IPL 2023 : সিএসকে’র হয়ে ব্যাটিং করতে নামলেও বল হাতে এখনই আগুন ঝরাতে দেখা যাবেনা স্টোকস’কে 

0
16
IPL 2023 : Big blow for CSK! Ben Stokes not fit to bowl at start of IPL 2023, confirms batting coach
IPL 2023 : Big blow for CSK! Ben Stokes not fit to bowl at start of IPL 2023, confirms batting coach

IPL 2023 – ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। বেন স্টোকসের জন্য ১৬.২৫ কোটি টাকা খরচ করার পরে চাপের মুখে চেন্নাই সুপার কিং। টুর্নামেন্টের শুরু থেকেই মাঠে নামলেও স্টোকসের বল করা নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। চেন্নাই সুপার কিংস অর্থাৎ CSK বেন স্টোকসের সম্পূর্ণ সার্ভিস পাওয়ার জন্য তাঁর উপর ১৬.২৫ কোটি টাকা খরচ করেছে।

তবে টুর্নামেন্ট শুরুর আগেই একটি ধাক্কা খেয়েছে স্টোকসের দল। যদিও বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই দলের হয়ে ম্যাচ খেলবেন স্টোকস, কারণ তাকে বল করতে দেখা যাবে না বলেই খবর পাওয়া যাচ্ছে। (IPL 2023)

ক্রিকইনফো-এর প্রতিবেদনে বলা হয়েছে, বেন স্টোকসের বাম হাঁটুতে চোট সারাতে কর্টিসোন ইনজেকশন দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে তাকে বল করত দেওয়া যাবে না। চেন্নাই সুপার কিংসের নিলামের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে উঠেছেন বেন স্টোকস। নিজের দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। (IPL 2023)

সূত্রের খবর, তাকে প্রথম ম্যাচ থেকেই দলের হয়ে খেলতে দেখা যাবে। আইপিএল ২০২৩ এর উদ্বোধনী ম্যাচটি চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচ হবে যখন তারা ৩১ মার্চ আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট জায়ান্টসের সঙ্গে মুখোমুখি হবে। তিনি কয়েক বছর ধরে তার বাম হাঁটুতে বারবার আঘাতের সঙ্গে লড়াই করছেন। তবে গত মাসে ইংল্যান্ডের নিউজিল্যান্ড সফরের সময় এটি আরও বেড়ে ওঠে। দুই টেস্টে মাত্র নয় ওভার বল করেন তিনি। (IPL 2023)

আরও পড়ুনঃ IPL 2023 : চূড়ান্ত হল আসন্ন আইপিএল ২০২৩-এর মরশুমে ১০ দলের দশ নেতার নাম, জানুন বিস্তারিত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচের শেষ দিনে ব্যাট করতে গিয়ে সমস্যায় পড়েন বেন স্টোকস। তিনিও সফরের পর স্বীকার করেছেন যে এই চোট খুবই হতাশাজনক। যাইহোক, তিনি এও স্বীকার করেছেন যে তিনি আইপিএল খেলবেন এবং ১৬ জুন থেকে শুরু হওয়া অ্যাশেজ সিরিজের আগে পুরোপুরি ফিট হওয়ার জন্য চেষ্টা করবেন। (IPL 2023)

চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি ক্রিকইনফো এবং পিএ নিউজকে বলেছেন,

“আমার বোধগম্য হল যে সে শুরু থেকেই ব্যাটসম্যান হিসেবে খেলতে প্রস্তুত। বোলিং-এর বিষয়ে অপেক্ষা করতে হবে। কারণ এটি দেখার বিষয় হতে পারে। আমি জানি সে গতকাল (রবিবার) কিছুটা বোলিং করেছে। প্রথমবারের মতো তার হাঁটুতে ইনজেকশন দেওয়া হয়েছিল। চেন্নাই এবং ইসিবি ফিজিও একসঙ্গে কাজ করছে।”

আরও পড়ুনঃ IPL 2023 : শাকিব-রাসেল’দের বাদ দিয়ে রানা’কে কেনো অধিনায়ক করা হল ? অবশেষে এই নিয়ে মুখ খুললেন কেকেআর হেড কোচ