। (IPL 2023)
পরবর্তী সময়ে তার সুস্থ হয়ে ওঠার পথে অন্যতম অন্তরায় হয়ে দাড়ায় পিঠের স্ট্রেস ফ্রাকচার হওয়ায়। Cricbuzz কে ইংল্যান্ড এবং ওয়েলস বোর্ডের একজন মুখপাত্র জানিয়েছেন,
“এই মুহূর্তে ইংল্যান্ড লায়ন্স দলের সাথে চোট সারানোর কাজে লেগে আছেন আর্চার। দুর্দান্ত ভাবে সেরে উঠছেন আর্চার। দেখে যা মনে হচ্ছে তাতে ২০২৩ সালের শুরু থেকে তার কম্পিটিটিভ ক্রিকেটে ফিরতে সমস্যা হওয়ার কথা নয়।”
এই মুহূর্তে মধ্য প্রাচ্যের দেশে রয়েছে ইংল্যান্ড লায়ন্স দল এবং ইংল্যান্ডের সিনিয়র দলের বেশ কিছু সদস্যরা যারা পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার সুযোগ পেয়েছেন। সেখানে জোর কদমে প্রস্তুতি চালাচ্ছেন তারা।
কোচ জন লুইসের তত্বাবধানে জোফ্রা আর্চার প্রস্তুতি চালাচ্ছে। এছাড়া তার উপর নজর রাখছেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জিমি অ্যান্ডেরসন, যিনি এবছর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এবছর সেপ্টেম্বর মাসে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। (IPL 2023)
#JofraArcher has already started bowling and is set to be fully ready by March next year, when the #IPL is slated to kick off.@vijaymirror ✍️https://t.co/NE6ufkF71b
— Cricbuzz (@cricbuzz) November 18, 2022
Well played boys ! Amazing campaign , congrats to all involved ! Well played Pakistan
— Jofra Archer (@JofraArcher) November 13, 2022
আট কোটি টাকার বিনিময়ে আইপিএলের মেগা নিলাম থেকে জোফ্রা আর্চার’কে দলে নিয়েছিলো পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ান মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু চোটের জন্যে ২০২২ সালের আইপিএলে খেলা হয়নি তার। তবুও ২০২৩ সালের মিনি আইপিএলের নিলামের আগে তাকে ধরে রেখেছে এম আই।
আর্চারের মতো বর্তমানে চোট সারিয়ে ওঠার কাজে লেগে আছেন মুম্বই ইন্ডিয়ান্সের আরেক তারকা ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। আর্চার-বুমরাহ জুঁটি আগামী বছর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে পেস আক্রমণের নিঃসন্দেহে সবচেয়ে বড়ো দুই অস্ত্র হতে চলেছে। চোট সারিয়ে তারা পূর্ণ উদ্যমে বোলিং করা শুরু করলে রাতের ঘুম কাড়বে এই জুঁটি বিপক্ষের ব্যাটারদের। ২০২৩ সালের আইপিএল ফের হোম – অ্যাওয়ে ফর্ম্যাটে খেলানো হবে, এরফলে মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে আর্চার দারুণ ফায়দা তুলে নিতে পারে।
মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া আর্চারের উপর নজর রাখছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। ভারতে আগামী বছর ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতে, আর্চার কে সেই দলে চাইছে ইসিবি।
আরও পড়ুনঃ T20 World Cup 2022 : চাহালের একটিও টি ২০ বিশ্বকাপের ম্যাচে না খেলার কারণ বললেন দীনেশ কার্তিক