IPL 2023 : ধোনির শেষ আইপিএলে চেন্নাইয়ের ‘এক্স-ফ্যাক্টর’ হতে পারেন স্টোকস, এমনটাই মত ম্যাথু হেডেনের

0
21
IPL 2023 : 'Ben Stokes Has Got a Big Chance to be the X-factor in IPL 2023 For Chennai Super Kings' - Matthew Hayden
IPL 2023 : 'Ben Stokes Has Got a Big Chance to be the X-factor in IPL 2023 For Chennai Super Kings' - Matthew Hayden

IPL 2023 – এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। তার নেতৃত্বে বদলে গিয়েছে লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের পারফরম্যান্স। তবে ক্রিকেটার হিসেবে বা অলরাউন্ডার হিসেবে নাকি নিজের ক্ষমতাটাই এখনও বোঝেননি বেন স্টোকস। এমনটাই দাবি করেছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেন।

হেডেনের মতে আইপিএলে এখনও স্টোকস নিজের ক্ষমতা অনুযায়ী পারফরম্যান্সটাই করে উঠতে পারেনি। পাশাপাশি হেডেন জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আইপিএলে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন স্টোকস। (IPL 2023)

প্রসঙ্গত, ২০২৩ সালের নিলামে ১৬.২৫ কোটি টাকা খরচ করে বেন স্টোকসকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এখনও পর্যন্ত আইপিএলে ৪৩ টি ম্যাচ খেলেছেন স্টোকস। করেছেন ৯২০ রান। গড় ২৫.৫৬। (IPL 2023)

হেডেনের মতে ২০২৩ সালে চেন্নাইয়ের হয়ে যেমন এক্স ফ্যাক্টর হতে পারেন স্টোকস, তেমনই ইমপ্যাক্ট ক্রিকেটার হতে পারেন রবীন্দ্র জাদেজা‌। ২০১৭ সাল থেকে আইপিএলে খেলছেন স্টোকস। পারফরম্যান্সের বিচারে তার সেরা আইপিএল গিয়েছে ২০২০-র আইপিএল। এই মরশুমে আট ম্যাচে করেছিলেন ২৮০রান। ২০২২ সালের আইপিএলে অবশ্য না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন স্টোকস। (IPL 2023)

আরও পড়ুনঃ IPL 2023 : আইপিএল শুরুর আগে ভারতীয় বোলারদের নিয়ে কড়া বার্তা বিসিসিআই’এর, জানুন বিস্তারিত

স্টার স্পোর্টসে এক আলোচনায় তিনি জানিয়েছেন-

“সিএসকের এক্স ফ্যাক্টর হতে পারেন স্টোকস। আইপিএলে স্টোকস এখনও নিজের ক্ষমতা অনুযায়ী খেলতে পারেনি। স্টোকস এমন একজন ক্রিকেটার আমরা যার খেলা গোটা বিশ্ব জুড়ে দেখতে চাই। সিএসকের মতো দলে যেখানে ক্রিকেটটাই সবার আগে আসে সেখানে এই মরশুমে এক্স ফ্যাক্টর হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে স্টোকসের।

পাশাপাশি আমার নজর যে ক্রিকেটারের দিকে থাকবে সে হল রবীন্দ্র জাদেজা। বিশ্বমানের অলরাউন্ডারও। সিএসকের দলে বেশ কিছু বিশ্বমানের অলরাউন্ডার রয়েছেন‌। জাড্ডু যদি নিজের সেরাটা দিতে পারে তাহলে এই মরশুমে সিএসকের তুরুপের তাস হতে পারেও।”

আরও পড়ুনঃ WPL 2023 : ‘জানতাম শেষ পর্যন্ত আমি ক্রিজে টিকে গেলে, আমরা ম্যাচ জিতবো’ – ম্যাচের পর এমনটাই বললেন সিভার