IPL 2023 Auction : হায়দ্রাবাদের ছেড়ে দেওয়া পুরান’কে ১৬ কোটি টাকায় দলে নিলো লখনউ সুপার জায়ান্টস

0
12
IPL 2023 Auction : Nicholas Pooran sold to Lucknow Super Giants for INR 16 crore
IPL 2023 Auction : Nicholas Pooran sold to Lucknow Super Giants for INR 16 crore

আইপিএল নিলামে সবচেয়ে বেশি দর পেয়েছেন স্যাম কারান। (IPL 2023 Auction) তার পরেই রয়েছেন ক্যামেরন গ্রিন। এথনও অবধি নিলামে ইংল্যান্ডের ক্রিকেটারদের দাপট থাকলেও সবচেয়ে বেশি দরে বিক্রি হওয়ার নিরিখে চতুর্থ স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক নিকোলাস পুরাণ। দল পেয়েছেন ইশান্ত শর্মা’ও। 

নিকোলাস পুরাণ’কে এবার খেলতে দেখা যাবে লখনউ সুপার জায়ান্টসের হয়ে। ২ কোটি টাকা ছিল তার বেস প্রাইস। তাকে গতবার ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। পুরাণকে নিতে চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াই চলতে থাকে রাজস্থান রয়্যালসের। (IPL 2023 Auction)

৩ কোটি ৬০ লক্ষ টাকা দর দিয়ে নিলামের লড়াইয়ে নামে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ও রাজস্থানের সঙ্গে লড়াই চলাকালীন সাড়ে ৭ কোটি টাকা দর দিয়ে আসরে নামে লখনউ সুপার জায়ান্টস। শেষ অবধি দিল্লিকে টেক্কা দিয়ে ১৬ কোটি টাকায় পুরাণকে নেয় লখনউ। পুরাণ আপাতত রয়েছেন স্যাম কারান, ক্যামেরন গ্রিন ও বেন স্টোকসের পরেই।

এরপর হেইনরিখ ক্লাসেনের নাম নিলামে ওঠে। তাকে বেস প্রাইসে কেনার জন্য আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স। যদিও ২০ লক্ষ টাকা বেশি দর হাঁকিয়ে ক্লাসেনকে নেওয়া প্রায় নিশ্চিত করে ফেলে দিল্লি ক্যাপিটালস। শেষ মুহূর্তে নিলাম-যুদ্ধে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ। ৫ কোটি ২৫ লক্ষ টাকার বিনিময়ে শেষ অবধি তাকে তুলে নেয় নিজামের শহর। গত মাসেই ক্লাসেন দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯২ রানের ইনিংস খেলেছিলেন। (IPL 2023 Auction)

আরও পড়ুনঃ IPL 2023 Auction : রঞ্জি মাতিয়েই নিলামে বাজিমাত রাহানের, ধোনি’র দলে জায়গা করে নিলেন এই নাইট প্রাক্তনী

তৃতীয় সেট ছিল ব্যাটারদের। লিটন দাস, টম ব্যান্টন ও কুশল মেন্ডিস অবিক্রিত। ব্যান্টন এর আগে কেকেআরে খেলেছেন। তবে ইংল্যান্ডের এই ব্যাটার এবারের হান্ড্রেডে ৬ ইনিংসে ৮৩ রান করেছিলেন। আইপিএল নিলামে বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। কিন্তু তাকে নিতে আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। ইংল্যান্ডের ফিল সল্টকে ২ কোটি টাকায় কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

চতুর্থ সেট শুরু হয় ইংল্যান্ডের ক্রিস জর্ডনকে দিয়ে। তিনি অবিক্রিত থেকে যান। তার বেস প্রাইস ছিল ২ কোটি টাকার। ইংল্যান্ডের রিস টপলিকে এবার প্রথম আইপিএলে দেখা যাবে। টি ২০ বিশ্বকাপে চোটের কারণে খেলতে পারেননি তিনি। তবে তাকে নিয়ে এদিন আগ্রহ দেখায় সিএসকে ও আরসিবি। (IPL 2023 Auction)

শেষ অবধি ১ কোটি ৯০ লক্ষ টাকায় তাকে নিয়ে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জয়দেব উনাদকাটকে আইপিএল থেকে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ৫০ লক্ষ টাকার বেস প্রাইসেই। অ্যাডাম মিলনে অবশ্য অবিক্রিত থেকে গিয়েছেন। অস্ট্রেলিয়ার জোরে বোলার ঝাই রিচার্ডসনকে ১ কোটি ৫০ লক্ষ টাকায় কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তিনি বিগ ব্যাশে দারুণ ছন্দেও রয়েছেন। ৫০ লক্ষ টাকায় ইশান্ত শর্মাকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

পঞ্চম সেট ছিল স্পিনারদের। প্রথম নামই ছিল আদিল রশিদের। ২ কোটি টাকার বেস প্রাইসে ইংল্যান্ডের স্পিনারকে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আকিল হোসেন অবিক্রিত থেকে যান। অস্ট্রেলিয়ার তারকা স্পিনার অ্যাডাম জাম্পাকে নিতেও কেউ আগ্রহ দেখাননি। অবিক্রিত থেকে যান দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরেজ শামসি, আফগানিস্তানের মুজিব উর রহমান। ময়াঙ্ক মার্কণ্ডেকে ৫০ লক্ষ টাকায় নেয় সানরাইজার্স হায়দরাবাদ। (IPL 2023 Auction)

আরও পড়ুনঃ IPL 2023 Auction : বাংলার মূকেশ আগুন ঝড়াবেন দিল্লির হয়ে