
IPL 2023 Auction – ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশী দামী ক্রিকেটার হলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার স্যাম কারাণ। ১৮.৫ কোটি টাকার বিনিময়ে পঞ্জাব কিংস তাকে দলে নিয়েছে।
বিশ্বকাপ জয়ী এই ইংলিশ অলরাউন্ডারকে দলে নেওয়ার ব্যাপারে দড় কষাকষি জমে উঠেছিলো মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস এবং পঞ্জাব কিংসের মধ্যে।
এদিন আইপিএলের ইতিহাসে অন্যতম দামি ক্রিকেটার হলেন স্যাম কারাণ। এর আগে ১৬.২৫ কোটি টাকার বিনিময়ে রেকর্ড দখলে রেখেছিলেন ক্রিস মরিস। রাজস্থান রয়্যালসে খেলার সময় এই বিরাট পরিমাণ অর্থে বিক্রি হয়েছিলেন তিনি। ইংলিশ ক্রিকেটার হিসেবেও বর্তমান আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার কারাণ। এর আগে ১৪.২৫ কোটি টাকায়, বেন স্টোকস এই রেকর্ড দখলে রেখেছিলো। (IPL 2023 Auction)
আরও পড়ুনঃ IPL 2023 Auction : পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ান মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেন ক্যামেরুন গ্রিন
SAM-SATIONAL BUY! ❤️#SherSquad, run out of adjectives for Curran in the comments. 👇🥳#IPL2023 #SaddaPunjab #PunjabKings #SamCurran pic.twitter.com/oxJrE6AZwx
— Punjab Kings (@PunjabKingsIPL) December 23, 2022
ইংল্যান্ডের হয়ে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন স্যাম কারাণ। ১৩ উইকেট তুলে নিয়ে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন তিনি। নতুন বল হোক কিংবা ডেথ ওভারে বোলিং, সবক্ষেত্রেই সিদ্ধহস্ত কারাণ। চোট পাওয়ার কারণে গতবারের আইপিএলে খেলতে পারেননি ইংল্যান্ডের অলরাউন্ডার। (IPL 2023 Auction)
২০১৯ সালে পঞ্জাব কিংসে খেলেছিলেন স্যাম কারাণ। সেটাই ছিলো তার প্রথম বারের আইপিএল, ৯৫ রান করার পাশাপাশি এবং ১০ উইকেট নিয়েছিলেন তিনি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন তিনি।
আরও পড়ুনঃ IPL 2023 Auction : ৮.২৫ কোটি টাকার বিনিময়ে মায়াঙ্ক আগারওয়াল গেলেন সানরাইজার্স হায়দ্রাবাদে