ইতিমধ্যেই জমে উঠেছে আইপিএল ২০২৩’এর মিনি অকশন। (IPL 2023 Auction) এই নিলামে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারের উপর নজর ছিল। সেই তালিকায় ছিল অজিঙ্কা রাহানের নামও। গত মরশুমে রাহানেকে বড় অঙ্কের বিনিময়ে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু, গোটা টুর্নামেন্টে অত্যন্ত হতশ্রী পারফরম্যান্সের কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।
আসন্ন মরশুমে তিনি আর কোনও দল পান কি না, সেইদিকে তো নজর ছিলই। অবশেষে চেন্নাই সুপারকিংস রাহানের জন্য আগামী মরশুমের জন্য IPL-এর দরজা খুলে দিল। ৫০ লাখ টাকায় দলে নিলো এই নাইট প্রাক্তনী’কে। (IPL 2023 Auction)
টিম ইন্ডিয়া থেকে ইতিমধ্যেই বাদের তালিকায় পড়ে গিয়েছেন অজিঙ্কা রাহানে। কিন্তু, ঘরোয়া ক্রিকেটে তিনি ব্যাট হাতে কার্যত তাণ্ডব দেখাচ্ছেন। গত মঙ্গলবারই হায়দ্রাবাদের বিরুদ্ধে শতরান করে অপরাজিত ছিলেন রাহানে। বুধবার অর্থাৎ দ্বিতীয়দিন তিনি নিজের ডাবল সেঞ্চুরি পূরণ করে ফেলেন। আর সেইসঙ্গে আরও একবার ভারতীয় ক্রিকেট দলে এন্ট্রি নেওয়ার দাবিদার হিসেবে প্রমাণ নিজেকে করেন তিনি।
রাহানের এই ফর্মের দিকে তাকিয়েই কি চেন্নাই তাকে দলে নিল ? সেই উত্তর তো ভবিষ্যতই দেবে। এই জানিয়ে রাখা ভালো যে চলতি বছর জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। আর ওই সিরিজে ভালো পারফরম্যান্স করতে পারেননি তিনি। সেকারণেই তার সামনে টিম ইন্ডিয়ার দরজা বন্ধ হয়ে গিয়েছিল।
আরও পড়ুনঃ IPL 2023 Auction : বাংলার মূকেশ আগুন ঝড়াবেন দিল্লির হয়ে
গত মরশুমে KKR ব্রিগেড তাকে যথেষ্ট মোটা অঙ্কের টাকা দিয়ে কিনেছিল। কিন্তু তিনি ম্যানেজমেন্টের প্রত্যাশা একেবারে পূরণ করতে পারেননি। কোচ থেকে ম্যানেজমেন্ট, সকলেই তার পারফরম্যান্স নিয়ে যারপরনাই হতাশ ছিলেন। (IPL 2023 Auction)
IPL 2022 টুর্নামেন্টের ৭ ম্যাচে তিনি ১৩৩ রান করেছিলেন। আর সেকারণেই কলকাতা নাইট রাইডার্স দল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।
২০২২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি শেষ শতরানটি করেছিলেন। তারপর থেকে রান করার জন্য তাকে যথেষ্ট লড়াই করতে হয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরেও রাহানে নজরকাড়া কিছু করে দেখাতে পারেননি।
এরপর তাকে ভারতীয় ক্রিকেট দল থেকে বসিয়ে দেওয়া হয়। তবে ২০২২-২৩ রঞ্জি মরশুমে রাহানের ব্যাট আবারও জাতীয় ক্রিকেট দলে প্রত্যাবর্তনের দাবি তুলতে শুরু করেছে। পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের সমর্থকেরাও তাকে টিম ইন্ডিয়ায় দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছেন। (IPL 2023 Auction)
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : পন্ত, আইয়ারের লড়াকু ইনিংস ভারতকে লড়াইয়ে ফেরালো ম্যাচে